Spiti Valley: হিমালয়ের সৌন্দর্য অন্বেষণ করতে চান? একবার হলেও ঘুরে আসুন হিমাচলের এই উপত্যকা থেকে
ভ্রমণপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় লাহুল ও স্পিতি। হিমাচল প্রদেশের অন্যতম পর্যটন কেন্দ্র এই স্পিতি। চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত এই স্পিতি উপত্যকার সৌন্দর্য্য সারা জীবনের অভিজ্ঞতা তৈরি করে। ছবির দৃশ্যের থেকে সুন্দর এই উপত্যকার প্রাকৃতিক দৃশ্য। “লিটল তিব্বত” এবং “তুষার মরুভূমি” নামে পরিচিত এই হিমালয় উপত্যকাটি আর্কিটেক্টের একটি প্রাণবন্ত এবং ইন্দ্রিয়গ্রাহ্য শিল্পকর্ম। মানসিক শান্তি খুঁজে পেতে গেলে অনাহাসে চলে যেতে পারেন এই উপত্যকায়।
Most Read Stories