Photos: মাথার উপর ভেঙে পড়ল ৫৩ হাজার ৮০০ গ্যালেনের ট্যাঙ্ক, বর্ধমান স্টেশনের ভয়াবহ ছবি

Bardhaman Station: জানা গিয়েছে, ১৫ হাজার ৮০০ গ্যালনের বিশাল জলের ট্যাঙ্কটি রাখা ছিল বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে। আচমকাই সেটি ভেঙে পড়ে নিচে।

| Edited By: | Updated on: Dec 14, 2023 | 1:02 PM
বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বড়সড় বিপত্তি। স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। আহত বেশ কয়েকজন। তাঁদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত্যু তিনজনের।

বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বড়সড় বিপত্তি। স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। আহত বেশ কয়েকজন। তাঁদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত্যু তিনজনের।

1 / 6
জানা গিয়েছে, ৫৩ হাজার ৮০০ গ্যালনের বিশাল জলের ট্যাঙ্কটি রাখা ছিল বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে। আচমকাই সেটি ভেঙে পড়ে নিচে।

জানা গিয়েছে, ৫৩ হাজার ৮০০ গ্যালনের বিশাল জলের ট্যাঙ্কটি রাখা ছিল বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে। আচমকাই সেটি ভেঙে পড়ে নিচে।

2 / 6
এদিকে প্ল্যাটফর্মে সেই সময় বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাঁদের গায়ের উপরই গিয়ে পড়ে সেটি। এরপরই আঘাত লাগে একাধিকের। ধ্বংসস্তুপের ভিতরে আটকে পড়েন অনেকে।

এদিকে প্ল্যাটফর্মে সেই সময় বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাঁদের গায়ের উপরই গিয়ে পড়ে সেটি। এরপরই আঘাত লাগে একাধিকের। ধ্বংসস্তুপের ভিতরে আটকে পড়েন অনেকে।

3 / 6
দ্রুত সেখানে থাকা রেলের প্যাসেঞ্জাররা সেখানে ছুটে আসেন। আসে রেলপুলিশ ও দমকল কর্মীরা। তারা উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ধ্বংসস্তুপ সরানোর কাজ চলে।

দ্রুত সেখানে থাকা রেলের প্যাসেঞ্জাররা সেখানে ছুটে আসেন। আসে রেলপুলিশ ও দমকল কর্মীরা। তারা উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ধ্বংসস্তুপ সরানোর কাজ চলে।

4 / 6
শেষ পাওয়া খবর অনুযায়ী বর্ধমান স্টেশনের দুই ও তিন নম্বরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেন ব্যান্ডেল স্টেশন থেকে এখনো সময়ে চলছে। আপ বর্ধমান লোকাল কিছুক্ষণ আগেই ব্যান্ডেল ছেড়ে গেলো। তবে রেল সূত্রে খবর সকাল ১০টার আপ হাওড়া বর্ধমান লোকাল পূর্ব বর্ধমানের রোসুলপুর স্টেশনে দাঁড়িয়ে।

শেষ পাওয়া খবর অনুযায়ী বর্ধমান স্টেশনের দুই ও তিন নম্বরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেন ব্যান্ডেল স্টেশন থেকে এখনো সময়ে চলছে। আপ বর্ধমান লোকাল কিছুক্ষণ আগেই ব্যান্ডেল ছেড়ে গেলো। তবে রেল সূত্রে খবর সকাল ১০টার আপ হাওড়া বর্ধমান লোকাল পূর্ব বর্ধমানের রোসুলপুর স্টেশনে দাঁড়িয়ে।

5 / 6
এ এস পি কল্যাণ সিংহ রায় বলেন, "আমরা এসে উদ্ধার কাজ করেছি। তবে বাকি বিষয়ে পরে জানানো হবে।"

এ এস পি কল্যাণ সিংহ রায় বলেন, "আমরা এসে উদ্ধার কাজ করেছি। তবে বাকি বিষয়ে পরে জানানো হবে।"

6 / 6
Follow Us: