AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Natural Colors for Holi: লাল-হলুদ-গোলাপী-সবুজ! এবার ঘরে তৈরি ভেষজ আবীরে দোল খেলুন

Skin-Friendly Colors: বসন্তের আকুলি বিকুলি হাওয়ায় ইতিমধ্যেই রং তুলি ডাক পাঠিয়েছে। বনে বনে লেগেছে ফাগুন। সামনেই দোল উৎসব। প্রিয় বন্ধু কিংবা বান্ধবীকে রং মাখিয়ে মন রাঙানোর এই তো সেরা সময়। তবে শুধু রং মাখালেই চলবে?

| Edited By: | Updated on: Mar 13, 2022 | 12:16 AM
Share
বসন্তের আকুলি বিকুলি হাওয়ায় ইতিমধ্যেই রং তুলি ডাক পাঠিয়েছে। বনে বনে লেগেছে ফাগুন। সামনেই দোল উৎসব। প্রিয় বন্ধু কিংবা বান্ধবীকে রং মাখিয়ে মন রাঙানোর এই তো সেরা সময়। তবে শুধু রং মাখালেই চলবে?

বসন্তের আকুলি বিকুলি হাওয়ায় ইতিমধ্যেই রং তুলি ডাক পাঠিয়েছে। বনে বনে লেগেছে ফাগুন। সামনেই দোল উৎসব। প্রিয় বন্ধু কিংবা বান্ধবীকে রং মাখিয়ে মন রাঙানোর এই তো সেরা সময়। তবে শুধু রং মাখালেই চলবে?

1 / 18
বন্ধু যখন, তখন তার স্বাস্থ্যের খেয়ালও তো রাখতে হবে। রং থেকে তার ত্বকের যাতে কোনও ক্ষতি না হয় তার ব্যবস্থাও করতে হবে তো! কারণ বাজারের কৃত্রিম রঙে রয়েছে একাধিক ক্ষতিকর রাসয়ানিক।

বন্ধু যখন, তখন তার স্বাস্থ্যের খেয়ালও তো রাখতে হবে। রং থেকে তার ত্বকের যাতে কোনও ক্ষতি না হয় তার ব্যবস্থাও করতে হবে তো! কারণ বাজারের কৃত্রিম রঙে রয়েছে একাধিক ক্ষতিকর রাসয়ানিক।

2 / 18
সেই রং মাখলেই তাই সঙ্গে সঙ্গে ত্বকে বেরয় র‍্যাশ। শুরু হয় চুলকানি। কয়েকজনের তো রীতিমতো অ্যালার্জিও বেরয়। এমনকী ত্বক হয়ে পড়ে শুকনো খসখসে।

সেই রং মাখলেই তাই সঙ্গে সঙ্গে ত্বকে বেরয় র‍্যাশ। শুরু হয় চুলকানি। কয়েকজনের তো রীতিমতো অ্যালার্জিও বেরয়। এমনকী ত্বক হয়ে পড়ে শুকনো খসখসে।

3 / 18
আসলে, দোকানে যে কৃত্রিম রং পাওয়া যায় সেগুলি বেশ সস্তা। কমদামি না হলে রং বিক্রিও হয় না। দামের সঙ্গে আপস করতে হয় বলে কৃত্রিম রং প্রস্তুতকারক সংস্থাগুলি সেভাবে গুণগত মানের দিকে খেয়াল রাখে না।

আসলে, দোকানে যে কৃত্রিম রং পাওয়া যায় সেগুলি বেশ সস্তা। কমদামি না হলে রং বিক্রিও হয় না। দামের সঙ্গে আপস করতে হয় বলে কৃত্রিম রং প্রস্তুতকারক সংস্থাগুলি সেভাবে গুণগত মানের দিকে খেয়াল রাখে না।

4 / 18
তার কুফল ভোগ করেন সাধারণ মানুষ। অথচ জানলে অবাক হবেন, চাইলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ত্বকের পক্ষে উপকারী পাঁচটি দুর্দান্ত ভেষজ রং।

তার কুফল ভোগ করেন সাধারণ মানুষ। অথচ জানলে অবাক হবেন, চাইলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ত্বকের পক্ষে উপকারী পাঁচটি দুর্দান্ত ভেষজ রং।

5 / 18
গোলাপি  রঙের জন্য-  বিট রুট আমাদের সকলের প্রিয়। সকলের প্রিয় এই বিটরুট দিয়েই পিংক বা গোলাপি রং তৈরি করা যায়।

গোলাপি রঙের জন্য- বিট রুট আমাদের সকলের প্রিয়। সকলের প্রিয় এই বিটরুট দিয়েই পিংক বা গোলাপি রং তৈরি করা যায়।

6 / 18
গোলাপি আবীর: মিক্সার গ্রাইন্ডারে বেশ কিছু বিটরুট রেখে একটা লেই তৈরি করুন। এবার একটা ট্রে’র উপর বিটরুট পেস্ট ছড়িয়ে দিন। রোদে শুকোতে দিন ট্রে। বিটরুটের পেস্ট শুকিয়ে গেলে সেই শুকনো বিটরুট আর বেসন ভালো করে একসঙ্গে মেশান। মিক্সার গ্রাইন্ডারে রেখে গুঁড়ো করুন। ব্যস তৈরি হয়ে গেল আপনার গোলাপি আবীর।

গোলাপি আবীর: মিক্সার গ্রাইন্ডারে বেশ কিছু বিটরুট রেখে একটা লেই তৈরি করুন। এবার একটা ট্রে’র উপর বিটরুট পেস্ট ছড়িয়ে দিন। রোদে শুকোতে দিন ট্রে। বিটরুটের পেস্ট শুকিয়ে গেলে সেই শুকনো বিটরুট আর বেসন ভালো করে একসঙ্গে মেশান। মিক্সার গ্রাইন্ডারে রেখে গুঁড়ো করুন। ব্যস তৈরি হয়ে গেল আপনার গোলাপি আবীর।

7 / 18
তরল গোলাপি রং: বিটরুট ছোট ছোট টুকরো করে কাটুন। এরপর এক কাপ জলে ভালো করে ফোটান। সমস্ত রং গাঢ় হয়ে এসে জমা হবে সেই জলে। এরপর সেই ঘন রঙকে একমগ জলের সঙ্গে মেশান। সেই জল রং পিচকারিতে পুরে খেলুন দোল।

তরল গোলাপি রং: বিটরুট ছোট ছোট টুকরো করে কাটুন। এরপর এক কাপ জলে ভালো করে ফোটান। সমস্ত রং গাঢ় হয়ে এসে জমা হবে সেই জলে। এরপর সেই ঘন রঙকে একমগ জলের সঙ্গে মেশান। সেই জল রং পিচকারিতে পুরে খেলুন দোল।

8 / 18
হলুদ রঙের জন্য-  অন্যতম উজ্জ্বল রং হল হলুদ। রান্না ঘরে ঢুকে কয়েকটা সাধারণ জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যায় হলুদ রং।

হলুদ রঙের জন্য- অন্যতম উজ্জ্বল রং হল হলুদ। রান্না ঘরে ঢুকে কয়েকটা সাধারণ জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যায় হলুদ রং।

9 / 18
 হলুদ আবীর: এক্ষেত্রে হলুদের সঙ্গে বেসন মেশাতে হবে ১:২ অনুপাতে। পরীক্ষামূলকভাবে তাই প্রথমে দুই চামচ হলুদ গুঁড়োর সঙ্গে চার চামচ বেসন মিশিয়ে দেখতে পারেন। খুব ভালো হয় কস্তুরি হলুদ দিয়ে আবীর বানাতে পারলে। আবার বেসনের বদলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন হলুদ আবীর প্রস্তুতিতে।

হলুদ আবীর: এক্ষেত্রে হলুদের সঙ্গে বেসন মেশাতে হবে ১:২ অনুপাতে। পরীক্ষামূলকভাবে তাই প্রথমে দুই চামচ হলুদ গুঁড়োর সঙ্গে চার চামচ বেসন মিশিয়ে দেখতে পারেন। খুব ভালো হয় কস্তুরি হলুদ দিয়ে আবীর বানাতে পারলে। আবার বেসনের বদলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন হলুদ আবীর প্রস্তুতিতে।

10 / 18
তরল হলুদ রং: এক্ষেত্রে সরাসরি জলেই হলুদ গুঁড়ো মিশিয়ে তৈরি করতে পারেন হলুদ রং। আরও একটা উপায় আছে। বেশ কতকগুলো গাঁদা ফুল নিয়ে একটি পাতে রাখুন। অনেকটা জল দিন। আঁচের উপর চাপিয়ে ফোটান। এরপর আগুন থেকে পাত্র নামিয়ে ওই অবস্থাতেই জল সারারাত রেখে দিন। সকালে উঠে দেখবেন তৈরি হয়ে গিয়েছে আপনার হলুদ রং।

তরল হলুদ রং: এক্ষেত্রে সরাসরি জলেই হলুদ গুঁড়ো মিশিয়ে তৈরি করতে পারেন হলুদ রং। আরও একটা উপায় আছে। বেশ কতকগুলো গাঁদা ফুল নিয়ে একটি পাতে রাখুন। অনেকটা জল দিন। আঁচের উপর চাপিয়ে ফোটান। এরপর আগুন থেকে পাত্র নামিয়ে ওই অবস্থাতেই জল সারারাত রেখে দিন। সকালে উঠে দেখবেন তৈরি হয়ে গিয়েছে আপনার হলুদ রং।

11 / 18
লাল রঙের জন্য- এক্ষেত্রে গোলাপ বা জবা ফুলের পাপড়ি ব্যবহার করতে হবে।

লাল রঙের জন্য- এক্ষেত্রে গোলাপ বা জবা ফুলের পাপড়ি ব্যবহার করতে হবে।

12 / 18
লাল আবীর: বেশ কতকগুলি গোলাপ বা জবাফুলের পাপড়ি সংগ্রহ করে রোদে ভালো করে শুকিয়ে নিন। এরপর শুকিয়ে খরখরে হয়ে যাওয়া পাপড়িগুলোকে মিক্সারে রেখে গুঁড়ো করুন। এই গুঁড়োর সঙ্গে এবার যোগ করুন ময়দা।  তাহলেই পরিমাণে অনেকখানি লাল আবীর তৈরি করা যাবে।

লাল আবীর: বেশ কতকগুলি গোলাপ বা জবাফুলের পাপড়ি সংগ্রহ করে রোদে ভালো করে শুকিয়ে নিন। এরপর শুকিয়ে খরখরে হয়ে যাওয়া পাপড়িগুলোকে মিক্সারে রেখে গুঁড়ো করুন। এই গুঁড়োর সঙ্গে এবার যোগ করুন ময়দা। তাহলেই পরিমাণে অনেকখানি লাল আবীর তৈরি করা যাবে।

13 / 18
তরল লাল রং: সারারাত জলে জবা ফুল ভিজিয়ে রাখুন। দেখবেন জলের রং হয়ে গিয়েছে লাল! এই জল বেলুনে পুরে তৈরি হন আক্রমণের জন্য।

তরল লাল রং: সারারাত জলে জবা ফুল ভিজিয়ে রাখুন। দেখবেন জলের রং হয়ে গিয়েছে লাল! এই জল বেলুনে পুরে তৈরি হন আক্রমণের জন্য।

14 / 18
সবুজ রঙের জন্য- হিনা পাউডার এক্ষেত্রে খুবই কাজে আসবে।

সবুজ রঙের জন্য- হিনা পাউডার এক্ষেত্রে খুবই কাজে আসবে।

15 / 18
সবুজ আবীরে: যতটা পরিমাণে হিনা পাউডার নেবেন ঠিক ততটা পরিমাণে বেসন নিন। একসঙ্গে ভালো করে মেশান। ব্যস তৈরি আপনার সবুজ আবীর।

সবুজ আবীরে: যতটা পরিমাণে হিনা পাউডার নেবেন ঠিক ততটা পরিমাণে বেসন নিন। একসঙ্গে ভালো করে মেশান। ব্যস তৈরি আপনার সবুজ আবীর।

16 / 18
তরল সবুজ রং: কতকগুলি পুদিনাপাতা নিন। পেস্ট করুন। সেই পেস্টকে ভালো করে জলের সঙ্গে মেশান। ব্যস, তৈরি আপনার সবুজ রং। চাইলে পালং শাকের পাতা বেটেও দিয়েও তৈরি করতে পারেন তরল সবুজ রং।

তরল সবুজ রং: কতকগুলি পুদিনাপাতা নিন। পেস্ট করুন। সেই পেস্টকে ভালো করে জলের সঙ্গে মেশান। ব্যস, তৈরি আপনার সবুজ রং। চাইলে পালং শাকের পাতা বেটেও দিয়েও তৈরি করতে পারেন তরল সবুজ রং।

17 / 18
‘ফুড কালার’-চাইলে ফুড কালার দিয়েই রঙিন আবীর তৈরি করা সম্ভব। যে কোনও পছন্দের ফুড কালারের সঙ্গে পরিমাণ মতো চাল গুঁড়ো মেশান। মিক্সারে ফেলে ফের গুঁড়ো করুন। জল মিশিয়ে একটা লেই মতো তৈরি করুন। রোদে শুকিয়ে নিন। ফের মিক্সারে গুঁড়ো করলেই হাতে চলে আসবে ফুড কালার দিয়ে তৈরি ত্বক ও স্বাস্থ্যের পক্ষে নিরাপদ আবীর!

‘ফুড কালার’-চাইলে ফুড কালার দিয়েই রঙিন আবীর তৈরি করা সম্ভব। যে কোনও পছন্দের ফুড কালারের সঙ্গে পরিমাণ মতো চাল গুঁড়ো মেশান। মিক্সারে ফেলে ফের গুঁড়ো করুন। জল মিশিয়ে একটা লেই মতো তৈরি করুন। রোদে শুকিয়ে নিন। ফের মিক্সারে গুঁড়ো করলেই হাতে চলে আসবে ফুড কালার দিয়ে তৈরি ত্বক ও স্বাস্থ্যের পক্ষে নিরাপদ আবীর!

18 / 18