Visa On Arrival Countries For Indians: শীতের ছুটি বিদেশে কাটাতে চান? ভিসা ছাড়াই এই দেশগুলো থেকে ঘুরে আসুন

International Destination: বিদেশ ভ্রমণের স্বপ্ন প্রায় সব মধ্যবিত্তের থাকে। এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে ভিসা ছাড়াই আপনি ঘুরে আসতে পারেন।

| Edited By: | Updated on: Nov 17, 2022 | 4:12 PM
বিদেশ ভ্রমণের স্বপ্ন প্রায় সব মধ্যবিত্তের থাকে। কিন্তু আর্থিক স্বাচ্ছল্যতা থাকলেও ভিসা পাওয়ার ঝক্কি থাকে, যে কারণে বিদেশ ভ্রমণ সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে ভিসা ছাড়াই আপনি ঘুরে আসতে পারেন।

বিদেশ ভ্রমণের স্বপ্ন প্রায় সব মধ্যবিত্তের থাকে। কিন্তু আর্থিক স্বাচ্ছল্যতা থাকলেও ভিসা পাওয়ার ঝক্কি থাকে, যে কারণে বিদেশ ভ্রমণ সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে ভিসা ছাড়াই আপনি ঘুরে আসতে পারেন।

1 / 6
প্রতিবেশী দেশ ভুটান বেড়াতে গেলে ভারতীয়দের ভিসার প্রয়োজন নেই। ভুটানে পা দিলেই আপনি সেখানকার ভিসা সহজেই পেয়ে যাবেন। হিমালয়ের সৌন্দর্য এবং বৌদ্ধ ধর্মের ছোঁয়া পাওয়া যায় ভুটানের প্রতি বাঁকে। এই দেশে বেড়ানোর খরচও ৩০-৩৫ হাজারের মধ্যেই।

প্রতিবেশী দেশ ভুটান বেড়াতে গেলে ভারতীয়দের ভিসার প্রয়োজন নেই। ভুটানে পা দিলেই আপনি সেখানকার ভিসা সহজেই পেয়ে যাবেন। হিমালয়ের সৌন্দর্য এবং বৌদ্ধ ধর্মের ছোঁয়া পাওয়া যায় ভুটানের প্রতি বাঁকে। এই দেশে বেড়ানোর খরচও ৩০-৩৫ হাজারের মধ্যেই।

2 / 6
মায়নমারে ছুটি কাটানোর পর্যটকের সংখ্যা খুবই কম। কিন্তু এই দেশে যেতে গেলে কোনও ভিসার প্রয়োজন পড়বে না ভারতীয়দের। এখানেও আপনি বৌদ্ধ ধর্মের ছোঁয়া পাবেন। মাত্র ৭ দিনের ছুটিতেই আপনি মায়নমার ঘুরে নিতে পারবেন।

মায়নমারে ছুটি কাটানোর পর্যটকের সংখ্যা খুবই কম। কিন্তু এই দেশে যেতে গেলে কোনও ভিসার প্রয়োজন পড়বে না ভারতীয়দের। এখানেও আপনি বৌদ্ধ ধর্মের ছোঁয়া পাবেন। মাত্র ৭ দিনের ছুটিতেই আপনি মায়নমার ঘুরে নিতে পারবেন।

3 / 6
থাইল্যান্ডে ভারতীয় পর্যটকদের সংখ্যা বেশ ভালই। কম খরচে নির্ঝঞ্ঝাটভাবে ঘুরতে চাইলে আপনি থাইল্যান্ড ঘুরে নিতে পারেন। ভারতীয় পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই এখানে ঘুরে আসতে পারেন।

থাইল্যান্ডে ভারতীয় পর্যটকদের সংখ্যা বেশ ভালই। কম খরচে নির্ঝঞ্ঝাটভাবে ঘুরতে চাইলে আপনি থাইল্যান্ড ঘুরে নিতে পারেন। ভারতীয় পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই এখানে ঘুরে আসতে পারেন।

4 / 6
সামনেই বিয়ে? হানিমুনে মলদ্বীপ ঘুরে আসুন। ‘ভিসা অন অ্যারাইভাল’-এ মলদ্বীপ কম খরচের মধ্যেই ঘুরে নিতে পারেন। সঙ্গীর সমুদ্র পছন্দ হলে এটাই মলদ্বীপ হতে পারে সেরা পছন্দ। তাছাড়া এই ডেস্টিনেশন বলি ও টলি তারকাদের ছুটি কাটানোর প্রিয় ঠিকানা।

সামনেই বিয়ে? হানিমুনে মলদ্বীপ ঘুরে আসুন। ‘ভিসা অন অ্যারাইভাল’-এ মলদ্বীপ কম খরচের মধ্যেই ঘুরে নিতে পারেন। সঙ্গীর সমুদ্র পছন্দ হলে এটাই মলদ্বীপ হতে পারে সেরা পছন্দ। তাছাড়া এই ডেস্টিনেশন বলি ও টলি তারকাদের ছুটি কাটানোর প্রিয় ঠিকানা।

5 / 6
পর্যটকদের কাছে খুব একটা জনপ্রিয় নয় লাওস। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার লাওসে বেড়াতে গেলে ভারতীয় পর্যটকদের আগে থেকে ভিসা নেওয়ারও প্রয়োজন নেই। লাওসে পৌঁছেই আপনি ভিসা পেয়ে যাবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, দ্বীপপুঞ্জ আপনার মন কেড়ে নেবে।

পর্যটকদের কাছে খুব একটা জনপ্রিয় নয় লাওস। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার লাওসে বেড়াতে গেলে ভারতীয় পর্যটকদের আগে থেকে ভিসা নেওয়ারও প্রয়োজন নেই। লাওসে পৌঁছেই আপনি ভিসা পেয়ে যাবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, দ্বীপপুঞ্জ আপনার মন কেড়ে নেবে।

6 / 6
Follow Us: