মেসির প্যারিসের ঠিকানা

বার্সেলোনা (Barcelona) ছেড়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) এখন প্যারিসের (Paris) বাসিন্দা। সপরিবারে মেসি এই মুহূর্তে প্যারিসের এক বিখ্যাত পাঁচ তারা হোটেলে (hotel) রয়েছেন। ফ্রান্সে যতদিন না বাড়ি কেনা হচ্ছে এলএম টেনের, ততদিন লে রয়্যাল মনসো (Le Royal Monceau) হোটেলই পরিবারকে নিয়ে থাকবেন তিনি। এই পাঁচ তারা হোটেলে একটি পুল, ব্যক্তিগত সিনেমা হল এবং সাইটে ছয়টি ট্রেন্ডি রেস্তোরাঁ রয়েছে। দেখুন ওই বিলাসবহুল হোটেলের কিছু ছবি...

| Edited By: | Updated on: Aug 12, 2021 | 2:58 PM
বিখ্যাত আর্ক ডি ট্রাইম্ফে (Arc de Triomphe) স্মৃতিস্তম্ভের ঠিক পাশেই লে রয়্যাল মনসো পাঁচ তারা বিলাসবহুল হোটেলটি প্যারিসের প্রাণকেন্দ্র অ্যাভিনিউ হোচে (Avenue Hoche) অবস্থিত। (সৌজন্যে-টুইটার)

বিখ্যাত আর্ক ডি ট্রাইম্ফে (Arc de Triomphe) স্মৃতিস্তম্ভের ঠিক পাশেই লে রয়্যাল মনসো পাঁচ তারা বিলাসবহুল হোটেলটি প্যারিসের প্রাণকেন্দ্র অ্যাভিনিউ হোচে (Avenue Hoche) অবস্থিত। (সৌজন্যে-টুইটার)

1 / 5
 ফ্রান্সে যতদিন না বাড়ি কেনা হচ্ছে মেসির, ততদিন এই হোটেলেই থাকতে চলেছেন সপরিবারে মেসি। (সৌজন্যে-টুইটার)

ফ্রান্সে যতদিন না বাড়ি কেনা হচ্ছে মেসির, ততদিন এই হোটেলেই থাকতে চলেছেন সপরিবারে মেসি। (সৌজন্যে-টুইটার)

2 / 5
লে রয়্যালল মনসো হোটেলটি চমৎকার খাবারের জন্য বেশ জনপ্রিয়। পাশাপাশি অত্যাধুনিক সুযোগ সুবিধাও রয়েছে।(সৌজন্যে-টুইটার)

লে রয়্যালল মনসো হোটেলটি চমৎকার খাবারের জন্য বেশ জনপ্রিয়। পাশাপাশি অত্যাধুনিক সুযোগ সুবিধাও রয়েছে।(সৌজন্যে-টুইটার)

3 / 5
এই বিলাসবহুল হোটেলটির প্রতি রাতে রুমে থাকার খরচ ৭০০ পাউন্ড (£700) (ভারতীয় মুদ্রায়- ৭২ হাজার ১২১ টাকা) থেকে শুরু। সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে মেসির থাকার জন্য প্রতি রাতে খরচ পড়তে চলেছে ১৭ হাজার পাউন্ড। (সৌজন্যে-টুইটার)

এই বিলাসবহুল হোটেলটির প্রতি রাতে রুমে থাকার খরচ ৭০০ পাউন্ড (£700) (ভারতীয় মুদ্রায়- ৭২ হাজার ১২১ টাকা) থেকে শুরু। সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে মেসির থাকার জন্য প্রতি রাতে খরচ পড়তে চলেছে ১৭ হাজার পাউন্ড। (সৌজন্যে-টুইটার)

4 / 5
 ২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার সময় নেইমারও এই হোটেলেই ছিলেন। (সৌজন্যে-টুইটার)

২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার সময় নেইমারও এই হোটেলেই ছিলেন। (সৌজন্যে-টুইটার)

5 / 5
Follow Us: