Body Whitening Home Remedy: ঘামাচি-ফুসকুড়ির সমস্যা মিটিয়ে পুরো শরীরে ফেরাবে জেল্লা, বানিয়ে ফেলুন সুজি দিয়ে এই বডিস্ক্রাব

Body Scrub: সুজি-নুন দিয়ে বানিয়ে নেওয়া এই স্ক্রাব আমাদের ত্বকের জন্য খুবই ভাল। এতে ময়লা-তেল ভিতর থেকে পরিষ্কার হয়ে যায়

| Edited By: | Updated on: Jul 18, 2023 | 9:30 AM
রোজ বাইরে বেরোলে ধুলো-মাটি-ঘাম ত্বকে অনেকটা ড্যামেজ করে। রোজ রোজ তেল-সাবানেও যা তোলা যায় না।

রোজ বাইরে বেরোলে ধুলো-মাটি-ঘাম ত্বকে অনেকটা ড্যামেজ করে। রোজ রোজ তেল-সাবানেও যা তোলা যায় না।

1 / 8
ত্বকের জন্য ব্লিচ খুবই খারাপ। এতে ত্বকের গঠন, প্রকৃতি একেবারে নষ্ট হয়ে যায়। তাই অফিস থেকে বাড়ি ফিরে কালচে ভাব দূর করতে বানিয়ে ফেলুন এই বডি স্ক্রাব।

ত্বকের জন্য ব্লিচ খুবই খারাপ। এতে ত্বকের গঠন, প্রকৃতি একেবারে নষ্ট হয়ে যায়। তাই অফিস থেকে বাড়ি ফিরে কালচে ভাব দূর করতে বানিয়ে ফেলুন এই বডি স্ক্রাব।

2 / 8
একটা বাটি নিয়ে প্রথমে এক বড় চামচ সুজি নিতে হবে। এর মধ্যে এক চামচ নুন মেশান। শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করে নুন

একটা বাটি নিয়ে প্রথমে এক বড় চামচ সুজি নিতে হবে। এর মধ্যে এক চামচ নুন মেশান। শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করে নুন

3 / 8
এবার ট্যান তুলতে এর মধ্যে মেশান কফি পাউডার, হাফ চামচ খাবার সোডা। এই চারটে শুকনো উপকরণ মিশিয়ে এর মধ্যে নারকেল তেল মেশান। এতে সান ট্যান দূর হবে।

এবার ট্যান তুলতে এর মধ্যে মেশান কফি পাউডার, হাফ চামচ খাবার সোডা। এই চারটে শুকনো উপকরণ মিশিয়ে এর মধ্যে নারকেল তেল মেশান। এতে সান ট্যান দূর হবে।

4 / 8
এবার এই বডি স্ক্রাব খুব ভাল করে মিশিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিন। স্নান করতে যাওয়ার আগে জল দিয়ে গা ভিজিয়ে নিন। এরপর তা হাতে লাগিয়ে ভাল করে ঘষতে হবে।

এবার এই বডি স্ক্রাব খুব ভাল করে মিশিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিন। স্নান করতে যাওয়ার আগে জল দিয়ে গা ভিজিয়ে নিন। এরপর তা হাতে লাগিয়ে ভাল করে ঘষতে হবে।

5 / 8
এতে ধুলো ময়লা উঠে যাবে আর ত্বকের ফর্সা ভাব ফেরাতেও সাহায্য করে। যে কোনও রকম ইমফেকশন, ঘামের দূর্গন্ধ দূর করতেও কাজে আসে এই স্ক্রাব।

এতে ধুলো ময়লা উঠে যাবে আর ত্বকের ফর্সা ভাব ফেরাতেও সাহায্য করে। যে কোনও রকম ইমফেকশন, ঘামের দূর্গন্ধ দূর করতেও কাজে আসে এই স্ক্রাব।

6 / 8
এই স্ক্রাব মুখে লাগাবেন না। নুন, সুজি থাকায় তাতে মুখ ছুলে যাওয়ার সম্ভাবনা থাকে। বডি স্ক্রাব হিসেবে সবচাইতে ভাল। নারকেল তেল ত্বককে খুবই নরম রাখে।

এই স্ক্রাব মুখে লাগাবেন না। নুন, সুজি থাকায় তাতে মুখ ছুলে যাওয়ার সম্ভাবনা থাকে। বডি স্ক্রাব হিসেবে সবচাইতে ভাল। নারকেল তেল ত্বককে খুবই নরম রাখে।

7 / 8
রোজ ব্যবহার করলে নিজেই তফাত বুঝতে পারবেন। বাজার চলতি যে কোনও বডি স্ক্রাবের তুলনায় এই প্যাক অনেক বেশি ভাল আর কার্যকরী।

রোজ ব্যবহার করলে নিজেই তফাত বুঝতে পারবেন। বাজার চলতি যে কোনও বডি স্ক্রাবের তুলনায় এই প্যাক অনেক বেশি ভাল আর কার্যকরী।

8 / 8
Follow Us: