Coloure Removes from Mobile: দোল খেলতে গিয়ে স্মার্ট ফোনে রং লেগে গিয়েছে? সহজ উপায়ে কালার তুলুন

Holi 2024: পায়জামার পকেটে স্মার্ট ফোন নিয়ে রং খেলতে গিয়ে বা রং মাখার ছবি তুলতে গিয়ে অনেক সময়ই বিপদে পড়তে হয়। স্মার্ট ফোনের এলসিডি থেকে স্পিকার, চার্জার পয়েন্টে লেগে যায় রং। সেই রং তুলতে উদ্বেগের প্রয়োজন নেই, সাধারণ কয়েকটি পদ্ধতিতেই স্মার্ট ফোনের রং তুলতে পারেন।

| Updated on: Mar 24, 2024 | 6:12 PM
আজকাল স্মার্ট ফোন ছাড়া এক মুহূর্ত চলে না। পার্স নিতে ভুলে গেলেও চলবে, কিন্তু স্মার্ট ফোন ছাড়া বর্তমান প্রজন্ম অচল। ফলে দোল খেলার সময়ও সঙ্গে থাকে স্মার্ট ফোন। কেবল সঙ্গে থাকা নয়, রং মেখে ভূত সেজে ছবি না তুললে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবেন কীভাবে!

আজকাল স্মার্ট ফোন ছাড়া এক মুহূর্ত চলে না। পার্স নিতে ভুলে গেলেও চলবে, কিন্তু স্মার্ট ফোন ছাড়া বর্তমান প্রজন্ম অচল। ফলে দোল খেলার সময়ও সঙ্গে থাকে স্মার্ট ফোন। কেবল সঙ্গে থাকা নয়, রং মেখে ভূত সেজে ছবি না তুললে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবেন কীভাবে!

1 / 8
পায়জামার পকেটে স্মার্ট ফোন নিয়ে রং খেলতে গিয়ে বা রং মাখার ছবি তুলতে গিয়ে অনেক সময়ই বিপদে পড়তে হয়। স্মার্ট ফোনের এলসিডি থেকে স্পিকার, চার্জার পয়েন্টে লেগে যায় রং। সেই রং তুলতে উদ্বেগের প্রয়োজন নেই, সাধারণ কয়েকটি পদ্ধতিতেই স্মার্ট ফোনের রং তুলতে পারেন

পায়জামার পকেটে স্মার্ট ফোন নিয়ে রং খেলতে গিয়ে বা রং মাখার ছবি তুলতে গিয়ে অনেক সময়ই বিপদে পড়তে হয়। স্মার্ট ফোনের এলসিডি থেকে স্পিকার, চার্জার পয়েন্টে লেগে যায় রং। সেই রং তুলতে উদ্বেগের প্রয়োজন নেই, সাধারণ কয়েকটি পদ্ধতিতেই স্মার্ট ফোনের রং তুলতে পারেন

2 / 8
স্মার্ট ফোনের রং তুলতে কখনও জল লাগাবেন না। একটি পরিষ্কার ও নরম কাপড় বা তোয়ালে দিয়ে স্মার্ট ফোনটি ভাল করে মুছে নিন। হেড ফোন, চার্জার পয়েন্টের ভিতরেও যতটা সম্ভব কাপড়ের খোঁট ঢুকিয়ে রং পরিষ্কার করুন

স্মার্ট ফোনের রং তুলতে কখনও জল লাগাবেন না। একটি পরিষ্কার ও নরম কাপড় বা তোয়ালে দিয়ে স্মার্ট ফোনটি ভাল করে মুছে নিন। হেড ফোন, চার্জার পয়েন্টের ভিতরেও যতটা সম্ভব কাপড়ের খোঁট ঢুকিয়ে রং পরিষ্কার করুন

3 / 8
স্মার্ট ফোনে রং তুলতে নরম কাপড় বা তুলোয় গ্লিসারিন বা ময়শ্চারাইজ ক্রিম ব্যবহার করতে পারেন। প্রথমে শুকনো কাপড় দিয়ে শুকনো রং ঝেড়ে নিন। তারপর ময়শ্চারাইজ ক্রিম দিয়ে ঘষুন। চটপট রং উঠে আসবে

স্মার্ট ফোনে রং তুলতে নরম কাপড় বা তুলোয় গ্লিসারিন বা ময়শ্চারাইজ ক্রিম ব্যবহার করতে পারেন। প্রথমে শুকনো কাপড় দিয়ে শুকনো রং ঝেড়ে নিন। তারপর ময়শ্চারাইজ ক্রিম দিয়ে ঘষুন। চটপট রং উঠে আসবে

4 / 8
ফোনের রং তুলতে বেকিং সোডাও খুব কার্যকরী। বিশেষত, স্মার্ট ফোনের কভারে রং লাগলে বেকিং সোডা ছিটিয়ে নিন। তারপর ভেজা টুথব্রাশ দিয়ে ঘষুন। দ্রুত স্মার্ট ফোনের কভারের রং উঠে আসবে

ফোনের রং তুলতে বেকিং সোডাও খুব কার্যকরী। বিশেষত, স্মার্ট ফোনের কভারে রং লাগলে বেকিং সোডা ছিটিয়ে নিন। তারপর ভেজা টুথব্রাশ দিয়ে ঘষুন। দ্রুত স্মার্ট ফোনের কভারের রং উঠে আসবে

5 / 8
দোল খেলার সময় স্পিকার বা চার্জিং পোর্টে জল বা রং ঢুকে গেলে বেশি সমস্যা হয়। তাই দোল খেলতে যাওয়ার সময় স্পিকার, চার্জিং পোর্টের জায়গা টেপ দিয়ে মুড়ে রাখুন। ফলে রং বা জল ফোনের ভিতর ঢুকবে না

দোল খেলার সময় স্পিকার বা চার্জিং পোর্টে জল বা রং ঢুকে গেলে বেশি সমস্যা হয়। তাই দোল খেলতে যাওয়ার সময় স্পিকার, চার্জিং পোর্টের জায়গা টেপ দিয়ে মুড়ে রাখুন। ফলে রং বা জল ফোনের ভিতর ঢুকবে না

6 / 8
দোল খেলার পর হাতে-মুখে রং লেগে থাকায় স্মার্ট ফোনের প্যাটার্ন লক বা ফিঙ্গার লক কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে রং হাতে বারবার লক খোলার চেষ্টা করলে আপনার ফোনে রং আরও বেশি লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নম্বর পিন সেট করুন, তাহলে সহজে লক খুলে যাবে

দোল খেলার পর হাতে-মুখে রং লেগে থাকায় স্মার্ট ফোনের প্যাটার্ন লক বা ফিঙ্গার লক কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে রং হাতে বারবার লক খোলার চেষ্টা করলে আপনার ফোনে রং আরও বেশি লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নম্বর পিন সেট করুন, তাহলে সহজে লক খুলে যাবে

7 / 8
দোল খেলতে যাওয়ার সময় স্মার্ট ফোন ওয়াটারপ্রুফ পাউচ বা এয়ারটাইট জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখুন। তাহলে কোনভাবে রং জল মোবাইলে ঢুকবে না। আপনার মোবাইল থাকবে সুরক্ষিত

দোল খেলতে যাওয়ার সময় স্মার্ট ফোন ওয়াটারপ্রুফ পাউচ বা এয়ারটাইট জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখুন। তাহলে কোনভাবে রং জল মোবাইলে ঢুকবে না। আপনার মোবাইল থাকবে সুরক্ষিত

8 / 8
Follow Us: