Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Retro Gossip: দীর্ঘ দিনের সুসম্পর্ক, তবুও কেন একটা সময় কিশোর কুমারের সঙ্গে গান গাওয়া বন্ধ করেছিলেন লতাজি

Untold Story: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরই একটা সময় স্থির করেছিলেন যে কিশোর কুমারের সঙ্গে আর গান গাইবেন না। কারণটাও তিনি সাফ জানিয়েছিলেন একটি সাক্ষাৎকারে।

| Edited By: | Updated on: Jun 29, 2022 | 7:28 PM
কিশোর কুমার ও লতা মঙ্গেশকর জুটি মানেই সুপারহিট। একের পর এক হিট গান উপহার দিয়েছেন তাঁরা। ১৯৪৮ সালে প্রথম তাঁরা একসঙ্গে গান গেয়েছিলেন- ইয়ে কৌন আয়া রে। তবে থেকেই একসঙ্গে পথচলা শুরু।

কিশোর কুমার ও লতা মঙ্গেশকর জুটি মানেই সুপারহিট। একের পর এক হিট গান উপহার দিয়েছেন তাঁরা। ১৯৪৮ সালে প্রথম তাঁরা একসঙ্গে গান গেয়েছিলেন- ইয়ে কৌন আয়া রে। তবে থেকেই একসঙ্গে পথচলা শুরু।

1 / 5
লতা মঙ্গেশকর নিজেই একটা সময় জানিয়েছিলেন যে, কিশোর কুমার যেমন ভাল গায়ক ছিলেন, ঠিক তেমনই ভাল মনের মানুষ ছিলেন। লতা মঙ্গেশকর সারা জীবন তাঁর অভাব অনুভব করবেন।

লতা মঙ্গেশকর নিজেই একটা সময় জানিয়েছিলেন যে, কিশোর কুমার যেমন ভাল গায়ক ছিলেন, ঠিক তেমনই ভাল মনের মানুষ ছিলেন। লতা মঙ্গেশকর সারা জীবন তাঁর অভাব অনুভব করবেন।

2 / 5
তবে সেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরই একটা সময় স্থির করেছিলেন যে কিশোর কুমারের সঙ্গে আর গান গাইবেন না। কারণটাও তিনি সাফ জানিয়েছিলেন একটি সাক্ষাৎকারে।

তবে সেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরই একটা সময় স্থির করেছিলেন যে কিশোর কুমারের সঙ্গে আর গান গাইবেন না। কারণটাও তিনি সাফ জানিয়েছিলেন একটি সাক্ষাৎকারে।

3 / 5
কিশোর কুমার রেকর্ডিং-এ ঢোকা মাত্রই শুরু হয়ে যেত ঠাট্টা মজা। সকলেই হাসতে থাকতেন। একটা সময় লতা মঙ্গেশকরের গলা ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু কিশোর কুমার তারপর বেশ মন খুলে গান গেয়ে চলে যেতেন।

কিশোর কুমার রেকর্ডিং-এ ঢোকা মাত্রই শুরু হয়ে যেত ঠাট্টা মজা। সকলেই হাসতে থাকতেন। একটা সময় লতা মঙ্গেশকরের গলা ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু কিশোর কুমার তারপর বেশ মন খুলে গান গেয়ে চলে যেতেন।

4 / 5
কিন্তু ততক্ষণে লতা মঙ্গেশকরের গলা বা কণ্ঠ বেশ ক্লান্ত হয়ে যেত। তিনি আর গান গাইতে পারতেন না সেভাবে। সেই কারণেই তিনি স্থির করেছিলেন যে কিশোর কুমারের সঙ্গে আর গান গাইবেন না।

কিন্তু ততক্ষণে লতা মঙ্গেশকরের গলা বা কণ্ঠ বেশ ক্লান্ত হয়ে যেত। তিনি আর গান গাইতে পারতেন না সেভাবে। সেই কারণেই তিনি স্থির করেছিলেন যে কিশোর কুমারের সঙ্গে আর গান গাইবেন না।

5 / 5
Follow Us: