Metro Cash & Carry কিনে নিচ্ছে Reliance, টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে…

Reliance Deal: ২০০৩ সাল থেকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ভারতে ব্যবসা শুরু করেছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাস অবধি সংস্থা ৯২৬ মিলিয়ন ইউরোর ব্য়বসা করেছে।

| Edited By: | Updated on: Dec 24, 2022 | 8:30 AM
নয়া দিল্লি: আরও বাড়ছে রিলায়েন্স সংস্থার সাম্রাজ্য। এবার একটি রিটেল সংস্থা কিনে নিতে চলেছে  মুকেশ অম্বানীর সংস্থা। বৃহস্পতিবারই রিলায়েন্স রিটেল ভেনচারসের তরফে জানানো হল, জার্মান রিটেল সংস্থা মেট্রো এজি-র ভারতীয় শাখা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি সংস্থাকে কিনে নিতে চলেছে।

নয়া দিল্লি: আরও বাড়ছে রিলায়েন্স সংস্থার সাম্রাজ্য। এবার একটি রিটেল সংস্থা কিনে নিতে চলেছে  মুকেশ অম্বানীর সংস্থা। বৃহস্পতিবারই রিলায়েন্স রিটেল ভেনচারসের তরফে জানানো হল, জার্মান রিটেল সংস্থা মেট্রো এজি-র ভারতীয় শাখা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি সংস্থাকে কিনে নিতে চলেছে।

1 / 8
২৮.৫ বিলিয়ন ডলার, ভারতীয় মূল্যে যার অঙ্ক ২৮৫০ কোটি টাকা, সেই বিপুল অঙ্কে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্য়ারির সমস্ত রিটেল শাখা কিনে নিতে চলেছে রিলায়েন্স সংস্থা।

২৮.৫ বিলিয়ন ডলার, ভারতীয় মূল্যে যার অঙ্ক ২৮৫০ কোটি টাকা, সেই বিপুল অঙ্কে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্য়ারির সমস্ত রিটেল শাখা কিনে নিতে চলেছে রিলায়েন্স সংস্থা।

2 / 8
 এই চুক্তি চূড়ান্ত হয়ে গেলে, ভারতের রিটেল শিল্পে নিজেদের ভিত আরও মজবুত করে ফেলবে রিলায়েন্স সংস্থা। ইলেকট্রনিক্স, টেলিকম, মুদি সামগ্রী ও ফ্যাশনের পরে এবার রিটেল সেক্টরেও বাণিজ্য বাড়াতে চলেছে রিলায়েন্স।   

 এই চুক্তি চূড়ান্ত হয়ে গেলে, ভারতের রিটেল শিল্পে নিজেদের ভিত আরও মজবুত করে ফেলবে রিলায়েন্স সংস্থা। ইলেকট্রনিক্স, টেলিকম, মুদি সামগ্রী ও ফ্যাশনের পরে এবার রিটেল সেক্টরেও বাণিজ্য বাড়াতে চলেছে রিলায়েন্স।   

3 / 8
সূত্রের খবর, ২০২৩ সালের মার্চ মাসের মধ্যেই এই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে।

সূত্রের খবর, ২০২৩ সালের মার্চ মাসের মধ্যেই এই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে।

4 / 8
 শুধু মেট্রো ক্য়াশ অ্যান্ড ক্য়ারিই নয়, দেনায় ডুবে যাওয়া ফিউচার রিটেল সংস্থাকেও কিনে নিতে চাইছেন মুকেশ অম্বানী। দেশের আরেক ধনকুবের গৌতম আদানিও এই সংস্থাকে কিনে নেওয়ার লড়াইয়ে রয়েছেন।

 শুধু মেট্রো ক্য়াশ অ্যান্ড ক্য়ারিই নয়, দেনায় ডুবে যাওয়া ফিউচার রিটেল সংস্থাকেও কিনে নিতে চাইছেন মুকেশ অম্বানী। দেশের আরেক ধনকুবের গৌতম আদানিও এই সংস্থাকে কিনে নেওয়ার লড়াইয়ে রয়েছেন।

5 / 8
জানা গিয়েছে, মেট্রো রিটেল সংস্থা ইতিমধ্যেই তাদের বেলজিয়ামের ব্যবসা গুটিয়ে ফেলেছে। ভারতে তাদের সংস্থা বিক্রি করে ১৫০ মিলিয়ন ইউরো লাভ করার সম্ভাবনা রয়েছে।  

জানা গিয়েছে, মেট্রো রিটেল সংস্থা ইতিমধ্যেই তাদের বেলজিয়ামের ব্যবসা গুটিয়ে ফেলেছে। ভারতে তাদের সংস্থা বিক্রি করে ১৫০ মিলিয়ন ইউরো লাভ করার সম্ভাবনা রয়েছে।  

6 / 8
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ভারতে ব্যবসা শুরু করেছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাস অবধি সংস্থা ৯২৬ মিলিয়ন ইউরোর ব্য়বসা করেছে। দেশের ২১টি শহরে মোট ৩১টি দোকান রয়েছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির। এর মধ্যে কলকাতাতে রয়েছে ১ টি দোকান।

উল্লেখ্য, ২০০৩ সাল থেকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ভারতে ব্যবসা শুরু করেছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাস অবধি সংস্থা ৯২৬ মিলিয়ন ইউরোর ব্য়বসা করেছে। দেশের ২১টি শহরে মোট ৩১টি দোকান রয়েছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির। এর মধ্যে কলকাতাতে রয়েছে ১ টি দোকান।

7 / 8
৬ টি স্টোর রয়েছে বেঙ্গালুরুতে, ৪ টি হায়দরাবাদে। মুম্বই ও দিল্লিতে ২ টি করে এবং জয়পুর, জলনধর, জ়িরাকপুর, অমৃতসর, আমেদাবাদ, সুরাট, ইন্দোর, লখনউ, মীরাট, নাসিক, গাজিয়াবাদ, তুমাকুরু, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, গুন্টুর ও হুব্বাল্লিতে ১ টি করে স্টোর রয়েছে। ভারত ছাড়াও বিশ্বের ৩৪ টি দেশে মেট্রো এজি-র ব্যবসা রয়েছে। 

৬ টি স্টোর রয়েছে বেঙ্গালুরুতে, ৪ টি হায়দরাবাদে। মুম্বই ও দিল্লিতে ২ টি করে এবং জয়পুর, জলনধর, জ়িরাকপুর, অমৃতসর, আমেদাবাদ, সুরাট, ইন্দোর, লখনউ, মীরাট, নাসিক, গাজিয়াবাদ, তুমাকুরু, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, গুন্টুর ও হুব্বাল্লিতে ১ টি করে স্টোর রয়েছে। ভারত ছাড়াও বিশ্বের ৩৪ টি দেশে মেট্রো এজি-র ব্যবসা রয়েছে। 

8 / 8
Follow Us: