5

MahaShivratri 2022: বাড়বে অর্থ-প্রতিপত্তি, শিবরাত্রির দিন মেনে চলুন বিশেষ এই টোটকা!

Maha Shivratri Upay: শিবরাত্রির ব্রত নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই করেন। জ্যোতিষ মনে এই ব্রত ঘরে যেমন সুখ-শান্তি ডেকে আনে তেমনই অনেক ,সমস্যারও সমাধান হয়

MahaShivratri 2022: বাড়বে অর্থ-প্রতিপত্তি, শিবরাত্রির দিন মেনে চলুন বিশেষ এই টোটকা!
শিবরাত্রির দিন মেনে চলুন বিশেষ এই সব টোটকা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2022 | 6:09 PM

সুস্থ এবং সুখী জীবনযাপনের জন্য কিন্তু অর্থের (Wealth) প্রয়োজন। অর্থ ছাড়া সংসারের সুথের স্থায়িত্ব কিন্তু বেশিদিন হয় না। আর সংসারে সুখ, অর্থ তখনই থাকে যখন সকলেই শৃঙ্খলাপরায়ণ হন। পরিবারের সকল সদস্যের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে সে দিকেও যেমন আমাদের নজর রাখতে হবে তেমনই সবাই যাতে সুস্থ থাকেন সেদিকেও খেয়াল রাখতে হবে। শরীর যদি সুস্থই না থাকে তাহলে সেখানে অর্থের কী বা প্রয়োজন। অনেক সময় আমরা না চাইতেও বেশ কিছু অসুবিধের সম্মুখীন হতে হয়। এর মূলে কিন্তু থাকে বাস্তুদোষ। বাস্তুর সমস্যা থাকলে বাড়িতে টাকা পয়সা আগলে রাখতে কিছুটা অসুবিধের মধ্যে পড়তে হয় আমাদের। প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় শিবরাত্রির ব্রত (Shivratri)। এ বছর শিবরাত্রি ১ মার্চ (Mahashivratri 2022)। কথিত আছে, এই দিনটি অত্যন্ত শুভ। কারণ এ দিয়েই বিয়ে হয়েছিল হর-পার্বতীর। আর তাই এই বিশেষ দিনটিতে যে বর চাওয়া হয় তাই পাওয়া যায়। ঘতে অর্থ সমৃদ্ধিও। আর তাই জ্যোতিষবিদরা এই দিনটিতে ঘরে কিছু বিশেষ নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

*শিবরাত্রির দিন ঘরে শিবলঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করুন। এতে আয় বাড়বে। যাঁদের বাড়িতে মহাদেব আছে, তাঁরাও যদি প্রতিদিন পুজো করেন তাহলে ফল পাবেন।

*শিবরাত্রির দিন গরীব-দুঃখীদের খাওয়ান। এতে ঘরে কখনই খাবারের অভাব হবে না। সেই সঙ্গে পিতৃপুরুষের আত্মাও শান্তি পাবে।

*কালো তিল গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন। এতে মনে শান্তি আসবে।

*এদিন মহাদেবের অভিষেকের পর ১০৮ বার শিবমন্ত্র জপ করুন। এতে শরীর থাকবে সুস্থ।

*মনের ইচ্ছা পূরণের জন্য তিনটি বেলপাতায় চন্দন মাখিয়ে ‘শিব নময় শিবায়’ মন্ত্র জপ করে মহাদেবের কাছে সমপর্ণ করুন। এর দ্বারা ইচ্ছেপূরণ হতে পারে।

*শিবের বাহন নন্দী (ষাঁড়)-কে এদিন সবুজ ঘাস খাওয়ান। এতে জীবনে সুখ, সমৃদ্ধি আসবে। দূর হবে নানাবিধ ঝামেলা।

*শিবরাত্রির দিন শিবকে তিল আর যব নিবেদন করুন। এতে পাপনাশ হয়। সংসারে সুখ, শান্তি বাড়ে।

*যাঁদের বিবাহ হচ্ছে না বা বারবার বিয়ে ভেঙে যাচ্ছে তাঁরা শিবরাত্রির দিন দুধের সঙ্গে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন। এতে শীঘ্রই বিয়ে হবে।

*এদিন সারারাত ঘরে ঘিয়ের প্রদীপ জ্বেলে রাখুন। বাড়বে শ্রী-প্রতিপত্তি।

আরও পড়ুন: Maha Shivratri 2022: সামনেই শিবরাত্রি! জীবনের সব দুর্দশা কাটাতে বাড়িতেই রুদ্রাভিষেকের পুজো করুন

আরও পড়ুন: Nandi Gayatri Mantra: দেহ-মন শুদ্ধি করতে সূর্যোদয়ের আগে পাঠ করুন নন্দী গায়ত্রী মন্ত্র! উপকারিতা ও গুরুত্ব জানুন