AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Special Recipe: নিউ ইয়ার বাঞ্চের জন্য স্পেশ্যাল রেসিপির খোঁজে রয়েছেন? তৈরি করুন চিজে ভরা চিকেন

অনেকেই মনে করেন যে স্টাফড চিকেন তৈরি করা বাড়িতে খুব কঠিন। তাই ইচ্ছা থাকলেও উপায় থাকে না। কিন্তু এবার আর মনে হবে না। এবার সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন স্টাফড চিকেন। কারণ আমরা নিয়ে এসেছি একটি অভিনব স্টাফড চিকেনের রেসিপি। এই স্টাফড চিকেনের মধ্যে রয়েছে চিজের জাদু। আপনি এই চিকেনের প্রতিটি কামড়ে চিজ পাবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন চিজ স্টাফড চিকেন...

| Edited By: | Updated on: Dec 29, 2021 | 11:39 AM
Share
চিজ স্টাফড চিকেন তৈরির উপকরণ ৪ পিস হাড় ও স্কিনছাড়া চিকেন ব্রেস্ট, ১ চা চামচ কোশের সল্ট, ২৫০ মিলি ক্রিম চিজ (ঘরের তপমাত্রায়), ৪০০ গ্রাম মোজারেল্লা চিজ, ৭০০ গ্রাম পালংশাক ভাপিয়ে জল ঝরিয়ে নিন, ১/২ খানা পেঁয়াজ, গ্রেট করে নিতে হবে, ১ কোয়া রসুন কুচিয়ে নিন, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ নুন ছাড়া মাখন।

চিজ স্টাফড চিকেন তৈরির উপকরণ ৪ পিস হাড় ও স্কিনছাড়া চিকেন ব্রেস্ট, ১ চা চামচ কোশের সল্ট, ২৫০ মিলি ক্রিম চিজ (ঘরের তপমাত্রায়), ৪০০ গ্রাম মোজারেল্লা চিজ, ৭০০ গ্রাম পালংশাক ভাপিয়ে জল ঝরিয়ে নিন, ১/২ খানা পেঁয়াজ, গ্রেট করে নিতে হবে, ১ কোয়া রসুন কুচিয়ে নিন, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ নুন ছাড়া মাখন।

1 / 6
প্রথমে চিকেন ব্রেস্টে ছোট ছোট পকেট তৈরি করে নিন। বোনলেস চিকেন ব্রেস্টের যে অংশটি সবচেয়ে বেশি মাংসল সেখানে ছুরির মুখটা ঠেকিয়ে সাবধানে মাঝ বরাবর একটা গর্ত তৈরি করে নিন। আর যদি ঝামেলা এড়াতে চান তাহলে এটা দোকান থেকেও করিয়ে আনতে পারেন। আন্দাজ মত ৩ ইঞ্চি লম্বা আর ৩/৪ ইঞ্চি গভীর পকেট তৈরি করলেই হবে।

প্রথমে চিকেন ব্রেস্টে ছোট ছোট পকেট তৈরি করে নিন। বোনলেস চিকেন ব্রেস্টের যে অংশটি সবচেয়ে বেশি মাংসল সেখানে ছুরির মুখটা ঠেকিয়ে সাবধানে মাঝ বরাবর একটা গর্ত তৈরি করে নিন। আর যদি ঝামেলা এড়াতে চান তাহলে এটা দোকান থেকেও করিয়ে আনতে পারেন। আন্দাজ মত ৩ ইঞ্চি লম্বা আর ৩/৪ ইঞ্চি গভীর পকেট তৈরি করলেই হবে।

2 / 6
পকেট হয়ে যাওয়ার পর কাগজের ন্যাপকিন দিয়ে চিকেন ব্রেস্ট থেকে ভাল করে জল শুষে নেবেন। এবার এটা খুব ভাল করে নুন ও গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখুন। খেয়াল রাখবেন যাতে পকেটের ভিতরের অংশটাও না যায়।

পকেট হয়ে যাওয়ার পর কাগজের ন্যাপকিন দিয়ে চিকেন ব্রেস্ট থেকে ভাল করে জল শুষে নেবেন। এবার এটা খুব ভাল করে নুন ও গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখুন। খেয়াল রাখবেন যাতে পকেটের ভিতরের অংশটাও না যায়।

3 / 6
পুর তৈরির জন্য কুরে নেওয়া মোজ়ারেল্লা চিজ়, ক্রিম চিজ়, পালং, পেঁয়াজ আর রসুন খুব ভাল করে মিক্স করে নিন। তারপর এই পুরটা চিকেন ব্রেস্টে তৈরি করা পকেটের মধ্যে ভরে দিন।

পুর তৈরির জন্য কুরে নেওয়া মোজ়ারেল্লা চিজ়, ক্রিম চিজ়, পালং, পেঁয়াজ আর রসুন খুব ভাল করে মিক্স করে নিন। তারপর এই পুরটা চিকেন ব্রেস্টে তৈরি করা পকেটের মধ্যে ভরে দিন।

4 / 6
একটি কাস্ট আয়রনের প্যান নিন এবং তাতে তেল গরম করুন। তেল গরম হলে তাতে চিকেন ব্রেস্ট গুলো দিয়ে দিন। চিকেনের প্রতিটি দিক ৪ থেকে ৫ মিনিট ভাজতে হবে। যদি উল্টোতে গিয়ে মনে হয় যে চিকেন পাত্রের গায়ে লেগে আছে, তা হলে বুঝবেন যে আরও খানিক সময় ওটাকে ভাজতে হবে। উভয় দিক সোনালি রঙ হওয়া অবধি ভেজে নিন।

একটি কাস্ট আয়রনের প্যান নিন এবং তাতে তেল গরম করুন। তেল গরম হলে তাতে চিকেন ব্রেস্ট গুলো দিয়ে দিন। চিকেনের প্রতিটি দিক ৪ থেকে ৫ মিনিট ভাজতে হবে। যদি উল্টোতে গিয়ে মনে হয় যে চিকেন পাত্রের গায়ে লেগে আছে, তা হলে বুঝবেন যে আরও খানিক সময় ওটাকে ভাজতে হবে। উভয় দিক সোনালি রঙ হওয়া অবধি ভেজে নিন।

5 / 6
যখন মনে হবে যে ভাজা হয়ে এসেছে প্রায়, তখন মাখনটা যোগ করে দিন। মাখন গলতে আরম্ভ করলে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে মাখন চিকেনের উপর লাগিয়ে দিন। এরপর হয়ে গেলে নামিয়ে নিন এবং তিন মিনিট অপেক্ষা করুন। তারপর চিকেনের ব্রেস্ট স্লাইস করে কেটে পরিবেশন করুন।

যখন মনে হবে যে ভাজা হয়ে এসেছে প্রায়, তখন মাখনটা যোগ করে দিন। মাখন গলতে আরম্ভ করলে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে মাখন চিকেনের উপর লাগিয়ে দিন। এরপর হয়ে গেলে নামিয়ে নিন এবং তিন মিনিট অপেক্ষা করুন। তারপর চিকেনের ব্রেস্ট স্লাইস করে কেটে পরিবেশন করুন।

6 / 6