Monsoon Fashion: বর্ষায় চামড়ার নয়, নজর কাড়ুন বিশেষ এই জুতোতেই

চাই জল-কাদায় নষ্ট হবে না এমন জুতো। তাই বলে আবার ফ্যাশানের সঙ্গে আপোষ করা যায় না। কিন্তু তা হলে উপায়? কোন জুতো পরলে বজায় থাকবে ফ্যাশন আবার ক্ষতি হবেও না? রইল হদিস।

| Updated on: Jul 21, 2024 | 2:18 PM
বর্ষা মানেই যখন তখন বৃষ্টি! কিন্তু তাই বলে তো আর অফিসে ছুটি নেই। আজকালকার কর্পোরেট অফিসের কালচারে 'শুট-বুট' পরেই অফিস যাওয়ার চল।

বর্ষা মানেই যখন তখন বৃষ্টি! কিন্তু তাই বলে তো আর অফিসে ছুটি নেই। আজকালকার কর্পোরেট অফিসের কালচারে 'শুট-বুট' পরেই অফিস যাওয়ার চল।

1 / 8
কিন্তু বর্ষাকালে চামড়ার জুতো পরে রাস্তায় বেরোলে বিপদের মুখে পড়তে পারেন যখন তখন। কারণ বৃষ্টির জল পরলে যে নষ্ট হয়ে যাবে আপনার সাধের জুতোটি। আবার অনেকেই বর্ষার মরসুমে বেরিয়ে পড়েন ইতি-উতি প্রকৃতির সন্ধানে। আবার ইছা না থাকলেও যেতে হবে স্কুল-কলেজে।

কিন্তু বর্ষাকালে চামড়ার জুতো পরে রাস্তায় বেরোলে বিপদের মুখে পড়তে পারেন যখন তখন। কারণ বৃষ্টির জল পরলে যে নষ্ট হয়ে যাবে আপনার সাধের জুতোটি। আবার অনেকেই বর্ষার মরসুমে বেরিয়ে পড়েন ইতি-উতি প্রকৃতির সন্ধানে। আবার ইছা না থাকলেও যেতে হবে স্কুল-কলেজে।

2 / 8
তাই এই জল কাদার মধ্যে মানানসই জুতো না পরলে কিন্তু পড়তে হবে সমস্যার মুখে। অচিরেই নষ্ট হয়ে যেতে পারে সাধের জুতোখানি। তাই সারা বছর যে জুতো পরে ঘোরেন, বর্ষায় কিন্তু মোটেও চলবে না সেই জুতো।

তাই এই জল কাদার মধ্যে মানানসই জুতো না পরলে কিন্তু পড়তে হবে সমস্যার মুখে। অচিরেই নষ্ট হয়ে যেতে পারে সাধের জুতোখানি। তাই সারা বছর যে জুতো পরে ঘোরেন, বর্ষায় কিন্তু মোটেও চলবে না সেই জুতো।

3 / 8
বরং চাই জল-কাদায় নষ্ট হবে না এমন জুতো। তাই বলে আবার ফ্যাশানের সঙ্গে আপোষ করা যায় না। কিন্তু তা হলে উপায়? কোন জুতো পরলে বজায় থাকবে ফ্যাশন আবার ক্ষতি হবেও না? রইল হদিস।

বরং চাই জল-কাদায় নষ্ট হবে না এমন জুতো। তাই বলে আবার ফ্যাশানের সঙ্গে আপোষ করা যায় না। কিন্তু তা হলে উপায়? কোন জুতো পরলে বজায় থাকবে ফ্যাশন আবার ক্ষতি হবেও না? রইল হদিস।

4 / 8
স্লাইডার: জিন্‌স, টপ হোক কিংবা পালাজো, সালোয়ার সব ধরনের পোশাকের সঙ্গেই কিন্তু স্লাইডার জুতো বেশ মানায়। বাজারে এখন স্লাইডার জুতোর বেশ রমরমা। প্যাস্টেল রঙের কিংবা ন্যুড শেডের স্লাইডার কিন্তু একটা কিনে রাখতে পারেন আপনার জুতোর   কালেকশনে। অফিস বা বন্ধুদের সঙ্গে পার্টি স্লাইডার কিন্তু মানানসই। আবার বৃষ্টিতে ভিজে গেলেও ক্ষতি হবে না সাধের জুতো জোড়ার।

স্লাইডার: জিন্‌স, টপ হোক কিংবা পালাজো, সালোয়ার সব ধরনের পোশাকের সঙ্গেই কিন্তু স্লাইডার জুতো বেশ মানায়। বাজারে এখন স্লাইডার জুতোর বেশ রমরমা। প্যাস্টেল রঙের কিংবা ন্যুড শেডের স্লাইডার কিন্তু একটা কিনে রাখতে পারেন আপনার জুতোর কালেকশনে। অফিস বা বন্ধুদের সঙ্গে পার্টি স্লাইডার কিন্তু মানানসই। আবার বৃষ্টিতে ভিজে গেলেও ক্ষতি হবে না সাধের জুতো জোড়ার।

5 / 8
ক্রকস: বর্ষার সময় একটি পা ঢাকা ক্রকস জুতো রাখতেই পারেন। বৃষ্টি হোক বা না হোক মুশকিল আসান হতে পারে কিন্তু এই ক্রকস। ছোট ছোট ছিদ্রের এই জুতো পরেও আরাম।

ক্রকস: বর্ষার সময় একটি পা ঢাকা ক্রকস জুতো রাখতেই পারেন। বৃষ্টি হোক বা না হোক মুশকিল আসান হতে পারে কিন্তু এই ক্রকস। ছোট ছোট ছিদ্রের এই জুতো পরেও আরাম।

6 / 8
স্যান্ডেল: বর্ষায় স্লিপার কিংবা স্যান্ডেল কিন্তু চাই-ই চাই। তবে খুব বেশি হিল দেওয়া স্যান্ডেল এই মরসুমে না কেনাই ভাল। তবে হিল ফ্ল্যাট হলেও অনেক জুতো বেশ স্লিপারি হয়। তাই ঝুঁকি এড়াতে স্লিপার কেনার আগে সচেতন থাকুন।

স্যান্ডেল: বর্ষায় স্লিপার কিংবা স্যান্ডেল কিন্তু চাই-ই চাই। তবে খুব বেশি হিল দেওয়া স্যান্ডেল এই মরসুমে না কেনাই ভাল। তবে হিল ফ্ল্যাট হলেও অনেক জুতো বেশ স্লিপারি হয়। তাই ঝুঁকি এড়াতে স্লিপার কেনার আগে সচেতন থাকুন।

7 / 8
রাবারের বুট:এখন অনেক নামীদামি জুতো প্রস্তুতকারী সংস্থা আজকাল রবারের জুতো বা বুট তৈরি করেন। যা দেখতে অবিকল চামড়ার বুটের মতোই। অফিস লুকে বাজিমাত করতে ভরসা রাখতে পারেন সেই জুতোতেও।

রাবারের বুট:এখন অনেক নামীদামি জুতো প্রস্তুতকারী সংস্থা আজকাল রবারের জুতো বা বুট তৈরি করেন। যা দেখতে অবিকল চামড়ার বুটের মতোই। অফিস লুকে বাজিমাত করতে ভরসা রাখতে পারেন সেই জুতোতেও।

8 / 8
Follow Us: