কথায় বলে পর্দার সামনে যা দেখা যায়, তার উল্টো ছবি হল বাস্তব। ঠিক কোন পরিস্থিতিতে কতটা যন্ত্রণা সহ্য করে এক একটি কাজ করে থাকেন সেলেবরা, তার আঁচও পান না দর্শকেরা।
1 / 5
পর্দার সামনে বসে প্রশংসা করা, বা প্রবল কটুকথায় আক্রমণ করা, সবটাই খুব সহজ বিষয়। তবে বাস্তবে ঠিক কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে, পর্দায় এক সুন্দর ছবি ফুঁটিয়ে তোলার চেষ্টা করে চলেছেন অভিনেতারা, তার হদিশও রাখে না কেউ।
2 / 5
এটাই বাস্তব। ঠিক যেমনটা ঘটেছিল রবিনা টন্ডনের সঙ্গে। তাঁর কেরিয়ারে সব থেকে জনপ্রিয় কোনও কাজ যদি উল্লেখ করতে হয়, নিঃসন্দেহে তা টিপ টিপ বরসা পানি।
3 / 5
এই গানে অক্ষয় কুমারের সঙ্গে রোম্যান্টিক ডান্সে ঝড় তুলেছিলেন রবিনা টন্ডন। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন।
4 / 5
অথচ তাঁকে দেখে বোঝা দায়, যে তখন তিনি ঋতুস্রাবের যন্ত্রণা নিয়ে শুটিং চালিয়েছিলেন। বৃষ্টিতে ভিডে ওই অবস্থায় কাজ করাটা কতটা কঠিন ছিল, তা নিজেই জানিয়েছিলেন রবিনা। এমন কি তাঁর গায়ে ছিল জ্বরও, তাও বারে বারে বৃষ্টিতে দিয়েছিলেন টেক।