Lionel Messi and Antonela Roccuzzo: ৫ বছরেও প্রেমের ঢেউ তুলছেন মেসি-আন্তোনেলা
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi) ও তাঁর সুন্দরী স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর (Antonela Roccuzzo) সেই প্রথম দেখা রোজারিওতে। মেসির ছেলেবেলার বন্ধু লুকাস স্কাগলিওর সম্পর্কে বোন আন্তোনেলা। সেই সূত্রেই মেসির সঙ্গে আলাপ হয় আন্তোনেলার। ২০০৪ সালে ফুটবলের জন্য আর্জেন্টিনার জায়গায় বার্সেলোনায় যান মেসি। সেই সময় দু'জনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বটে, কিন্তু ২০০৯ সালে ফের সাক্ষাৎ হয় মেসি-আন্তোলেনার। তারপর ২০১৭ সালে বিয়ে করেন দু'জনে। ৫ বছর পূর্ণ হতে চলেছে মেসি-আন্তোনেলার বিবাহিত জীবনের। এই জুটিকে নিয়ে চর্চার শেষ নেই। দেখে নিন মেসি-আন্তোনেলার সেরা ৫ ছবি...
Most Read Stories