ছবিতে দেখুন: বেড়াতে যাবেন? মুসৌরিকে রাখুন উইশলিস্টে!

'কুইন অফ হিলস' নাম পরিচিত উত্তরাখন্ডের অন্যতম হিল স্টেশন মুসৌরি। এক সময় ইংরেজদেরও অন্যতম প্রিয় ছিল এই মুসৌরি। তাই মুসৌরি বেড়াতে গেলে বাদ দেবেন না এই জায়গা গুলো..

| Edited By: | Updated on: Aug 18, 2021 | 5:22 PM
উটের কুঁজের মতো আকৃতি হওয়ায় চার কিলোমিটার দীর্ঘ প্রসারিত এই রাস্তার নাম ক্যামেলস ব্যাক রোড।

উটের কুঁজের মতো আকৃতি হওয়ায় চার কিলোমিটার দীর্ঘ প্রসারিত এই রাস্তার নাম ক্যামেলস ব্যাক রোড।

1 / 7
মুসৌরিতে তিব্বতীদের দ্বারা প্রতিষ্ঠিত শেডুপ চোপেলিং মন্দির।

মুসৌরিতে তিব্বতীদের দ্বারা প্রতিষ্ঠিত শেডুপ চোপেলিং মন্দির।

2 / 7
মুসৌরির অন্যতম আকর্ষণ মল রোড।

মুসৌরির অন্যতম আকর্ষণ মল রোড।

3 / 7
মুসৌরির দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট এবং মল থেকে প্রায় ৪00 ফুট উপরে অবস্থিত গান হিল।

মুসৌরির দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট এবং মল থেকে প্রায় ৪00 ফুট উপরে অবস্থিত গান হিল।

4 / 7
লাল তিব্বা যার আক্ষরিক অর্থ হল লাল পাহাড় এবং এটি হল মুসৌরির সর্বোচ্চ পয়েন্ট।

লাল তিব্বা যার আক্ষরিক অর্থ হল লাল পাহাড় এবং এটি হল মুসৌরির সর্বোচ্চ পয়েন্ট।

5 / 7
মুসৌরি ভ্রমণকারীদের মধ্যে অন্যতম জনপ্রিয় জায়গা কেমটি জলপ্রপাত।

মুসৌরি ভ্রমণকারীদের মধ্যে অন্যতম জনপ্রিয় জায়গা কেমটি জলপ্রপাত।

6 / 7
মুসৌরির অন্যতম আকর্ষণ এবং পর্যটনকেন্দ্র হল মুসৌরি লেক।

মুসৌরির অন্যতম আকর্ষণ এবং পর্যটনকেন্দ্র হল মুসৌরি লেক।

7 / 7
Follow Us: