ডিমের কত রকম রেসিপিই তো হয়। বাড়িতে ডিম থাকলেই অনেকটা চিন্তা কমে যায়। বাড়িতে অতিথি আসলে চটজলদি ওমলেট বানিয়ে দেওয়ার রীতি আজও রয়েছে।
তবে ডিমের যে রেসিপি আজ শিখবেন হলফ করে বলা যায় তা আপনি আগে বানিয়ে খাননি। চটজলদি বানিয়ে নেওয়া তো যাবেই সেই সঙ্গে স্বাদও হবে দুর্দান্ত।
একটা ফ্রাইং প্যানের মধ্যে চার কাপ জল নিয়ে ফুটতে বসান। একটা বাটিতে দুটো ডিম খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে। এবার ফুটন্ত জলে খুব আস্তে আস্তে ডিম ঢালতে হবে।
ডিম ভাল করে সিদ্ধ হলে তা তুলে নিতে হবে প্লেটে। জল খুব ভাল করে ঝরিয়ে নেবেন। এবার একটা বাটির মধ্যে জল ঢেলে রেখে দিতে হবে।
তিনটে টমেটো ভাল করে কুচি করে নিন। পেঁয়াজ কুচি করে রাখতে হবে। ফ্রাইং প্যানে এক বড় চামচ সরষের তেল দিয়ে এক চামচ জিরে দিয়ে দিন। এবার শুকনো লঙ্কা, লবঙ্গ, দারুচিনি, ছোট এলাচ আর গোটা গোলমরিচ দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিন।
পেঁয়াজ লালচে করে ভাজা হলে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে, রসুন বাটা, আদা বাটা মিশিয়ে দিন। এতে মশলার কাঁচা গন্ধ থাকবে না। এবার এর মধ্যে টমেটো কুচি দিন। স্বাদমতো নুন দিয়ে ঢাকা দিয়ে রাখুন।
তরকারির মত আলু টুকরো করে নিন। ওই মশলার মধ্যে আলু মিশিয়ে নিতে হবে। ওর মধ্যে ভেজে রাখা ডিম আর তুলে রাখা জল মিশিয়ে দিন। হাফ চামচ গরম মশলা মিশিয়ে নিন। যদি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি ছড়িয়ে দেন তাহলে খেতে খুবই ভাল হয়।