সাম্প্রতিকতম একটি গবেষণা আলোড়ন ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। ওই গবেষণা দাবি জানাচ্ছে, গর্ভনিরোধক ওষুধে কমতে পারে ব্রণর সমস্যা। সমীক্ষায় দেখা গিয়েছে, যে সব মহিলাদের মধ্যে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার করেছেন, তাঁরা ব্রণর সমস্যা থেকে মুক্তি পেয়েছেন।
জন্মনিয়ন্ত্রক ওষুধের ব্যবহার নিয়ে নানা মত রয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনওই এগুলো ব্যবহার করা উচিত নয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, জন্মনিয়ন্ত্রক ওষুধ ত্বকের জ্বালাভাব, ক্ষত ইত্যাদি নিরাময় করতে সাহায্য করে।
গর্ভনিরোধক ওষুধের মধ্যে এক ধরনের সিন্থেটিক হরমোন রয়েছে। এই হরমোন সেবাসিয়াস গ্রন্থি থেকে তেল নিঃসরণের মাত্রা কমাতে সাহায্য করে। এর ফলে ব্রণর সমস্যা কমে। বিশেষত মেন্সট্রুয়াল অ্যাকনির সমস্যা কমাতে সাহায্য করে জন্মনিয়ন্ত্রক ওষুধ।
ঋতুস্রাব শুরু হওয়ার আগে ত্বকে ব্রণ, র্যাশ, রোমের অধিক অ্যাধিক্য দেখা যায়। এগুলো হরমোনের তারতম্যের জন্য দেখা দেয়। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্যহীনতার কারণে ত্বকের সমস্যা দেখা দেয়।
গর্ভনিরোধক ওষুধে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন থাকে। ফলে জন্মনিয়ন্ত্রক ওষুধ খাওয়ার ফলে শরীরে হরমোনের নিঃসরণ ঠিক থাকে। এর ফলে ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমে যায়। এই ভাবে গর্ভনিরোধক ওষুধ ব্রণর সমস্যাকে প্রতিরোধে সাহায্য করে।
কিন্তু সব মহিলাদের ক্ষেত্রেই যে গর্ভনিরোধক ওষুধ ব্রণর সমস্যা দূর করতে পারবে এমন কোনও নিশ্চয়তা নেই। যেহেতু ব্রণর সমস্যা হরমোনের তারতম্যের উপর নির্ভর করে এবং গর্ভনিরোধক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন।