UEFA Nations League: ডেনমার্কের কাছে হার, মূলপর্বে যেতে ব্যর্থ ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের মূল পর্বে যেতে ব্যর্থ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ডেনমার্কের কাছে ০-২ হার ফ্রান্সের। কোনও রকমে গ্রুপ এ থেকে অবনমন বাঁচল ফ্রান্সের। এ-১ গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল ফ্রান্স। ক্রোয়েশিয়া শীর্ষে থেকে মূলপর্বে জায়গা করে নিল। গ্রুপ এ থেকে বি-তে অবনমন অস্ট্রিয়ার।

| Edited By: | Updated on: Sep 26, 2022 | 7:00 AM
উয়েফা (UEFA) নেশন্স লিগের মূল পর্বে যেতে ব্যর্থ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স (France)। ডেনমার্কের কাছে ০-২ হার ফ্রান্সের। কোনও রকমে গ্রুপ এ থেকে অবনমন বাঁচল ফ্রান্সের। (ছবি : এএফপি)

উয়েফা (UEFA) নেশন্স লিগের মূল পর্বে যেতে ব্যর্থ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স (France)। ডেনমার্কের কাছে ০-২ হার ফ্রান্সের। কোনও রকমে গ্রুপ এ থেকে অবনমন বাঁচল ফ্রান্সের। (ছবি : এএফপি)

1 / 5
এ-১ গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল ফ্রান্স। ক্রোয়েশিয়া শীর্ষে থেকে মূলপর্বে জায়গা করে নিল। গ্রুপ এ থেকে বি-তে অবনমন অস্ট্রিয়ার। (ছবি : এএফপি)

এ-১ গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল ফ্রান্স। ক্রোয়েশিয়া শীর্ষে থেকে মূলপর্বে জায়গা করে নিল। গ্রুপ এ থেকে বি-তে অবনমন অস্ট্রিয়ার। (ছবি : এএফপি)

2 / 5
গ্রুপে পঞ্চম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে জিতেছিল ফ্রান্স। এ বার তাদের একমাত্র জয় ছিল সেটাই। গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্কের কাছে ০-২ হতাশার হার কিলিয়ান এমবাপ্পেদের (Kylian Mbappe)। ডেনমার্কের মাঝমাঠ এবং রক্ষণ এমবাপ্পে, জিরু, গ্রিজম্যানদের কার্যত বোতলবন্দী করে রাখে। (ছবি : এএফপি)

গ্রুপে পঞ্চম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে জিতেছিল ফ্রান্স। এ বার তাদের একমাত্র জয় ছিল সেটাই। গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্কের কাছে ০-২ হতাশার হার কিলিয়ান এমবাপ্পেদের (Kylian Mbappe)। ডেনমার্কের মাঝমাঠ এবং রক্ষণ এমবাপ্পে, জিরু, গ্রিজম্যানদের কার্যত বোতলবন্দী করে রাখে। (ছবি : এএফপি)

3 / 5
গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ঘরের মাঠে ম্যাচের ৩৩ মিনিটে ডেনমার্ককে (Denmark) এগিয়ে দেন ক্যাসপার ডলবার্গ। মিকেল ড্যামসগার্ডের লো ক্রস থেকে স্লাইডিং গোল ডলবার্গের। (ছবি : এএফপি)

গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ঘরের মাঠে ম্যাচের ৩৩ মিনিটে ডেনমার্ককে (Denmark) এগিয়ে দেন ক্যাসপার ডলবার্গ। মিকেল ড্যামসগার্ডের লো ক্রস থেকে স্লাইডিং গোল ডলবার্গের। (ছবি : এএফপি)

4 / 5
প্রথম গোলের ৬ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল ডেনমার্কের। মাঝমাঠে ক্রিশ্চিয়ান এরিকসেন অনবদ্য। থমাস ডেলানির ক্রসে অনবদ্য ভলিতে ম্যাচের দ্বিতীয় গোল স্কোভ অলসেনের। (ছবি : এএফপি)

প্রথম গোলের ৬ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল ডেনমার্কের। মাঝমাঠে ক্রিশ্চিয়ান এরিকসেন অনবদ্য। থমাস ডেলানির ক্রসে অনবদ্য ভলিতে ম্যাচের দ্বিতীয় গোল স্কোভ অলসেনের। (ছবি : এএফপি)

5 / 5
Follow Us: