Europa League: ম্যাকটমিনের শেষ বেলার গোলে জিতল ম্যান ইউ

ইউরোপা লিগের গ্রুপ-ই-র ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ওমনিয়া নিকোসিয়া। ৯০ মিনিট অবধি গোল দর্শন হয়নি দুই দলের প্লেয়ারদের। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে স্কট ম্যাকটমিনের একমাত্র গোলে শেষ অবধি জেতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

| Edited By: | Updated on: Oct 14, 2022 | 1:07 PM
ইউরোপা লিগের (Europa League) গ্রুপ-ই-র ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও ওমনিয়া নিকোসিয়া (Omonia Nicosia)। ৯০ মিনিট অবধি গোল দর্শন হয়নি দুই দলের প্লেয়ারদের। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে স্কট ম্যাকটমিনের একমাত্র গোলে শেষ অবধি জেতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ইউরোপা লিগের (Europa League) গ্রুপ-ই-র ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও ওমনিয়া নিকোসিয়া (Omonia Nicosia)। ৯০ মিনিট অবধি গোল দর্শন হয়নি দুই দলের প্লেয়ারদের। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে স্কট ম্যাকটমিনের একমাত্র গোলে শেষ অবধি জেতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

1 / 5
ওমনিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল রেড ডেভিলসরা। কিন্তু ওমনিয়ার গোলকিপার ফ্রান্সিস উজুহু একাধিক দারুণ সেভ করেন। যার ফলে গোলদর্শন হচ্ছিল না সিআর সেভেনদের। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ওমনিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল রেড ডেভিলসরা। কিন্তু ওমনিয়ার গোলকিপার ফ্রান্সিস উজুহু একাধিক দারুণ সেভ করেন। যার ফলে গোলদর্শন হচ্ছিল না সিআর সেভেনদের। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

2 / 5
 ম্যান ইউয়ের বিরুদ্ধে উজুহুর পারফরম্যান্স সবচেয়ে প্রশংসাযোগ্য। সাইপ্রাসের ক্লাবের হয়ে মোট ১১ বার শট আটকান উজুহু। তবে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে স্কট ম্যাকটমিনের শট আটকাতে ব্যর্থ হন তিনি। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্যান ইউয়ের বিরুদ্ধে উজুহুর পারফরম্যান্স সবচেয়ে প্রশংসাযোগ্য। সাইপ্রাসের ক্লাবের হয়ে মোট ১১ বার শট আটকান উজুহু। তবে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে স্কট ম্যাকটমিনের শট আটকাতে ব্যর্থ হন তিনি। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

3 / 5
ওমনিয়ার বিরুদ্ধে ম্যান ইউয়ের হয়ে জয়সূচক গোল করার পর ম্যাচের নায়ক, স্কট ম্যাকটমিনে বলেন, "সকলেই গ্রুপ শীর্ষে থাকতে চায়। সামনে যে ম্যাচগুলো রয়েছে আমাদের জন্য সেগুলোও গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচটা জিতে ভালো লাগছে।" (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ওমনিয়ার বিরুদ্ধে ম্যান ইউয়ের হয়ে জয়সূচক গোল করার পর ম্যাচের নায়ক, স্কট ম্যাকটমিনে বলেন, "সকলেই গ্রুপ শীর্ষে থাকতে চায়। সামনে যে ম্যাচগুলো রয়েছে আমাদের জন্য সেগুলোও গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচটা জিতে ভালো লাগছে।" (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

4 / 5
ইউরোপা লিগে গ্রুপ-ই এর দুই নম্বরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। ৪ ম্যাচের ৩টি জয় ও ১টিতে হেরেছে রেড ডেভিলসরা। এই গ্রুপের শীর্ষে রয়েছে রিয়াল সোসিদাদ। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ইউরোপা লিগে গ্রুপ-ই এর দুই নম্বরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। ৪ ম্যাচের ৩টি জয় ও ১টিতে হেরেছে রেড ডেভিলসরা। এই গ্রুপের শীর্ষে রয়েছে রিয়াল সোসিদাদ। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

5 / 5
Follow Us: