রোজকার বেড়ে চলা দূষণ, রোদ এসব থেকে খুব সহজেই কিন্তু ত্বকে ট্যান পড়ে যায়। এছাড়াও যাঁরা বেশি সময় এসির মধ্যে থাকেন তাঁদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই একই সমস্যা। আমাদের মুখ, ঘাড়, কাঁধ, হাত এই সব অংশে সবচেয়ে বেশি ট্যান পড়ে। এছাড়াও অনেকটা সময় আলোর মধ্যে কাজ করলে সেখান থেকেও কিন্তু ত্বকের সমস্যা আসে। কাল অনেকেই আবির খেলেছেন। রঙের উৎসব বলে কথা। কিন্তু আবিরের মধ্যেও আজকাল নানা রকম কেমিক্যাল মেশানো থাকে। আবির মাখা অবস্থায় বেশ কিছুটা সময় যদি রোদে কাটানো হয় সেখান থেকেও কিন্তু ট্যান পড়তে বাধ্য। এছাড়াও হাতে, মুখে কিছুটা রং লেগেই থাকে। আর তাই প্রথম থেকেই কিন্তু এ বিষয়ে সচেতন থাকতে হবে। গরমের দিনে ট্যান বেশিক্ষণ ত্বকে না থাকাই ভাল। কারণ এতে ত্বকের ক্ষতি হয়। এছাড়াও এই সময় ত্বক ঠান্ডা রাখার প্রয়োজন আছে।