ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পয়েন্ট নষ্ট

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে রবিবার চেলসির (Chelsea) মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ম্যাচের ফলাফল গোলশূন্য ড্র। এর পাশাপাশি এ দিনের ম্যাচে পয়েন্ট নষ্ট হওয়ায়, পয়েন্ট ব্যবধান কমাতে পারল না সোল্কজায়ারের ছেলেরা। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দু'নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

| Updated on: Mar 01, 2021 | 12:21 PM
প্রথমার্ধে ম্যাচ রেফারি ভার প্রযুক্তির সাহায্য নিয়ে রেড ডেভিলসদের পেনাল্টির আবেদন খারিজ করে দেন। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

প্রথমার্ধে ম্যাচ রেফারি ভার প্রযুক্তির সাহায্য নিয়ে রেড ডেভিলসদের পেনাল্টির আবেদন খারিজ করে দেন। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

1 / 5
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির থেকে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির থেকে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

2 / 5
জয় হাতছাড়া হওয়ায় পয়েন্ট নষ্ট হয়েছে সোল্কজায়ারের দলের। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

জয় হাতছাড়া হওয়ায় পয়েন্ট নষ্ট হয়েছে সোল্কজায়ারের দলের। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

3 / 5
নয়া ম্যানেজার তুচেলের অধীনে টানা নয় ম্যাচ অপরাজিত চেলসি। (সৌজন্যে-চেলসি টুইটার)

নয়া ম্যানেজার তুচেলের অধীনে টানা নয় ম্যাচ অপরাজিত চেলসি। (সৌজন্যে-চেলসি টুইটার)

4 / 5
চেলসি এ দিনের ম্যাচে জয় পেলে ওয়েস্ট হ্যামকে পিছনে ফেলে এগিয়ে যেত। (সৌজন্যে-চেলসি টুইটার)

চেলসি এ দিনের ম্যাচে জয় পেলে ওয়েস্ট হ্যামকে পিছনে ফেলে এগিয়ে যেত। (সৌজন্যে-চেলসি টুইটার)

5 / 5
Follow Us: