Premier League: ব্রাইটনকে হারিয়ে সিটির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে লিভারপুল
ব্রাইটনের (Brighton) ঘরের মাঠে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে শনিবার ২-০ গোলে জিতল লিভারপুল (Liverpool)। দুই অর্ধেই গোলের দেখা পেয়েছে রেডসরা। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান কমালেন সালহারা। বলা ভালো গুয়ার্দিওলার দলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ক্লপের ছেলেরা। সমপরিমান ম্যাচে খেলে ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের মগডালে এখনও রয়েছে ম্যান সিটি।
Most Read Stories