দুধের মধ্যে ল্যাকটোজ থাকে। যে কারণে অনেকেই দুধ সহ্য করতে পারেন না। ফলে সেখান থেকে হজমের সমস্যা, পেটখারাপ গ্যাস এসব লেগেই থাকে। এছাড়াও যাদের অন্ত্র দুর্বল তাদেরও দুধ খেলে সমস্যা হতে পারে। অনেকের ওটস, ব্রাউন রাইস থেকেও গ্যাসের সমস্যা হয়। এগুলির মধ্যে থাকে ফাইবার, স্টার্চ, রাফিনোজ- যা অন্ত্রে ভেঙে গিয়ে মিথেন, কার্বন-ডাই-অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তবে এই গ্যাস মলদ্বার দিয়ে বেরিয়ে যায়।