Samantha Stosur: চোখের জলে অজি ওপেন থেকে বিদায় নিয়ে টেনিসে ইতি টানলেন সামান্থা

Tennis: মেলবোর্ন পার্কে গ্যালারি ভর্তি দর্শকদের সামনে কান্নায় ভেঙে পড়লেন অজি টেনিস তারকা সামান্থা স্টোসুর (Samantha Stosur)। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমে মহিলাদের ডাবলস ও তার পর মিক্সড ডাবলসে হেরে, টেনিস ব়্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সামান্থা।

| Edited By: | Updated on: Jan 22, 2023 | 8:10 AM
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2023) থেকে চোখের জলে বিদায় নিলেন সামান্থা স্টোসুর (Samantha Stosur)। (ছবি-টুইটার)

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2023) থেকে চোখের জলে বিদায় নিলেন সামান্থা স্টোসুর (Samantha Stosur)। (ছবি-টুইটার)

1 / 8
রড লেভার এরিনায় শেষ ম্যাচ খেলে টেনিস কোরিয়ারে ইতি টানলেন অস্ট্রেলিয়ার তারকা টেনিস প্লেয়ার সামান্থা স্টোসুর। (ছবি-টুইটার)

রড লেভার এরিনায় শেষ ম্যাচ খেলে টেনিস কোরিয়ারে ইতি টানলেন অস্ট্রেলিয়ার তারকা টেনিস প্লেয়ার সামান্থা স্টোসুর। (ছবি-টুইটার)

2 / 8
চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে নেমেছিলেন সামান্থা স্টোসুর। সেখানে প্রথম রাউন্ডেই হেরে যান স্টোসুর-ম্যাথু। এরপরই স্টোসুর টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত ঘোষণা করেন। (ছবি-টুইটার)

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে নেমেছিলেন সামান্থা স্টোসুর। সেখানে প্রথম রাউন্ডেই হেরে যান স্টোসুর-ম্যাথু। এরপরই স্টোসুর টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত ঘোষণা করেন। (ছবি-টুইটার)

3 / 8
মেলবোর্ন পার্কে কেয়িরারের শেষ ম্যাচ খেলে চোখের জলে স্টোসুর বলেন, "এখানে কোর্টে আমি যতগুলো ম্যাচে খেলেছি, দারুণ সময় কাটিয়েছি। এখান থেকে বিপুল সমর্থনও পেয়েছি আমি।" (ছবি-টুইটার)

মেলবোর্ন পার্কে কেয়িরারের শেষ ম্যাচ খেলে চোখের জলে স্টোসুর বলেন, "এখানে কোর্টে আমি যতগুলো ম্যাচে খেলেছি, দারুণ সময় কাটিয়েছি। এখান থেকে বিপুল সমর্থনও পেয়েছি আমি।" (ছবি-টুইটার)

4 / 8
২০১১ সালের ইউএস ওপেনে নবম বাছাই ছিলেন সামান্থা স্টোসুর। সে বার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন স্টোসুর। (ছবি-টুইটার)

২০১১ সালের ইউএস ওপেনে নবম বাছাই ছিলেন সামান্থা স্টোসুর। সে বার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন স্টোসুর। (ছবি-টুইটার)

5 / 8
৩৮ বছরের অজি টেনিস তারকা সামান্থা স্টোসুর পুরো কেরিয়ার জুড়ে আটটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। যার মধ্যে রয়েছে একটি সিঙ্গলস থেকে গ্র্যান্ড স্লাম, চারটি মহিলাদের ডাবলসে ও ৩টি মিক্সড ডাবলসে। (ছবি-টুইটার)

৩৮ বছরের অজি টেনিস তারকা সামান্থা স্টোসুর পুরো কেরিয়ার জুড়ে আটটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। যার মধ্যে রয়েছে একটি সিঙ্গলস থেকে গ্র্যান্ড স্লাম, চারটি মহিলাদের ডাবলসে ও ৩টি মিক্সড ডাবলসে। (ছবি-টুইটার)

6 / 8
১৯৯৮ সালে সামান্থা স্টোসুর প্রথম পেশাদার ম্যাচে খেলেছিলেন। ২০১১ সালে কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছেছিলেন সামান্থা। (ছবি-টুইটার)

১৯৯৮ সালে সামান্থা স্টোসুর প্রথম পেশাদার ম্যাচে খেলেছিলেন। ২০১১ সালে কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছেছিলেন সামান্থা। (ছবি-টুইটার)

7 / 8
পুরো কেরিয়ার জুড়ে রোলাঁ গারোতে সামান্থা ৪০টি ম্যাচে জিতেছেন। ২০১০ সালে ফাইনালে পৌঁছেছিলেন এবং ২০০৯, ২০১২ ও ২০১৬ সালে তিনি রোলাঁ গারোর সেমিফাইনালিস্ট ছিলেন। (ছবি-টুইটার)

পুরো কেরিয়ার জুড়ে রোলাঁ গারোতে সামান্থা ৪০টি ম্যাচে জিতেছেন। ২০১০ সালে ফাইনালে পৌঁছেছিলেন এবং ২০০৯, ২০১২ ও ২০১৬ সালে তিনি রোলাঁ গারোর সেমিফাইনালিস্ট ছিলেন। (ছবি-টুইটার)

8 / 8
Follow Us: