Mahashivratri Prasad Recipes 2024: শিবরাত্রির উপোস করবেন এদিকে সকালে অফিসও রয়েছে? প্রসাদে চটজলদি বানান এই মিষ্টি

Suji bhog: চিনি মিশলে ২ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিন এতে। ভাল করে দুধ মিশিয়ে সবশেষে সামান্য ঘি ছড়িয়ে দিতে হবে। এতে দেখতে আর খেতে দুই ভাল হবে। ভাল পাক হলে একটা পাত্রে বা থালায় তা নামিয়ে নিন

| Edited By: | Updated on: Mar 08, 2024 | 9:40 AM
শুক্রবার অনেকেই শিবরাত্রির উপবাস রাখবেন। কেউ শনিবার। উপোসের সঙ্গে তো আর অফিস ছুটি থাকবে না। সঙ্গে বাড়ির একাধিক কাজও থাকে। বাড়ি সামলে বাইরের কাজ করাও খুব মুশকিল হয়

শুক্রবার অনেকেই শিবরাত্রির উপবাস রাখবেন। কেউ শনিবার। উপোসের সঙ্গে তো আর অফিস ছুটি থাকবে না। সঙ্গে বাড়ির একাধিক কাজও থাকে। বাড়ি সামলে বাইরের কাজ করাও খুব মুশকিল হয়

1 / 8
কেউ যাবেন মন্দিরে কেউ আবার বাড়িতেই পুজো করবেন। বাড়িতে বানিয়ে নিন এই মিষ্টি। বানানো যেমন সহজ তেমনই নিবেদন করতে পারেন প্রসাদে

কেউ যাবেন মন্দিরে কেউ আবার বাড়িতেই পুজো করবেন। বাড়িতে বানিয়ে নিন এই মিষ্টি। বানানো যেমন সহজ তেমনই নিবেদন করতে পারেন প্রসাদে

2 / 8
আবার উপবাস ভঙ্গ করে নিজেও খেতে পারবেন। দেখে নিন কী করে বানাবেন এই সহজ মিষ্টি। কড়াইতে ঘি দিয়ে কাজু, কিশমিশ, পেস্তা, আমন্ড কুচি দিয়ে প্রথমে ভেজে নিতে হবে

আবার উপবাস ভঙ্গ করে নিজেও খেতে পারবেন। দেখে নিন কী করে বানাবেন এই সহজ মিষ্টি। কড়াইতে ঘি দিয়ে কাজু, কিশমিশ, পেস্তা, আমন্ড কুচি দিয়ে প্রথমে ভেজে নিতে হবে

3 / 8
এগুলো ভেজে তুলে কড়াইতে আবার ২ চামচ ঘি দিয়ে এক কাপ সুজি দিয়ে ৫ মিনিট ধরে ভাল করে ভেজে নিতে হবে। ৩ মিনিট পর কয়েকটা এলাচ ফাটিয়ে আর তেজপাতা ছিঁড়ে দিতে হবে

এগুলো ভেজে তুলে কড়াইতে আবার ২ চামচ ঘি দিয়ে এক কাপ সুজি দিয়ে ৫ মিনিট ধরে ভাল করে ভেজে নিতে হবে। ৩ মিনিট পর কয়েকটা এলাচ ফাটিয়ে আর তেজপাতা ছিঁড়ে দিতে হবে

4 / 8
ভেজে নিয়ে ২ কাপ জল দিতে হবে। জল দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। আরও হাফ কাপ জল দিতে হবে এর মধ্যে। এবার আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। হাফ কাপ চিনি আর একটু নুন দিন

ভেজে নিয়ে ২ কাপ জল দিতে হবে। জল দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। আরও হাফ কাপ জল দিতে হবে এর মধ্যে। এবার আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। হাফ কাপ চিনি আর একটু নুন দিন

5 / 8
চিনি মিশলে ২ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিন এতে। ভাল করে দুধ মিশিয়ে সবশেষে সামান্য ঘি ছড়িয়ে দিতে হবে। এতে দেখতে আর খেতে দুই ভাল হবে। ভাল পাক হলে একটা পাত্রে বা থালায় তা নামিয়ে নিন

চিনি মিশলে ২ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিন এতে। ভাল করে দুধ মিশিয়ে সবশেষে সামান্য ঘি ছড়িয়ে দিতে হবে। এতে দেখতে আর খেতে দুই ভাল হবে। ভাল পাক হলে একটা পাত্রে বা থালায় তা নামিয়ে নিন

6 / 8
চেপে চেপে সেট করে নিতে হবে। উপর থেকে আরও একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে ফ্রিজে ২ ঘন্টা রেখে দিতে হবে। সুজির এই মিষ্টি একদম অমৃতের মত খেতে হয়। ঠান্ডা হলে বরফি বা সন্দেশের শেপে তা কেটে নিতে হবে

চেপে চেপে সেট করে নিতে হবে। উপর থেকে আরও একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে ফ্রিজে ২ ঘন্টা রেখে দিতে হবে। সুজির এই মিষ্টি একদম অমৃতের মত খেতে হয়। ঠান্ডা হলে বরফি বা সন্দেশের শেপে তা কেটে নিতে হবে

7 / 8
প্রসাদী থালায় লুচি, পাঁচ রকমের ভাজার সঙ্গে সাজিয়ে দিন এই সুজির ভোগ। ঠাকুর তুষ্ট হবেন আর পুজো পাঠ সেরে আপনিও খেতে পারবেন।

প্রসাদী থালায় লুচি, পাঁচ রকমের ভাজার সঙ্গে সাজিয়ে দিন এই সুজির ভোগ। ঠাকুর তুষ্ট হবেন আর পুজো পাঠ সেরে আপনিও খেতে পারবেন।

8 / 8
Follow Us: