Vikash Thakur CWG: বদ সঙ্গ থেকে বাঁচতে ভারোত্তোলনে, পদক জিতেই প্রয়াত মুসেওয়ালার ভঙ্গিতে উদযাপন বিকাশের

কমনওয়েলথের মঞ্চে ভারোত্তোলক বিকাশ ঠাকুর নজর কেড়েছেন তাঁর পদক জয় উদযাপনের কায়দায়। প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ভঙ্গিতে সেলিব্রেশন করেন তিনি।

| Edited By: | Updated on: Aug 03, 2022 | 9:30 AM
 কমনওয়েলথ গেমসে টানা তৃতীয়বার পদক জয় লুধিয়ানার ভারোত্তেলক বিকাশ ঠাকুরের। বদ সঙ্গ থেকে ছেলেকে বাঁচাতে বাবা-মা খেলাধুলোর দিকে ঠেলে দিয়েছিলেন। সেটাই এখন বিকাশের জীবনের অঙ্গ। (ছবি: টুইটার)

কমনওয়েলথ গেমসে টানা তৃতীয়বার পদক জয় লুধিয়ানার ভারোত্তেলক বিকাশ ঠাকুরের। বদ সঙ্গ থেকে ছেলেকে বাঁচাতে বাবা-মা খেলাধুলোর দিকে ঠেলে দিয়েছিলেন। সেটাই এখন বিকাশের জীবনের অঙ্গ। (ছবি: টুইটার)

1 / 4
ভারোত্তোলনে এবারের কমনওয়েলথ গেমস থেকে পদকে বন্যা বয়েছে। মঙ্গলবার ৯৪ কেজি বিভাগে রুপো পেলেন বিকাশ। ঢুকে পড়লেন পদকজয়ীদের তালিকায়।(ছবি: টুইটার)

ভারোত্তোলনে এবারের কমনওয়েলথ গেমস থেকে পদকে বন্যা বয়েছে। মঙ্গলবার ৯৪ কেজি বিভাগে রুপো পেলেন বিকাশ। ঢুকে পড়লেন পদকজয়ীদের তালিকায়।(ছবি: টুইটার)

2 / 4
তবে কমনওয়েলথের মঞ্চে বিকাশ নজর কেড়েছেন তাঁর পদক জয় উদযাপনের কায়দায়। প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ভঙ্গিতে সেলিব্রেশন করেন তিনি।(ছবি: টুইটার)

তবে কমনওয়েলথের মঞ্চে বিকাশ নজর কেড়েছেন তাঁর পদক জয় উদযাপনের কায়দায়। প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ভঙ্গিতে সেলিব্রেশন করেন তিনি।(ছবি: টুইটার)

3 / 4
গত জুন মাসে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে মুসেওয়ালার। প্রিয় গায়কের হঠাৎ প্রয়াণের শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন বিকাশ। ২৮ বছরের বিকাশ তাই প্রিয় গায়ককে বিশ্ব মঞ্চে শ্রদ্ধা জানালেন।(ছবি: টুইটার)

গত জুন মাসে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে মুসেওয়ালার। প্রিয় গায়কের হঠাৎ প্রয়াণের শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন বিকাশ। ২৮ বছরের বিকাশ তাই প্রিয় গায়ককে বিশ্ব মঞ্চে শ্রদ্ধা জানালেন।(ছবি: টুইটার)

4 / 4
Follow Us: