গরমকালেও ত্বক শুষ্ক দেখাচ্ছে? জেল্লা ফিরিয়ে আনতে করুন একাজ

Face Care: এই গরমকালেও ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে? মুখ থেকে কিংবা ঠোঁটের চারপাশ থেকে চামড়া উঠে আসছে? আসলে এগুলো 'ডেড স্কিন'। আর তা তুলতে অনেক পন্থাই নিয়েছেন। অনেকে আবার মুখের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে ব্যয়বহুল চিকিত্সার দারস্থও হন। কিন্তু বাড়িতেই যে সমস্যার সমাধান রয়েছে, তার জন্য আলাদা করে টাকা খরচ করার কী প্রয়োজন।

| Updated on: Apr 03, 2024 | 1:35 PM
এই গরমকালেও ত্বক শুষ্ক দেখাচ্ছে? মুখ থেকে কিংবা ঠোঁটের চারপাশ থেকে চামড়া উঠে আসছে? আসলে এগুলো 'ডেড স্কিন'। আর তা তুলতে অনেক পন্থাই নিয়েছেন।

এই গরমকালেও ত্বক শুষ্ক দেখাচ্ছে? মুখ থেকে কিংবা ঠোঁটের চারপাশ থেকে চামড়া উঠে আসছে? আসলে এগুলো 'ডেড স্কিন'। আর তা তুলতে অনেক পন্থাই নিয়েছেন।

1 / 8
অনেকে আবার মুখের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে ব্যয়বহুল চিকিত্সার দারস্থও হন। কিন্তু বাড়িতেই যে সমস্যার সমাধান রয়েছে, তার জন্য আলাদা করে টাকা খরচ করার কী প্রয়োজন।

অনেকে আবার মুখের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে ব্যয়বহুল চিকিত্সার দারস্থও হন। কিন্তু বাড়িতেই যে সমস্যার সমাধান রয়েছে, তার জন্য আলাদা করে টাকা খরচ করার কী প্রয়োজন।

2 / 8
আপনাকে এমন একটি ফেসপ্যাক সম্পর্কে জানানো হবে, যা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে। ফলে মুখের উপর চিপকে বসে থাকা সব 'ডেড স্কিন' থেকে মুক্তি পাবেন।

আপনাকে এমন একটি ফেসপ্যাক সম্পর্কে জানানো হবে, যা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে। ফলে মুখের উপর চিপকে বসে থাকা সব 'ডেড স্কিন' থেকে মুক্তি পাবেন।

3 / 8
মুখের উপরে থাকা মরা চামড়া বা ডেড স্কিন দূর করতে যদি ফেসপ্যাক বানাতে চান, তাহলে এক চামচ চালের গুঁড়ো, আধা চামচ কফির গুঁড়ো, আলুর রস, টমেটোর রস এবং অ্যালোভেরা জেল নিন।

মুখের উপরে থাকা মরা চামড়া বা ডেড স্কিন দূর করতে যদি ফেসপ্যাক বানাতে চান, তাহলে এক চামচ চালের গুঁড়ো, আধা চামচ কফির গুঁড়ো, আলুর রস, টমেটোর রস এবং অ্যালোভেরা জেল নিন।

4 / 8
কিভাবে ফেসপ্যাক বানাবেন এবং লাগাবেন তা জেনে নিন। একটি ছোট পাত্রে চালের গুঁড়ো নিন এবং এতে অন্যান্য সমস্ত উপাদান দিয়ে দিন।

কিভাবে ফেসপ্যাক বানাবেন এবং লাগাবেন তা জেনে নিন। একটি ছোট পাত্রে চালের গুঁড়ো নিন এবং এতে অন্যান্য সমস্ত উপাদান দিয়ে দিন।

5 / 8
একটি মসৃণ পেস্ট তৈরি করুন। যতক্ষণ সব গুলে যাচ্ছে ততক্ষণ ভালভাবে মেশান। এই ফেসপ্যাকটি মুখ থেকে ঘাড়েও লাগান। আপনি চাইলে এই প্যাকটি হাত ও পায়ে ব্যবহার করতে পারেন।

একটি মসৃণ পেস্ট তৈরি করুন। যতক্ষণ সব গুলে যাচ্ছে ততক্ষণ ভালভাবে মেশান। এই ফেসপ্যাকটি মুখ থেকে ঘাড়েও লাগান। আপনি চাইলে এই প্যাকটি হাত ও পায়ে ব্যবহার করতে পারেন।

6 / 8
প্রায় 10 থেকে 15 মিনিটের পরে, যখন ফেসপ্যাকটি প্রায় 75 শতাংশ শুকিয়ে যাবে, তখন আপনার হাতে কিছু জল বা গোলাপ জল নিয়ে এটি মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন।

প্রায় 10 থেকে 15 মিনিটের পরে, যখন ফেসপ্যাকটি প্রায় 75 শতাংশ শুকিয়ে যাবে, তখন আপনার হাতে কিছু জল বা গোলাপ জল নিয়ে এটি মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন।

7 / 8
এতে লেগে থাকা সমস্ত মরা চামড়া পরিষ্কার হবে। এবার জল বা ভেজা স্পঞ্জ দিয়ে মুখ পরিষ্কার করুন। এর পর ভাল ময়েশ্চারাইজার লাগান। সপ্তাহে দুইবার এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।

এতে লেগে থাকা সমস্ত মরা চামড়া পরিষ্কার হবে। এবার জল বা ভেজা স্পঞ্জ দিয়ে মুখ পরিষ্কার করুন। এর পর ভাল ময়েশ্চারাইজার লাগান। সপ্তাহে দুইবার এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...