Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sylvester Stallone: ‘পথের কাঁটা’ পোষ্য কুকুর! ৭৬-এ এসে বিয়ে ভাঙছে হলিউড-স্টার স্ট্যালনের

Sylvester Stallone: সম্পর্ক ভাঙার উদ্যোগ নিয়েছেন স্ত্রী জেনিফার ফ্ল্যাভিন। আর তার জেরে নাকি ৭৬-এ এসে বিচ্ছেদের হ্যাপা সামলাতে হচ্ছে এই মহাতারকাকে।

| Edited By: | Updated on: Aug 25, 2022 | 5:11 PM
পারিবারিক অশান্তি তাও পোষ্যকে নিয়ে! অশান্তির জের নাকি এতটাই যে ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে হলিউড স্টার সিলভেস্টার স্ট্যালনের। সম্পর্ক ভাঙার উদ্যোগ নিয়েছেন স্ত্রী জেনিফার ফ্ল্যাভিন। আর তার জেরে নাকি ৭৬-এ এসে বিচ্ছেদের হ্যাপা সামলাতে হচ্ছে এই মহাতারকাকে।

পারিবারিক অশান্তি তাও পোষ্যকে নিয়ে! অশান্তির জের নাকি এতটাই যে ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে হলিউড স্টার সিলভেস্টার স্ট্যালনের। সম্পর্ক ভাঙার উদ্যোগ নিয়েছেন স্ত্রী জেনিফার ফ্ল্যাভিন। আর তার জেরে নাকি ৭৬-এ এসে বিচ্ছেদের হ্যাপা সামলাতে হচ্ছে এই মহাতারকাকে।

1 / 5
বিচ্ছদের কারণ নিয়ে কার্যত চুপ দুজনেই। তবে ঘনিষ্ঠ সূত্রে সামনে আসছে চমকে দেওয়ার কিছু তথ্য। শোনা যাচ্ছে কিছু দিন আগেই নাকি বাড়িতে এক পোষ্য নিয়ে আসেন স্ট্যালন। তাতে মত ছিল না স্ত্রীর। এখানেই শেষ নয়।

বিচ্ছদের কারণ নিয়ে কার্যত চুপ দুজনেই। তবে ঘনিষ্ঠ সূত্রে সামনে আসছে চমকে দেওয়ার কিছু তথ্য। শোনা যাচ্ছে কিছু দিন আগেই নাকি বাড়িতে এক পোষ্য নিয়ে আসেন স্ট্যালন। তাতে মত ছিল না স্ত্রীর। এখানেই শেষ নয়।

2 / 5
প্রিয় পোষ্য বুটকুসকেও নিয়েও নাকি অশান্তি রেশ ঘনীভূত হয়। রকি ফ্র্যাঞ্চাইজির বুল ম্যাস্টিফ প্রজাতির ওই কুকুরটি বহুদিন থেকেই রয়েছে রকি ওরফে স্ট্যালনের সঙ্গে। স্ট্যালনের হাতে স্ত্রী মুখ বসানো এক ট্যাটু ছিল

প্রিয় পোষ্য বুটকুসকেও নিয়েও নাকি অশান্তি রেশ ঘনীভূত হয়। রকি ফ্র্যাঞ্চাইজির বুল ম্যাস্টিফ প্রজাতির ওই কুকুরটি বহুদিন থেকেই রয়েছে রকি ওরফে স্ট্যালনের সঙ্গে। স্ট্যালনের হাতে স্ত্রী মুখ বসানো এক ট্যাটু ছিল

3 / 5
কিন্তু কিছু দিন আগেই নাকি স্ত্রীর মুখ বদলে ওই ট্যাটুতে অভিনেতা বসিয়ে দিয়েছে বুটকুসের মুখ। আর তাতেই নাকি বেজায় রেগে গিয়েছেন জেনিফার। বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন স্ট্যালনও। তিনি বলেছেন, আমি আমার পরিবারকে ভালবাসি. আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এবং ব্যক্তিগতভাবে এই ব্যক্তিগত সমস্যাগুলির সমাধান করছি।"

কিন্তু কিছু দিন আগেই নাকি স্ত্রীর মুখ বদলে ওই ট্যাটুতে অভিনেতা বসিয়ে দিয়েছে বুটকুসের মুখ। আর তাতেই নাকি বেজায় রেগে গিয়েছেন জেনিফার। বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন স্ট্যালনও। তিনি বলেছেন, আমি আমার পরিবারকে ভালবাসি. আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এবং ব্যক্তিগতভাবে এই ব্যক্তিগত সমস্যাগুলির সমাধান করছি।"

4 / 5
১৯৯৭ সালের মে মাসে জেনিফার ফ্ল্যাভিনকে বিয়ে করেছিলেন স্ট্যালন। তাঁদের তিন মেয়ে রয়েছে। কুকুরের কারণে সম্পর্কে চিড়! এ ঘটনা ইতিহাসে নজিরবিহীনও বটে।

১৯৯৭ সালের মে মাসে জেনিফার ফ্ল্যাভিনকে বিয়ে করেছিলেন স্ট্যালন। তাঁদের তিন মেয়ে রয়েছে। কুকুরের কারণে সম্পর্কে চিড়! এ ঘটনা ইতিহাসে নজিরবিহীনও বটে।

5 / 5
Follow Us: