Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manchester United: বিশ্বকাপ বিরতির পর জয় ম্যান ইউয়ের, অনবদ্য গোল ব়্যাশফোর্ডের

FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপ শেষে ক্লাবের হয়ে নেমে পড়েছেন অনেক ফুটবলারই। কারাবাও কাপের শেষ ষোলোয় অনবদ্য জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিদায়ের পর প্রথম ম্যাচ, বার্নলের বিরুদ্ধে ২-০ জয়ে কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইড।

| Edited By: | Updated on: Dec 22, 2022 | 9:00 AM
কাতার বিশ্বকাপ শেষে ক্লাবের হয়ে নেমে পড়েছেন অনেক ফুটবলারই। কারাবাও কাপের শেষ ষোলোয় অনবদ্য জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। খেললেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্ডেজ। (ছবি :টুইটার)

কাতার বিশ্বকাপ শেষে ক্লাবের হয়ে নেমে পড়েছেন অনেক ফুটবলারই। কারাবাও কাপের শেষ ষোলোয় অনবদ্য জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। খেললেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্ডেজ। (ছবি :টুইটার)

1 / 7
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিদায়ের পর প্রথম ম্যাচ, বার্নলের বিরুদ্ধে ২-০ জয়ে কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বিশ্বকাপ থেকে ফিরে নেমে পড়লেন ব্রাজিলের তারকা ক্যাসেমিরো। এই ম্যাচে সেন্টার ব্যাক পজিশনে খেলেন। (ছবি :টুইটার)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিদায়ের পর প্রথম ম্যাচ, বার্নলের বিরুদ্ধে ২-০ জয়ে কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বিশ্বকাপ থেকে ফিরে নেমে পড়লেন ব্রাজিলের তারকা ক্যাসেমিরো। এই ম্যাচে সেন্টার ব্যাক পজিশনে খেলেন। (ছবি :টুইটার)

2 / 7
কারাবাও কাপে বার্নলের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাউটেডকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ান এরিকসন। অ্যাসিস্ট ভ্যান-বিসাকার। (ছবি :টুইটার)

কারাবাও কাপে বার্নলের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাউটেডকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ান এরিকসন। অ্যাসিস্ট ভ্যান-বিসাকার। (ছবি :টুইটার)

3 / 7
অ্যারন ভ্যান বিসাকার এই মুভ থেকেই ম্যাচের ২৭ মিনিটে গোল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ান এরিকসন। (ছবি :টুইটার)

অ্যারন ভ্যান বিসাকার এই মুভ থেকেই ম্যাচের ২৭ মিনিটে গোল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ান এরিকসন। (ছবি :টুইটার)

4 / 7
বার্নলের বিরুদ্ধে বল দখলের লড়াইয়ে ম্যান ইউ মিডিও আলেজান্দ্রো গ্য়ারনাচো। (ছবি :টুইটার)

বার্নলের বিরুদ্ধে বল দখলের লড়াইয়ে ম্যান ইউ মিডিও আলেজান্দ্রো গ্য়ারনাচো। (ছবি :টুইটার)

5 / 7
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে ইংল্য়ান্ড। তবে অনবদ্য ছন্দে ছিলেন ইংল্যান্ডের তরুণ স্ট্রাইকার মার্কাস ব়্যাশফোর্ড। (ছবি : টুইটার)

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে ইংল্য়ান্ড। তবে অনবদ্য ছন্দে ছিলেন ইংল্যান্ডের তরুণ স্ট্রাইকার মার্কাস ব়্যাশফোর্ড। (ছবি : টুইটার)

6 / 7
বিশ্বকাপের ফর্ম যেন বয়ে এনেছেন। সোলো রান, ম্যাকটমিনির অ্যাসিস্টে দলের দ্বিতীয় গোল ব়্যাশফোর্ডের সৌজন্য়েই। গোলের সেলিব্রেশনে মার্কাস। (ছবি :টুইটার)

বিশ্বকাপের ফর্ম যেন বয়ে এনেছেন। সোলো রান, ম্যাকটমিনির অ্যাসিস্টে দলের দ্বিতীয় গোল ব়্যাশফোর্ডের সৌজন্য়েই। গোলের সেলিব্রেশনে মার্কাস। (ছবি :টুইটার)

7 / 7
Follow Us: