দিনভর দোল খেলে নখের অবস্থা বেহাল, মন খারাপ না করে কাজে লাগান এই উপায়…

Nail Care: হোলিতে রং খেলে নখের বারোটা বেজেছে? নেলপলিশের আসল রঙটা তো পুরোপুরি ঢেকে গিয়েছে হোলির রঙে। আর নখগুলোতেও লাল নীল রঙ ধরেছে। কিন্তু এবার তা ঠিক করবেন কীভাবে? হাত মুখে থেকে রং উঠে গেলেও নখ থেকে অত সহজে যেতে চায় না। আর এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনাকে কতগুলি কৌশল বলা হবে।

| Updated on: Mar 26, 2024 | 10:27 AM
হোলিতে রং খেলে নখের বারোটা বেজেছে? নেলপলিশের আসল রঙটা তো পুরোপুরি ঢেকে গিয়েছে হোলির রঙে। আর নখগুলোতেও লাল নীল রঙ ধরেছে।

হোলিতে রং খেলে নখের বারোটা বেজেছে? নেলপলিশের আসল রঙটা তো পুরোপুরি ঢেকে গিয়েছে হোলির রঙে। আর নখগুলোতেও লাল নীল রঙ ধরেছে।

1 / 8
কিন্তু এবার তা ঠিক করবেন কীভাবে? হাত মুখে থেকে রং উঠে গেলেও নখ থেকে অত সহজে যেতে চায় না। আর এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনাকে কতগুলি কৌশল বলা হবে।

কিন্তু এবার তা ঠিক করবেন কীভাবে? হাত মুখে থেকে রং উঠে গেলেও নখ থেকে অত সহজে যেতে চায় না। আর এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনাকে কতগুলি কৌশল বলা হবে।

2 / 8
যদি নখে রং লেগে থাকে, তাহলে হাত ও নখে ভাল করে পেট্রোলিয়াম জেলি লাগান। এতে করে নখ যেমন ভালও থাকবে, তেমন কোনও রঙও লেগে থাকবে না।

যদি নখে রং লেগে থাকে, তাহলে হাত ও নখে ভাল করে পেট্রোলিয়াম জেলি লাগান। এতে করে নখ যেমন ভালও থাকবে, তেমন কোনও রঙও লেগে থাকবে না।

3 / 8
নখে লেগে থাকা রং পেট্রোলিয়াম জেলি, অ্যালোভেরা জেল এবং নারকেল তেল দিয়ে পরিষ্কার করতে পারেন। এই সবগুলিকে সমান পরিমাণে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।

নখে লেগে থাকা রং পেট্রোলিয়াম জেলি, অ্যালোভেরা জেল এবং নারকেল তেল দিয়ে পরিষ্কার করতে পারেন। এই সবগুলিকে সমান পরিমাণে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।

4 / 8
তারপরে সাবান দিয়ে হাত ভালভাবে পরিষ্কার করার পরে সেই পেস্টটি লাগান। নখের কোনও ক্ষতি হবে না। আর খুব তাড়াতাড়ি রঙও উঠে যাবে।

তারপরে সাবান দিয়ে হাত ভালভাবে পরিষ্কার করার পরে সেই পেস্টটি লাগান। নখের কোনও ক্ষতি হবে না। আর খুব তাড়াতাড়ি রঙও উঠে যাবে।

5 / 8
নখ থেকে রং তোলার জন্য় বাড়িতেই হট অয়েল ম্যানিরকিয়োর করে নিতে পারেন। এর জন্য একটি পাত্রে ঈষদুষ্ণ জল নিন। এবার তাতে ২ টেবিল চামচ নারকেল তেল দিয়ে দিন।

নখ থেকে রং তোলার জন্য় বাড়িতেই হট অয়েল ম্যানিরকিয়োর করে নিতে পারেন। এর জন্য একটি পাত্রে ঈষদুষ্ণ জল নিন। এবার তাতে ২ টেবিল চামচ নারকেল তেল দিয়ে দিন।

6 / 8
এখানেই শেষ নয় এবার সামান্য একটু বেকিং সোডা, কয়েক ফোঁটা লেবুর রস সেই জলে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সেই জলের মধ্যে আঙুল ডুবিয়ে বসে থাকুন মিনিট দশেক। ব্যস দেখেবেন রং একদম গায়েব।

এখানেই শেষ নয় এবার সামান্য একটু বেকিং সোডা, কয়েক ফোঁটা লেবুর রস সেই জলে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সেই জলের মধ্যে আঙুল ডুবিয়ে বসে থাকুন মিনিট দশেক। ব্যস দেখেবেন রং একদম গায়েব।

7 / 8
ম্যানিকিয়োর করার পর নখের চারধারে কিউটিকল অয়েল মাখতে ভুলবেন না। যদি বাড়িতে কিউটিকল অয়েল না থাকে, তাহলে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখতে পারেন।

ম্যানিকিয়োর করার পর নখের চারধারে কিউটিকল অয়েল মাখতে ভুলবেন না। যদি বাড়িতে কিউটিকল অয়েল না থাকে, তাহলে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখতে পারেন।

8 / 8
Follow Us: