Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kiran Dutta: মাসে লাখ-লাখ টাকা আয়! ২৪ বছরের ইউটিউবার কিরণ দত্তর মাধ্যমিকের রেজ়াল্ট দেখে আঁতকে ওঠেন শিক্ষক

The Bong Guy: কিরণকে ইউটিউবে সফল হতে দেখে অনেক তরুণ-তরুণীরাই এখন সফল ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু ছেলেমেয়েদের বাবা-মায়েদের সন্দেহ এখনও দূর হয়নি। তাঁদের এখনও মনে হচ্ছে, ইউটিউব করে কিস্সু হবে না। অনেকে আবার এটাও বলেন, লেখাপড়ায় ফেল, কেউ চাকরি দেবে না, তাই ইউটিউব করে টাকা রোজগারের ফিকির। তাঁদের সামনেই আয়না তুলে ধরেছেন কিরণ।

| Edited By: | Updated on: Dec 21, 2023 | 4:51 PM
‘দ্য বং গাই’ কিরণ দত্তর সত্তা দুটি। একজন কিরণ অনর্গল কথা বলতে পারেন। অন্য কিরণ সাই। প্রচণ্ড লাজুক। কেবল বাংলায় নন, কিরণ এখন বিখ্যাত গোটা দেশে। তাঁর ইউটিউব চ্যানেলের নাম 'দ্য বং গাই'।

‘দ্য বং গাই’ কিরণ দত্তর সত্তা দুটি। একজন কিরণ অনর্গল কথা বলতে পারেন। অন্য কিরণ সাই। প্রচণ্ড লাজুক। কেবল বাংলায় নন, কিরণ এখন বিখ্যাত গোটা দেশে। তাঁর ইউটিউব চ্যানেলের নাম 'দ্য বং গাই'।

1 / 10
কিরণ দত্ত।

কিরণ দত্ত।

2 / 10
অনেক লড়াই করে সফল একজন ইউটিউবার হয়েছেন কিরণ। তিনি কি মন্দ ছাত্র ছিলেন নাকি? ক্লাসে ফেল করেছিলেন নাকি?

অনেক লড়াই করে সফল একজন ইউটিউবার হয়েছেন কিরণ। তিনি কি মন্দ ছাত্র ছিলেন নাকি? ক্লাসে ফেল করেছিলেন নাকি?

3 / 10
একেবারেই না। কিরণ এক অত্যন্ত মেধাবী ছাত্র। নিজের সোশ্যাল মিডিয়াতেই প্রমাণ দিয়েছেন এই ইউটিউবার।

একেবারেই না। কিরণ এক অত্যন্ত মেধাবী ছাত্র। নিজের সোশ্যাল মিডিয়াতেই প্রমাণ দিয়েছেন এই ইউটিউবার।

4 / 10
একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন কিরণ। প্রমাণ তাঁর মার্কশিট।

একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন কিরণ। প্রমাণ তাঁর মার্কশিট।

5 / 10
নিজের মাধ্যমিকের রেজ়াল্ট নিজেই সকলের সামনে তুলে ধরেছেন কিরণ। অধিকাংশ বিষয়েই তিনি পেয়েছেন 'AA' গ্রেড। এর অর্থ, তিনি 'আউটস্ট্যান্ডিং'।

নিজের মাধ্যমিকের রেজ়াল্ট নিজেই সকলের সামনে তুলে ধরেছেন কিরণ। অধিকাংশ বিষয়েই তিনি পেয়েছেন 'AA' গ্রেড। এর অর্থ, তিনি 'আউটস্ট্যান্ডিং'।

6 / 10
ক্লাস টেনের রেজ়াল্ট শেয়া করে কিরণ সোশ্য়াল মিডিয়ায় লিখেছিলেন,  "যে ফিল্ডেই কাজ করো না কেন, প্রাথমিক শিক্ষা থাকা খুব গুরুত্বপূর্ণ। অন্য কিছু করা মানেই পড়া বন্ধ, এ ধারণা কিন্তু ভুল। তবে রেজ়াল্টের জন্য নিজেকে খাটো করে দেখা অনুচিত। পরিশ্রম করতে জানলে আর নিজের উপর বিশ্বাস রাখলে কেউই আটকাতে পারবেন না…"

ক্লাস টেনের রেজ়াল্ট শেয়া করে কিরণ সোশ্য়াল মিডিয়ায় লিখেছিলেন, "যে ফিল্ডেই কাজ করো না কেন, প্রাথমিক শিক্ষা থাকা খুব গুরুত্বপূর্ণ। অন্য কিছু করা মানেই পড়া বন্ধ, এ ধারণা কিন্তু ভুল। তবে রেজ়াল্টের জন্য নিজেকে খাটো করে দেখা অনুচিত। পরিশ্রম করতে জানলে আর নিজের উপর বিশ্বাস রাখলে কেউই আটকাতে পারবেন না…"

7 / 10
উচ্চমাধ্যমিকের রেজ়াল্টও শেয়ার করেন কিরণ এবং অকপট স্বীকার করে লিখেছেন, “উচ্চমাধ্যমিকে গার্লফ্রেন্ড হওয়ার পর আর হালকা শর্টফিল্ম বানিয়ে, গান গেয়ে ,পাখনা গজিয়ে এই হল কিরণ দত্তর রেজ়াল্ট। ইলেভেনে উঠে সায়েন্স নিয়ে আমার সে কি… বাপরে! স্টার পেয়েছিলাম ঠিকই, কিন্তু অঙ্কে যারা খুব ভাল বলছিলে এটাও দেখে নিও। আর যাই নেবে, ভেবেচিন্তে নিও, ব্যাস এটুকুই বলার।”

উচ্চমাধ্যমিকের রেজ়াল্টও শেয়ার করেন কিরণ এবং অকপট স্বীকার করে লিখেছেন, “উচ্চমাধ্যমিকে গার্লফ্রেন্ড হওয়ার পর আর হালকা শর্টফিল্ম বানিয়ে, গান গেয়ে ,পাখনা গজিয়ে এই হল কিরণ দত্তর রেজ়াল্ট। ইলেভেনে উঠে সায়েন্স নিয়ে আমার সে কি… বাপরে! স্টার পেয়েছিলাম ঠিকই, কিন্তু অঙ্কে যারা খুব ভাল বলছিলে এটাও দেখে নিও। আর যাই নেবে, ভেবেচিন্তে নিও, ব্যাস এটুকুই বলার।”

8 / 10
 ইউটিউবার কিরণের মার্কশিট চোখে পড়ে এক শিক্ষকের। ঘটনাচক্রে তিনি কিরণে অনুরাগীও। তিনি কমেন্ট করে লিখেছেন, "কিরণ, তোমাকে অভিনন্দন। দারুণ রেজ়াল্ট করেছিলে তুমি। আমি একজন শিক্ষক। আমি তোমার বড় ভক্ত। তোমাকে অনুরোধ করছি, ছোট-ছোট ভাই-বোনদের অনুপ্রাণিত করো পড়াশোনার ব্যপারে। তোমার কথার অনেক মূল্য। খারাপভাবে নিও না। আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমার পেশাকে আগিয়ে নিয়ে চলো..."

ইউটিউবার কিরণের মার্কশিট চোখে পড়ে এক শিক্ষকের। ঘটনাচক্রে তিনি কিরণে অনুরাগীও। তিনি কমেন্ট করে লিখেছেন, "কিরণ, তোমাকে অভিনন্দন। দারুণ রেজ়াল্ট করেছিলে তুমি। আমি একজন শিক্ষক। আমি তোমার বড় ভক্ত। তোমাকে অনুরোধ করছি, ছোট-ছোট ভাই-বোনদের অনুপ্রাণিত করো পড়াশোনার ব্যপারে। তোমার কথার অনেক মূল্য। খারাপভাবে নিও না। আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমার পেশাকে আগিয়ে নিয়ে চলো..."

9 / 10
এক শিক্ষকের থেকে এমন মন্তব্য আসবে ভাবতেই পারেননি কিরণ। পাল্টা লিখেছিলেন, "আমি সবসময় বলি, পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ। যে কোনও কাজের ক্ষেত্রেই তা দরকার। এই নিয়েও তো ভিডিয়ো তৈরি করেছিলাম…"

এক শিক্ষকের থেকে এমন মন্তব্য আসবে ভাবতেই পারেননি কিরণ। পাল্টা লিখেছিলেন, "আমি সবসময় বলি, পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ। যে কোনও কাজের ক্ষেত্রেই তা দরকার। এই নিয়েও তো ভিডিয়ো তৈরি করেছিলাম…"

10 / 10
Follow Us: