Acne Problem: এই তেলের জাদুস্পর্শে এক রাতেই ব্রণ হবে গায়েব!

Tea Tree Oil: ব্রণ যেমন মুখের সৌন্দর্য নষ্ট করে, তেমনই অনেকেরই ব্রণ থেকে যন্ত্রণাও হয়। যন্ত্রণা বা অস্বস্তি, যাই হোক না কেন। ব্রণ কিন্তু হাতে করে ফাটাবেন না বা নখে করে খুঁটবেন না। তাহলেই কিন্তু ব্রণর দাগ স্থায়ী হবে মুখে।

| Updated on: Mar 24, 2024 | 3:14 PM
ব্রণ নিয়ে সমস্যা রয়েছে অনেক কমবয়সি। অনেকে এ নিয়ে রীতিমতো হতাশায় ভোগেন।

ব্রণ নিয়ে সমস্যা রয়েছে অনেক কমবয়সি। অনেকে এ নিয়ে রীতিমতো হতাশায় ভোগেন।

1 / 8
কিন্তু ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া অত সহজ কাজ নয়। অনেকেরই ঘুরে ফিরে হয় ব্রণ। এক জায়গায় সেরে গেরে অন্য জায়গায় উঠে যায়।

কিন্তু ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া অত সহজ কাজ নয়। অনেকেরই ঘুরে ফিরে হয় ব্রণ। এক জায়গায় সেরে গেরে অন্য জায়গায় উঠে যায়।

2 / 8
ব্রণ যেমন মুখের সৌন্দর্য নষ্ট করে, তেমনই অনেকেরই ব্রণ থেকে যন্ত্রণাও হয়।

ব্রণ যেমন মুখের সৌন্দর্য নষ্ট করে, তেমনই অনেকেরই ব্রণ থেকে যন্ত্রণাও হয়।

3 / 8
যন্ত্রণা বা অস্বস্তি, যাই হোক না কেন। ব্রণ কিন্তু হাতে করে ফাটাবেন না বা নখে করে খুঁটবেন না। তাহলেই কিন্তু ব্রণর দাগ স্থায়ী হবে মুখে।

যন্ত্রণা বা অস্বস্তি, যাই হোক না কেন। ব্রণ কিন্তু হাতে করে ফাটাবেন না বা নখে করে খুঁটবেন না। তাহলেই কিন্তু ব্রণর দাগ স্থায়ী হবে মুখে।

4 / 8
কিন্তু ব্রণ সারানো অব্যর্থ এক ওষুধ রয়েছে। তা হল টি-ট্রি অয়েল। চা গাছ থেকে পাওয়া যায় এই তেল।

কিন্তু ব্রণ সারানো অব্যর্থ এক ওষুধ রয়েছে। তা হল টি-ট্রি অয়েল। চা গাছ থেকে পাওয়া যায় এই তেল।

5 / 8
ব্রণ সারানোর পাশাপাশি এই তেল নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক বিনাশেও সিদ্ধহস্ত।

ব্রণ সারানোর পাশাপাশি এই তেল নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক বিনাশেও সিদ্ধহস্ত।

6 / 8
এই তেল লাগানোর আগে ভালো করে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন। তার পর আঙুলের ডগায় এই তেল নিন। এবং ব্রণের উপরে লাগান।

এই তেল লাগানোর আগে ভালো করে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন। তার পর আঙুলের ডগায় এই তেল নিন। এবং ব্রণের উপরে লাগান।

7 / 8
মুখে একাধিক ব্রণ থাকলে সব ব্রণের উপরেই তা অল্প করে লাগিয়ে দিন। এ ভাবেই সারারাত রেখে দিন। সকালে উঠেই আপনি বুঝবেন পার্থক্য। এবং এক টানা কয়েক দিনে ব্রণ সম্পূর্ণ নির্মূল হবে।

মুখে একাধিক ব্রণ থাকলে সব ব্রণের উপরেই তা অল্প করে লাগিয়ে দিন। এ ভাবেই সারারাত রেখে দিন। সকালে উঠেই আপনি বুঝবেন পার্থক্য। এবং এক টানা কয়েক দিনে ব্রণ সম্পূর্ণ নির্মূল হবে।

8 / 8
Follow Us: