T20 World Cup 2021: টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিকের বিরল কাণ্ড ঘটালেন যাঁরা

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) প্রথম বার হ্যাটট্রিক (Hat-trick) করে দেখিয়েছিলেন ব্রেট লি। সেটি হয়েছিল টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে (২০০৭ সালে)। তার পরের পাঁচটি বিশ্বকাপে কোনও বোলার এই ঘটনা ঘটাতে পারেননি। তবে এ বারের টি-২০ বিশ্বকাপের আসরে তিনটি হ্যাটট্রিকের দেখা মিলেছে। ছবিতে দেখুন টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিকের বিরল কাণ্ড ঘটালেন কারা...

| Edited By: | Updated on: Nov 09, 2021 | 9:34 AM
কার্টিস ক্যাম্ফার: নেদারল্যান্ডসের বিরুদ্ধে (যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ) (আবু ধাবি)
কার্টিস ক্যাম্ফারের শিকার হয়েছেন যাঁরা:- কলিন অ্যাকারমান, রায়ান টেন দুশখাতে, স্কট এডওয়ার্ডস, ভ্যান ডার মারউই। ক্যাম্ফার ৪ ওভারে ২৬ রান দিয়ে চারটি উইকেট নিয়েছিলেন।

কার্টিস ক্যাম্ফার: নেদারল্যান্ডসের বিরুদ্ধে (যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ) (আবু ধাবি) কার্টিস ক্যাম্ফারের শিকার হয়েছেন যাঁরা:- কলিন অ্যাকারমান, রায়ান টেন দুশখাতে, স্কট এডওয়ার্ডস, ভ্যান ডার মারউই। ক্যাম্ফার ৪ ওভারে ২৬ রান দিয়ে চারটি উইকেট নিয়েছিলেন।

1 / 3
ভানিন্দু হাসারঙ্গা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (গ্রুপ পর্বের ম্যাচ) (শারজা)
হাসারঙ্গার শিকার:- এইডেন মার্করাম, তেম্বা বাভুমা, ডোয়েন প্রিটোরিয়াস। লঙ্গান বোলার হাসারঙ্গা ৪ ওভারে ২০ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন।

ভানিন্দু হাসারঙ্গা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (গ্রুপ পর্বের ম্যাচ) (শারজা) হাসারঙ্গার শিকার:- এইডেন মার্করাম, তেম্বা বাভুমা, ডোয়েন প্রিটোরিয়াস। লঙ্গান বোলার হাসারঙ্গা ৪ ওভারে ২০ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন।

2 / 3
কাগিসো রাবাডা: ইংল্যান্ডের বিরুদ্ধে (গ্রুপ পর্বের ম্যাচ) (শারজা)
রাবাডার শিকার:- ক্রিস ওকস, ইওন মর্গ্যান, ক্রিস জর্ডান। প্রোটিয়া তারকা বোলার রাবাডা ৪ ওভারে ৪৮ রান দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন।

কাগিসো রাবাডা: ইংল্যান্ডের বিরুদ্ধে (গ্রুপ পর্বের ম্যাচ) (শারজা) রাবাডার শিকার:- ক্রিস ওকস, ইওন মর্গ্যান, ক্রিস জর্ডান। প্রোটিয়া তারকা বোলার রাবাডা ৪ ওভারে ৪৮ রান দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন।

3 / 3
Follow Us: