Incredible India: বসন্তের আদরমাখা অজানা জায়গাকে জড়িয়ে ধরতে চান! চলে যান দেশের এই ৬ সুন্দর জায়গায়
শীতের শেষে বসন্তের আগমন। উত্তরে হিমালয় থেকে দক্ষিণ কন্যাকুমারী পর্যন্ত পাহাড়, সমুদ্র সৈকত ও জলপ্রপাত,সবুজ ঘেরা জঙ্গলের বিস্তার যেন শিল্পীর আঁকা জীবন্ত ক্যানভাস। বছরের যে কোনও সময়ে দেশের যে কোনও স্থানে ভ্রমণের জন্য বেড়িয়ে পড়তে পারেন। কিন্তু বসন্তের সাজে প্রকৃতি যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে, আপন খেয়ালে। আর সেই সৌন্দর্যের সাক্ষী থাকতে বিদেশে নয়, দেশের কয়েকটি জায়গাতেই পাবেন প্রকৃতির রূপ নির্যাস।
Most Read Stories