Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sidharth Shukla Death: অভিশপ্ত দিনের এক বছর, সিদ্ধার্থ শুক্লার মৃত্যুবার্ষিকীতে রইল অভিনেতার সেই অজানা অতীত

Sidharth Shukla: গত বছর, ২ সেপ্টেম্বর। থমকে গিয়েছিল গোটা বিশ্ব। প্রয়াত হয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। জিম করা শরীর, পেশীবহুল দেহ, আপাতদৃষ্টিতে ভীষণ ফিট মানুষটা যে হৃদরোগে আক্রান্ত হবেন তা ভাবতে পারেননি কেউই।

| Edited By: | Updated on: Sep 02, 2022 | 6:07 PM
গত বছর, ২ সেপ্টেম্বর। থমকে গিয়েছিল গোটা বিশ্ব। প্রয়াত হয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। জিম করা শরীর, পেশীবহুল দেহ, আপাতদৃষ্টিতে ভীষণ ফিট মানুষটা যে হৃদরোগে আক্রান্ত হবেন তা ভাবতে পারেননি কেউই।

গত বছর, ২ সেপ্টেম্বর। থমকে গিয়েছিল গোটা বিশ্ব। প্রয়াত হয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। জিম করা শরীর, পেশীবহুল দেহ, আপাতদৃষ্টিতে ভীষণ ফিট মানুষটা যে হৃদরোগে আক্রান্ত হবেন তা ভাবতে পারেননি কেউই।

1 / 6
বরাবরই সিদ্ধার্থ ছিলেন আপাতভাবে কঠোর অথচ ঘনিষ্ঠরা বলে মন ছিল পেলব। ভক্তদের সঙ্গে তাঁর ব্যবহারে সে প্রমাণ মিলেছে বহুবার। মৃত্যুবার্ষিকীতে রইল সিডের জীবনের এক অজানা অতীতের হদিশ।

বরাবরই সিদ্ধার্থ ছিলেন আপাতভাবে কঠোর অথচ ঘনিষ্ঠরা বলে মন ছিল পেলব। ভক্তদের সঙ্গে তাঁর ব্যবহারে সে প্রমাণ মিলেছে বহুবার। মৃত্যুবার্ষিকীতে রইল সিডের জীবনের এক অজানা অতীতের হদিশ।

2 / 6
শুধু টিভি নয়, বলিউডেও কাজ করেছেন সিদ্ধার্থ। তাঁকে দেখা গিয়েছে আলিয়া ভাটের বিপরীতেও। এ হেন সিদ্ধার্থের জাঁকজমকে ভরা জীবন কিন্তু মোটেও শুরু থেকেই এমনটা ছিল না।

শুধু টিভি নয়, বলিউডেও কাজ করেছেন সিদ্ধার্থ। তাঁকে দেখা গিয়েছে আলিয়া ভাটের বিপরীতেও। এ হেন সিদ্ধার্থের জাঁকজমকে ভরা জীবন কিন্তু মোটেও শুরু থেকেই এমনটা ছিল না।

3 / 6
ছেলেবেলা কেটেছে অর্থকষ্টে। খুব ছোটবেলায় বাবা প্রয়াত হন। ছোট ছোট সন্তানদের নিয়ে হাল ধরেন তাঁর মা। ভাই-বোনদের মধ্যে সিদ্ধার্থ ছিলেন সবচেয়ে ছোট। একই সঙ্গে ছিলেন সবচেয়ে আদরেরও।

ছেলেবেলা কেটেছে অর্থকষ্টে। খুব ছোটবেলায় বাবা প্রয়াত হন। ছোট ছোট সন্তানদের নিয়ে হাল ধরেন তাঁর মা। ভাই-বোনদের মধ্যে সিদ্ধার্থ ছিলেন সবচেয়ে ছোট। একই সঙ্গে ছিলেন সবচেয়ে আদরেরও।

4 / 6
সিদ্ধার্থ একবার বলেছিলেন, "আমরা ছিলাম তিন ভাই বোন। আমি ছিলাম সবচেয়ে ছোট। মাকে ছাড়া আমার একবিন্দুও চলত না। মনে আছে মা একহাত রুটি বেলত আর এক হাতে আমায় শক্ত করে ধরে রাখত। হাত ছেড়ে দিলেই আমি কান্না জুড়ে দিতাম।"

সিদ্ধার্থ একবার বলেছিলেন, "আমরা ছিলাম তিন ভাই বোন। আমি ছিলাম সবচেয়ে ছোট। মাকে ছাড়া আমার একবিন্দুও চলত না। মনে আছে মা একহাত রুটি বেলত আর এক হাতে আমায় শক্ত করে ধরে রাখত। হাত ছেড়ে দিলেই আমি কান্না জুড়ে দিতাম।"

5 / 6
সেই মা-ই আজ সন্তানহারা। সকাল থেকেই আজ সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ স্মরণ। তাঁকে মনে করে নিচ্ছেন তাঁর অনুরাগীরা। যদিও শেহনাজের ইনস্টাগ্রাম আজ সিদ্ধার্থ স্মরণ-বিহীন।

সেই মা-ই আজ সন্তানহারা। সকাল থেকেই আজ সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ স্মরণ। তাঁকে মনে করে নিচ্ছেন তাঁর অনুরাগীরা। যদিও শেহনাজের ইনস্টাগ্রাম আজ সিদ্ধার্থ স্মরণ-বিহীন।

6 / 6
Follow Us: