CWG 2022: মাঝরাতে মিস করেছেন? জেনে নিন ‘রুপোলী’ লাফের কাহিনি…
Commonwealth Games 2022: ইতিহাস। অল্পের জন্য সোনা হাতছাড়া। তাতেও ইতিহাস আটকায়নি। ১৯৭৮ সালের পর পুরুষদের লং জাম্পে কমনওয়েলথ পদক। শেষ বার এই ইভেন্টে ব্রোঞ্জ পদক এনেছিলেন সুরেশ বাবু। এবার রুপোর পদক মুরলি শ্রীশঙ্করের। ছ-বার লাফ-এর সুযোগ ছিল। পঞ্চম লাফে রুপো নিশ্চিত করেন মুরলি।
Most Read Stories