বলিউডের বিউটি কুইন মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্কের কথা কম বেশি সকলেই জানেন। তবে কোথাও গিয়ে যেন ভাগ্যের ফেরে এই জুটির এক সঙ্গে সংসার করা হল না।
তবে বলিউডে তাঁর সঙ্গে অনিল কাপুরের জুটিও একটা সময় বেশ চর্চায় উঠে এসেছি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই জনপ্রিয় জুটি কি বাস্তবে বিয়ের পিঁড়িতে বসতে পারত না!
৩. অনিল কাপুর ১৮টি ছবিতে একসঙ্গে অভিনয় করেন মাধুরী-অনিল। তাঁদের অনস্ক্রিন রসায়ন দেখে অনেকের ধারণা ছিল তাঁরা অফস্ক্রিনেও প্রেম করছেন। তাঁরা ভাল বন্ধু ছিলেন। কিন্তু প্রেম নিয়ে কখনও মুখ খোলেননি কখনও।
মাধুরীর কথায় অনিল কাপুর হলেন একটু বেশি সেন্সিটিভ। তিনি এমন মানুষের সঙ্গে ঘর করতে পারবেন না বলেই স্পষ্ট বলেছিলেন মাধুরী দীক্ষিত। সেই কারণেই এই হিট জুটি বাস্তবে সম্পর্ককে এগোতে চাননি।
অন্যদিকে মাধুরী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে জানিয়েছিলেন যে, তিনি বরাবরই চেয়েছেন তাঁর স্বামী বেশ কুল হবেন। সহড বিষয়কে সহজভাবে দেখার ক্ষমতা থাকবে, যে যায়গায় তিনি তাঁর স্বামীকে একশোভাগ এগিয়ে রাখেন।