চিত্রনাট্য পড়া আর শুটিং সেটে পৌঁছে বাস্তবে অভিনেতাদের যা করতে হয় তার মধ্যে ফারাক থাকে বিস্তর। শুটিং সেটে একের পর এক চাহিদা বাড়তেই থাকে পরিচালকদের। অভিনেতাদের প্রাথমিক লক্ষ্য থাকে, ঠিক সেই মতো কাজ করে যাওয়া।
তবে সব ক্ষেত্রে কি পরিচালকের দাবি মেনে চলা সম্ভবপর হয়? হয়তো নয়। তার জেরেই কখনও পোশাক বিতর্ক, কখনও আবার ঘনিষ্ঠ দৃশ্য বিতর্কে সেট ছেড়ে বেরিয়ে যান অনেকেই।
টুইঙ্কেল খান্নার ক্ষেত্রেও একবার তেমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। যেখানে শুটিং সেটে তাঁকে বৃষ্টিতে ভিজে একটা দৃশ্য করতে হতো। সবটাই ছিল তাঁর জানা। কিন্তু বাস্তবটা যায় পাল্টে। সেটে পৌঁছতেই অস্বস্তিতে পড়তে হয় তাঁকে।
তবে শেষ মুহূর্তে পরিচালক টুইঙ্কেলকে বলে বসেন, তিনি কি মন্দাকিনীর মতো একটা শট দিতে পারবেন? একমুহূর্ত সময় না নিয়ে তিনি জানিয়েছিলেন না, পারবেন না। কারণ তিনি রাজ কাপুর নন।
এরপর পরিচালক আর একটা কথাও বলেননি। মুখ বুজে সেখান থেকে চলে গিয়েছিলেন। বৃষ্টিতে ভিজে শটটা দিয়েছিলেন টুইঙ্কেল, ব্যবহার করা হয়েছিল গ্রাফিক্সও।
টুইঙ্কেল বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। সেবারও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি যেটুকু করবেন বলে জানিয়েছিলেন, সেইটুকুই শট দিয়েছিলেন। বাড়তি পরিচালকের কোনও চাহিদা পূরণ করেননি তিনি।