CWG 2022 Updates Highlights, Day 10: বক্সিংয়ে নিখাতের সোনা, টেবল টেনিস মিক্সড ডাবলসে স্বর্ণপদক শরথ কমলদের
Commonwealth Games 2022 Day 10 Live Updates in Bengali: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দশম দিনে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের খুটিনাটি খবর জানতে চোখ রাখুন লাইভ আপডেটে।
বার্মিংহ্যাম: রবিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দশম দিনে এল ১৫টি পদক। সব মিলিয়ে ভারতের (India) ঝুলিতে এখনও অবধি এ বারের কমনওয়েলথ গেমস থেকে এসেছে মোট ৫৫টি পদক। সব মিলিয়ে কমনওয়েলথের ১০ নম্বর দিন ভারতের ঝুলি আরও কিছুটা ভরল।
LIVE NEWS & UPDATES
-
৬টি ব্রোঞ্জ পদক
- ত্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদ (মেয়েদের ডাবলস ব্যাডমিন্টন)
- কিদাম্বী শ্রীকান্ত (ছেলেদের সিঙ্গলস)
- দীপিকা পাল্লিকাল-সৌরভ ঘোষাল (মিক্সড ডাবলস স্কোয়্যাশ)
- অন্নু রানি (মেয়েদের জ্যাভলিন থ্রো)
- সন্দীপ কুমার (১০ হাজার মিটার রেস ওয়াক)
- মেয়েদের হকি টিম
-
চারটি রুপোর পদক
- সাগর অহলত (বক্সিং)
- মেয়েদের ক্রিকেট টিম
- শরথ কমল-জি সাথিয়ান (পুরুষদের ডাবলস)
- আবদুল্লা আবুবাকের (ছেলেদের ট্রিপল জাম্প)
-
-
দশম দিনে ৫টি সোনার পদক
- শরথ কমল-সৃজা আকুলা (মিক্সড ডাবলস)
- নিখাত জারিন (বক্সিং)
- এলডোস পল (ছেলেদের ট্রিপল জাম্প)
- অমিত পাঙঘাল (বক্সিং)
- নীতু গংঘাস (বক্সিং)
-
বক্সিয়ে ৭টি পদক
বার্মিংহ্যাম কমনওয়েলথে সাতটি পদকে অভিযান শেষ করল ভারতের বক্সিং দল। তার মধ্যে ৩টি সোনা।
-
জ্যাভলিন: নীরজ নেই, সোনা আর্শাদের
পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করলেন ভারতের দুই জ্যাভলিন থ্রোয়ার ডিপি মনু এবং রোহিত যাদব। বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সকে পিছনে ফেলে কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন পাকিস্তানের আর্শাদ নাদিম।
-
-
বক্সিং: সাগরের রুপো
প্রথম রাউন্ডে এগিয়ে থেকেও রুপো সাগর অহলতের। অভিষেক কমনওয়েলথ গেমসে সুপার হেভিওয়েট বক্সিংয়ে ইংল্যান্ডের ডেলিশিয়াস ওরির কাছে হার সাগরের।
-
অ্যাথলেটিক্স
পুরুষদের ৪x৪০০ রিলে ফাইনালে সপ্তম স্থানে শেষ করল ভারত। টাইমিং ৩.০৫.৫১।
-
ব্যাডমিন্টন: গায়ত্রীদের ব্রোঞ্জ
অস্ট্রেলিয়াকে হারিয়ে মেয়েদের ডাবলসে ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতল গায়ত্রী গোপীচাঁদ-ত্রিশা জলি জুটি। অজি জুটিকে ২১-১৫, ২১-১৮ ব্যবধানে হারিয়েছে তারা। টিনএজার জুটি সাফল্যে উচ্ছ্বসিত ব্যাডমিন্টন প্রেমীরা।
-
বক্সিং: অ্যাকশনে সাগর
৯২ কেজি সুপার হেভিওয়েটের ম্যাচে ভারতের সাগর বনাম ইংল্যান্ডের ডেলিশিয়াস ওরি।
-
টেবল টেনিস: শরথদের সোনা
মিক্সড ডাবলস টিটি ফাইনালে সোনা শরথ কমল-সৃজা আকুলা জুটির।
-
জ্যাভলিন থ্রো
তৃতীয় প্রচেষ্টায় ডিপি মনু ৭৮.৭৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন। দ্বিতীয় প্রচেষ্টায় মনুর ৭৭.৭৪ মিটার দূরে বর্শা নিক্ষেপ করলেন।
-
ক্রিকেট: রুপো ভারতের
প্রথম কমনওয়েলথ গেমস অভিযান রুপোর পদকে শেষ করল ভারতের মহিলা ক্রিকেট টিম। অস্ট্রেলিয়ার কাছে ৯ রানের ক্লোজ মার্জিনে হেরে সোনা হাতছাড়া হল।
-
টেবল টেনিস: প্রথম গেম শরথদের
শরথ কমল এবং সৃজা আকুলা জুটি এগিয়ে গেল প্রথম গেমে। মালয়েশিয়ান জুটিকে ১১-৪ ব্যবধানে হারাল তারা।
-
জ্যাভলিন থ্রো: ৮২.২৮ মিটার দূরে জ্যাভলিন
দ্বিতীয় প্রচেষ্টায় ৮২.২৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন ভারতের ডিপি মনু।
-
টেবিল টেনিস: মিক্সড ডাবলসের গোল্ড ম্যাচ
ভারতের শরথ কমল এবং সৃজা আকুলা জুটি নেমে পড়ল সোনার পদেক সন্ধানে। প্রতিপক্ষ মালয়েশিয়ার জাভেন চুং ও কারেন লিন।
-
ব্যাডমিন্টন: মেয়েদের ডাবলসের ব্রোঞ্জ ম্যাচ
ব্যাডমিন্টনের মেয়েদের ডাবলসে ব্রোঞ্জ পদকের জন্য লড়ছেন ত্রিশা জলি ও গায়েত্রী গোপীচাঁদ।
-
অ্যাথলেটিক্স : ছেলেদের জ্যাভলিন থ্রো ফাইনাল
শুরু ছেলেদের জ্যাভলিন থ্রো ফাইনাল। অ্য়াকশনে ভারতের রোহিত যাদব এবং ডিপি মনু। ৭৯.০৪ থ্রো করে ফাইনাল শুরু করলেন ডিপি মনু।
-
ব্যাডমিন্টন: ব্রোঞ্জ শ্রীকান্তের
ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতলেন কিদাম্বী শ্রীকান্ত। ২১-১৫, ২১-১৮ স্ট্রেট গেমে সিঙ্গাপুরের জিয়া হেঙ্গ তেহ-কে হারিয়ে ব্রোঞ্জ পেলেন শ্রীকান্ত।
-
টেবল টেনিস: সেমিতে হেরে গেলেন সাথিয়ান
টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডের কাছে ৪-১ ব্যবধানে হারলেন সাথিয়ান গণশেখরন। তবে সাথিয়ানের কাছে ব্রোঞ্জ জেতার সুযোগ রয়েছে। ইংল্য়ান্ডের পল ড্রিঙ্কারহিলের বিরুদ্ধে তিনি নামবেন ব্রোঞ্জ পদক ম্যাচে। এবং শরথকমলের মুখে ফাইনালে নামবেন লিয়াম পিচফোর্ড।
-
টেবল টেনিস: ফাইনালে শরথকমল
টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ইংল্যান্ডের পল ড্রিঙ্কারহলকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভারতের অচিন্ত্য শরথকমল। ম্যাচের ফল ১১-৮, ১১-৮, ৮-১১, ১১-৭, ৯-১১, ১১-৮ শরথকমলের পক্ষে।
-
স্কোয়াশ: ব্রোঞ্জ জুটল সৌরভ-দীপিকা জুটির
স্কোয়াশ থেকে ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। কমনওয়েলথে স্কোয়াশ মিক্সড ডাবলস ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের দীপিকা পাল্লিকাল-সৌরভ ঘোষাল জুটির প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার ডোনা লোবান-ক্যামেরন পিলি। ১১-৮, ১১-৪ ব্যবধানে ডোনা-ক্যামেরন জুটিকে হারাল দীপিকা-সৌরভ জুটি।
-
স্কোয়াশ: অ্যাকশনে সৌরভ-দীপিকা জুটি
স্কোয়াশ মিক্সড ডাবলস ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের দীপিকা পাল্লিকাল-সৌরভ ঘোষাল জুটির প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ডোনা লোবান-ক্যামেরন পিলি।
-
ক্রিকেট: চলছে সোনার ম্য়াচ
অতীত ভুলে ভারতে মেয়েদের ক্রিকেটে সোনার সূর্যোদয়ের অপেক্ষা
নজর রাখুন মেয়েদের ক্রিকেট ফাইনালের লাইভ আপডেটে – IND W vs AUS W Live Score, T20 CWG 2022 : সোনার পদকের ম্যাচ, অস্ট্রেলিয়া ইনিংস শুরু
-
অন্নুর জ্যাভলিনে আসার গল্প জানেন?
গ্রামে ক্রিকেটের ম্যাচ চলছিল। বাউন্ডারি লাইন থেকে বল ছুড়ে উইকেট ভেঙে দেন অন্নু।
পড়ুন বিস্তারিত: CWG 2022: আখ গাছ, বাঁশে হাতে খড়ি জ্যাভলিনে, মেয়েদের মধ্যে প্রথম পদক আনলেন
-
নিখুঁত নিখাতের সোনা
বিশ্ব চ্যাম্পিয়নের মতোই কমনওয়েলথ গেমসে দাপট বক্সার নিখাত জারিনের। ঝড়ের গতিতে ফাইনালে প্রবেশ করেছিলেন। সোনার পদকটা এল তার থেকেই বেশি দ্রুত।
পড়ুন বিস্তারিত – CWG 2022: নিখাতের নিখুঁত পাঞ্চ, কমনওয়েলথে সোনা দেশের বক্সিং কুইনের
-
অন্নুর কীর্তি
বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসের দশম দিনে ভারতকে মহিলাদের জ্যাভলিন থ্রো থেকে ব্রোঞ্জ এনে দিলেন অন্নু রানি। তিনিই প্রথম ভারতীয় মহিলা জ্যাভলিন থ্রোয়ার, যিনি কমনওয়েলথে দেশকে পদক এনে দিলেন।
পড়ুন বিস্তারিত – CWG 2022: কমনওয়েলথে ইতিহাস, অন্নুর বর্শায় বিঁধল ব্রোঞ্জ
-
টেবল টেনিস: পুরুষদের ডাবলসে রুপো শরথকমল-সাথিয়ান জুটির
টেবল টেনিসে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন জুটির প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডের পল ড্রিঙ্কারহল-লিয়াম পিচফোর্ড জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও ৩-২ ব্যবধানে হার শরথকমল-সাথিয়ানের। ভারতের পুরুষ ডাবলস জুটি শরথকমল-সাথিয়ান ১১-৮, ৮-১১, ৩-১১, ১১-৭, ৪-১১ হারল ইংল্যান্ডের জুটির কাছে।
-
টেবল টেনিস: হাড্ডাহাড্ডি লড়াই চলছে পুরুষদের ডাবলসের ফাইনালে
টেবল টেনিসে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন জুটির প্রতিপক্ষ ইংল্যান্ডের ড্রিঙ্কারহল পল-পিকফোর্ড লিয়াম জুটি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
-
বক্সিং: সোনা নিখাতের
মেয়েদের ৫০ কেজির ফাইনালে (লাইট ফ্লাইওয়েট) নিখাত জারিনের প্রতিপক্ষ ছিল নর্দান আয়ারল্যান্ডের কার্লি ম্যাকনল। ৫-০ ব্যবধানে নিখাত হারালেন কার্লিকে।
-
ট্রিপল জাম্পে সোনা-রুপো দুটোই ভারতের
ছেলেদের ট্রিপল জাম্পে জোড়া পদক ভারতের ঝুলিতে। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী, দু’জনই ভারতের। কমনওয়েলথের মঞ্চে এমন অভিজ্ঞতা ভারতের এর আগে কখনও হয়নি।
পড়ুন বিস্তারিত – CWG 2022: এলঢোস-আবদুল্লার স্বপ্নের লাফ, ট্রিপল জাম্পে সোনা-রুপো দুটোই ভারতের
-
রবিবাসরীয় কমনওয়েলথে বক্সিংয়ে জোড়া সোনা
রবিবাসরীয় কমনওয়েলথ গেমসের শুরু থেকেই পদকে বর্ষণ। হকিতে মেয়েদের ব্রোঞ্জের পর বক্সিংয়ে জোড়া সোনা। অমিত পাঙ্ঘাল ও নীতু গংঘাস। স্বর্ণ পদক জয়ের এই দুই দাবিদার দেশবাসীর প্রত্যাশার মান রাখলেন। কমনওয়েলথে পদকের রং বদলালেন অমিত। অন্যদিকে নীতুর এটাই প্রথম কমনওয়েলথ পদক।
পড়ুন বিস্তারিত – CWG 2022: অমিত-নীতুর মুষ্টিতে কুপোকাত বিপক্ষ, রবিবাসরীয় কমনওয়েলথে বক্সিংয়ে জোড়া সোনা
-
ব্যাডমিন্টন: ফাইনালে সাত্বিক-চিরাগ জুটি
পুরুষদের ডাবলসের সেমিফাইনালে ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার চান পেং সুন-তান কিয়ান মেং। স্ট্রেট গেমে ২১-৬, ২১-১৫ সাত্বিক-চিরাগ হারালেন মালয়েশিয়ান জুটিকে।
-
ব্যাডমিন্টন: ফাইনালে উঠতে পারলেন না ত্রিশা-গায়েত্রী জুটি
মহিলাদের ডাবলসের সেমিফাইনালে ভারতের ত্রিশা জলি ও গায়েত্রী গোপীচাঁদ জুটির প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার ট্যান কুং লে পার্লি-থিনাহ মুরলীথরন। সেই জুটি ২-০ হারাল ত্রিশা-গায়েত্রী। স্ট্রেট গেমে ২১-১৩, ২১-১৬ ভারতীয় জুটিকে হারাল মালয়েশিয়ান মহিলাদের ডাবলস জুটি। তবে ত্রিশা-গায়েত্রীর ব্রোঞ্জ পদক জেতার সম্ভবনা রয়েছে। আজ রাত ১২ টা নাগাদ অজি জুটির বিরুদ্ধে রয়েছে ত্রিশা-গায়েত্রীর ব্রোঞ্জ পদক ম্যাচ।
-
অ্যাথলেটিক্স: রিলেতে ব্যর্থ দ্যুতি-হিমারা
মহিলাদের ৪x১০০ মিটার রিলের ফাইনালে ভারতীয় মহিলা রিলে দল শেষ করল ৫ নম্বরে। ভারতের মহিলা রিলে দল সময় নেয় ৪৩.৮১ সেকেন্ড।
-
ব্যাডমিন্টন: হেরে গেলেন শ্রীকান্ত
পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে হেরে গেলেন কিদাম্বি শ্রীকান্ত। মালয়েশিয়ার এনজি জে ইয়ংয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে গেলেন শ্রীকান্ত। ম্যাচের ফল ১৩-২১, ২১-১৯, ২১-১০ মালেশিয়ান শাটলারের পক্ষে। তবে শ্রীকান্তের সামনে ব্রোঞ্জ জেতার সুযোগ থাকছে। তিনি ব্রোঞ্জ পদক ম্যাচে খেলবেন সিঙ্গাপুরের জিয়া হেং তেহ-র বিরুদ্ধে।
Srikanth will play for bronze later tonight (11:10 PM Onwards)
— SAI Media (@Media_SAI) August 7, 2022
-
টেবল টেনিস: ব্রোঞ্জ পদক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়েও হার সৃজার
মহিলাদের সিঙ্গলসের ব্রোঞ্জ পদক ম্যাচে অস্ট্রেলিয়ার ইয়াংজি লিউয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেন ভারতের সৃজা আকুলা। তবে ৭ গেমের ম্য়াচে শেষ অবধি জিতে নেন ইয়াংজি। ৪-৩ ব্যবধানে হারলেন সৃজা। ম্যাচের ফল ৩-১১, ১১-৬, ১১-২, ৭-১১, ১৫-১৩, ৯-১১, ১১-৭ অজি প্যাডলারের পক্ষে।
-
জ্যাভলিন থ্রো: অন্নু রানির ব্রোঞ্জ
মহিলাদের জ্যাভলিন থ্রো-তে ব্রোঞ্জ পেলেন অন্নু রানি। চতুর্থ বারের প্রয়াসে অন্নু ছোড়েন ৬০ মিটার। সেটাই তাঁর সেরা থ্রো। ওই থ্রোয়ের নিরিখেই ব্রোঞ্জ পেলেন অন্নু রানি।
-
ব্যাডমিন্টন: ফাইনালে লক্ষ্য
পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছ গেলেন ভারতের লক্ষ্য সেন। সেমিফাইনালে সিঙ্গাপুরের জিয়া হেং তেহ-কে ২-১ হারালেন লক্ষ্য। ৩ গেমের ম্যাচের ফল ২১-১০, ১৮-২১, ২১-১৬ লক্ষ্যর পক্ষে।
TO PLAY FOR GOLD?@lakshya_sen defeated Jia Heng (Singapore) 21-10, 18-21, 21-16 and has entered the Men's Singles Finals?
He is only the 5️⃣th Indian to reach the finals of the Men's Singles event since the inception of CWG?
All the Best Champ!!#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/ONcK9gRFwS
— SAI Media (@Media_SAI) August 7, 2022
-
১০ হাজার মিটার রেস ওয়াক: ব্রোঞ্জ পেলেন সন্দীপ
পুরুষদের ১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ পেলেন ভারতের সন্দীপ কুমার। রেস শেষ করতে তিনি সময় নেন ৩৮: ৪৯.২১ মিনিট। যা তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্সও। নবম দিন মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো পেয়েছিলেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী।
SANDEEP HAS DONE IT!!! ??#Tokyo2020 Olympian @OlySKP clocks 38:49.21 (PB) to win a Bronze ?in Men's 10,000m Race Walk at #CommonwealthGames2022 ?
Sandeep showcased great resilience & hard work to give us a walk to remember! ?
Many congratulations Champ!!#Cheer4India pic.twitter.com/riPaKV3fXi
— SAI Media (@Media_SAI) August 7, 2022
-
ট্রিপল জাম্প: সোনা এলঢোসের, রুপো আবদুল্লার
- পুরুষদের ট্রিপল জাম্পে সোনা জিতলেন ভারতের এলঢোস পল। তৃতীয় বারের প্রয়াসে এলঢোস ১৭.০৩ মিটার জাম্প দেন।
WHAT A W?W JUMP!!?#EldhosePaul creates history by winning ??'s 1st ever GOLD in Men's Triple Jump at #CommonwealthGames ?
With the best effort of 17.03m he leaves everyone in awe of his stunning jump ??#Cheer4India#India4CWG2022 1/1 pic.twitter.com/TN5bD57AUf
— SAI Media (@Media_SAI) August 7, 2022
- পুরুষদের ট্রিপল জাম্পে রুপো পেলেন আবদুল্লা আবুবাকের। পঞ্চম বারের প্রয়াসে ১৭.০২ মিটার জাম্প দেন আবদুল্লা।
WHAT A BRILLIANT EFFORT!!
Abdulla Aboobacker made a solid jump to win silver?at the #CommonwealthGames2022 ?
He is only the 3️⃣rd Indian to breach the 17m mark and now he recorded a jump of 17.02?
Absolutely Stunning! #Cheer4India#India4CWG2022 pic.twitter.com/4t0fE1LGil
— SAI Media (@Media_SAI) August 7, 2022
- ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন এলঢোস পল। এই প্রথম বার কমনওয়েলথে ট্রিপল জাম্প থেকে সোনা এল ভারতে।
- অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয়েছে প্রবীণ চিত্রাভালের। তিনি তৃতীয় বারের প্রয়াসে ১৬.৮৯ মিটার জাম্প দেন।
-
জ্যাভলিন থ্রো: অ্যাকশনে অন্নু রানি ও শিল্পা রানি
- মহিলাদের জ্যাভলিন থ্রো শুরু।
- অ্যাকশনে ভারতের দুই জ্যাভলিন থ্রোয়ার অন্নু রানি ও শিল্পা রানি।
- অন্নু রানি প্রথম থ্রো-তে ছুড়লেন ৫৫.৬১ মিটার।
- অন্নুর দ্বিতীয় ও তৃতীয় থ্রো বাতিল।
- চতুর্থ বারের প্রয়াসে অন্নু ছোড়েন ৬০ মিটার।
- অন্নু রানি পঞ্চম বারের প্রচেষ্টায় ৫৮.১৫ মিটার জ্যাভলিন ছোড়েন।
- শিল্পা রানি প্রথম থ্রো-তে ছুড়লেন ৫৪.২২ মিটার।
- দ্বিতীয় থ্রো-তে শিল্পা ছুড়লেন ৫৪.৬২ মিটার।
- শিল্পা তৃতীয় থ্রো-তে ছোড়েন ৫০.৯৮ মিটার।
- চতুর্থ থ্রো-তে শিল্পা ছোড়েন ৫৪.১৩ মিটার।
- শিল্পা রানি পঞ্চম থ্রো-তে জ্যাভলিন ছোড়েন ৫৩.৯৪ মিটার।
- অন্নু ও শিল্পা দু’জনেরই ছয় নম্বর থ্রো বাতিল হয়েছে।
-
সালিমাকে চেনেন?
সালিমাদের বার্ষিক আয় ছিল খুব বেশি হলে ১ লাখ ২০ হাজারের মতো। বাবা-মা, আরও পাঁচ ভাই-বোন। ৮ জনের সংসারে এই টাকা সামান্যই।
পড়ুন বিস্তারিত: CWG 2022 : গ্রামে মুরগী, ছাগল পুরস্কার পেতেন, সেই মেয়েই দেশের হয়ে ব্রোঞ্জ জিতলেন
-
ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছে ভারতের মহিলা হকি টিম
শুক্রবার দিনটা হতাশা দিয়ে শেষ হয়েছিল। সোনার পদকের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ভারতের মেয়েদের হকি টিম। সোনা হল না। তবে পদক এল।
পড়ুন বিস্তারিত: CWG 2022: ১৬ বছরের অপেক্ষার শেষ, মেয়েদের হকিতে ব্রোঞ্জ ভারতের
-
বক্সিং: অমিতের সোনা
পুরুষদের ৫১ কেজি (ফ্লাইওয়েট) ফাইনালে ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডকে হারালেন ভারতের অমিত পাঙ্ঘাল। ৫-০ ব্যবধানে পয়েন্টের ভিত্তিতে অমিত হারালেন ইংল্যান্ডের বক্সারকে।
?GOLD FOR PANGHAL?
World Class Effort from @Boxerpanghal?? as he upgrades from silver in 2018 CWG to GOLD?at #CommonwealthGames2022
Proud of you Champ!!#Cheer4India ??#India4CWG2022 ? pic.twitter.com/iN4LBobyEW
— SAI Media (@Media_SAI) August 7, 2022
-
ব্যাডমিন্টন: ফাইনালে সিন্ধু
মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পিভি সিন্ধু। সেমিফাইনালে সিঙ্গাপুরের জিয়া মিন ইওকে স্ট্রেট গেমে ২১-১৯, ২১-১৭ ব্যবধানে হারালেন সিন্ধু।
SINDHU INTO THE FINAL!! ?
PV Sindhu defeated Yeo Jia Min (Singapore) 21-19/21-17. With this win she has entered the Finals?
Go For GOLD!! ?#Cheer4India ??#India4CWG2022 pic.twitter.com/deTOYzyLcy
— SAI Media (@Media_SAI) August 7, 2022
-
বক্সিং: সোনা নীতুর
বক্সিংয়ে সোনা জিতলেন নীতু গংঘাস। হারিয়ে দিলেন ইংল্যান্ডের প্রতিপক্ষকে। কমনওয়েলথে অভিষেকেই বাজিমাত করলেন নীতু।
?NITU WINS GOLD!! ?
2️⃣time World Youth medalist Nitu Ghanghas wins ?at #CommonwealthGames2022 on debut
With this win, the pugilist has won a spot on the list of #Boxing A-listers?
Brilliant!!
Let's #Cheer4India#India4CWG2022 pic.twitter.com/PvZ4qVWJuW
— SAI Media (@Media_SAI) August 7, 2022
-
হকি: ব্রোঞ্জ ভারতের
টানটান পেনাল্টি শুটআউটে নিউজিল্যান্ডকে ২-১ হারিয়ে ব্রোঞ্জ ভারতের।
INDIAN EVES? WINS BR?NZE
Indian Women's #Hockey Team wins solid bronze?against New Zealand's Women's team on a penalty shootout score of 2-1?
Well-thought teamwork with ample energy helped the girls deliver their best to win the BRONZE ?
Great Game Girls!!?#Cheer4India pic.twitter.com/RRWX0GnA6X
— SAI Media (@Media_SAI) August 7, 2022
-
বক্সিং: অ্যাকশনে নীতু
৪৫ কেজি-৪৮ কেজি বিভাগের ফাইনালে বক্সার নীতু। প্রতিপক্ষ ইংল্যান্ডের ডেমি জেড।
-
হকি: ২-১ এগিয়ে ভারত
তৃতীয় শটে গোল করলেন নভনীত। মিস করল নিউজিল্যান্ড। ভারত এগিয়ে ২-১।
-
হকি: স্কোর ১-১
দ্বিতীয় শটে গেল করল ভারত। মিস করল নিউজিল্যান্ড।
-
হকি: শুটআউটে ১-০ নিউজিল্যান্ড
প্রথম শটে গোল নিউজিল্যান্ডের। মিস করল ভারত। ব্যবধান এখন ১-০।
-
হকি: শেষ মুহূর্তে গোল নিউজিল্যান্ডের
শেষ মুহূর্তে গোল করে মেয়েদের হকির ব্রোঞ্জ পদকের ম্যাচ জমিয়ে দিল নিউজিল্যান্ড। স্কোর এখন ১-১। ব্রোঞ্জ পদকের দাবিদার নির্ধারণ হবে পেনাল্টি শুটআউটে।
-
ট্রিপল জাম্প ফাইনাল
শুরু হল পুরুষদের ট্রিপল জাম্প ফাইনাল। ভারতের হয়ে প্রতিযোগিতায় আবদুল্লা আবুবাকের, এলঢোস পল এবং প্রবীণ চিত্রাভাল ।
-
হকি: শেষ পর্যায়ে ম্যাচ
ম্যাচের আর মাত্র কয়েক মিনিট। এখনও ১-০তে এগিয়ে ভারতের মেয়েরা।
-
সেমির লড়াইয়ে সিন্ধু
মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালের ম্যাচে নেমে পড়লেন পিভি সিন্ধু। গোল্ড কোস্ট কমনওয়েলথে রুপোর পদকে শেষ করেছিলেন। এবার সোনা ছাড়া সিন্ধুর অন্য কিছু ভাবছেন না।
-
হকি: ভারত এগিয়ে ১-০
বিরতিতে ভারতের মেয়েরা এগিয়ে ১-০ গোলে।
HALF-TIME! India takes a step toward Victory! ?
IND 1:0 NZL #IndiaKaGame #HockeyIndia #B2022 #Birmingham2022 pic.twitter.com/r9AUMZc8BU
— Hockey India (@TheHockeyIndia) August 7, 2022
-
হকি: সালিমার গোল
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হল মেয়েদের হকির ব্রোঞ্জ ম্যাচ। শুরুতেই গোল করে ভারতকে এগিয়ে দিলেন সালিমা টেটে।
-
ব্রোঞ্জ ম্যাচে সবিতারা
আম্পায়ারের ভুলে সোনার পদক জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিতর্কিত সেমিফাইনালকে পিছনে ফেলে আজকের ব্রোঞ্জ পদকের ম্যাচের যাবতীয় ফোকাস মেয়েদের হকি টিমের। প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
Before their BRONZE match, Women’s #Hockey team clicked ?during their training ? session
Our Best wishes to the entire team? Go For it Girls!!#Cheer4India ??#India4CWG2022 ? pic.twitter.com/qDfaHGVRmA
— SAI Media (@Media_SAI) August 7, 2022
-
হকিতে আসবে গোল্ড?
হকিতে আসবে গোল্ড? শেষ হবে সোনার অপেক্ষা। ৮ অগাস্ট, সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সোনার লক্ষ্যে নামবে ভারত।
CWG 2022: ছেলেদের হকির ফাইনালে ভারত, তৃতীয়বারের প্রচেষ্টায় আসবে গোল্ড?
-
সোনার দৌড়ে স্মৃতিরা
কমনওয়েলথ গেমসে সোনার পদক জয় মেয়েদের ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিতে পারে।
CWG 2022-Cricket: সোনার ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া, ‘৮৬,১৭৪’ এর পুনরাবৃত্তি হবে না তো?
-
ক্রিকেটে ইতিহাস
কমনওয়েলথ গেমসে পা রেখেই টি-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট টিম। রুদ্ধশ্বাস সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতেই পদক নিশ্চিত। আনন্দোচ্ছ্বাসে মাতল ওমেন ইন ব্লু।
CWG 2022: পদক নিশ্চিত হতেই সাজঘরে সেলিব্রেশন; স্মৃতি-জেমিমাদের সেলফি, ফোটোসেশনের ঝড়
-
নবম দিনে ১৪টি পদক!
গেমসের নবম দিনে সোনা, রুপো, ব্রোঞ্জে ভারতের ঝুলি উপচে পড়েছে। সারাদিনে মোট ১৪টি মেডেল ঘরে তুলেছেন দেশের অ্যাথলিটরা।
CWG 2022, Day 9 Final Result: কমনওয়েলথে নবম দিন সোনা-রুপো-ব্রোঞ্জে মোড়ানো ভারতের সাফল্য…
-
ঝুলিতে ৪০টি পদক
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে নয়দিনে ৪০টি পদক এসেছে ভারতের ঘরে। ভারোত্তোলন, কুস্তি, বক্সিংয়ে পদকের ছড়াছড়ি। দেখুন পদক তালিকায় কোথায় দাঁড়িয়ে ভারত।
CWG 2022 India Medals Tally: বার্মিংহ্যামে নবম দিন পদকের ছড়াছড়ি, ভারতে এল কতগুলি পদক জানেন?
-
আবেগী পূজা গেহলোত
ব্রোঞ্জ ম্যাচ জিতে সংবাদমাধ্যমের সামনে কেঁদে ফেললেন কুস্তিগির পূজা গেহলোত। সোনার পদক না জেতার আক্ষেপ প্রকাশ করলেন পূজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে ব্রোঞ্জ মেডেলিস্ট কুস্তিগিরের মনোবল বাড়ালেন।
Pooja, your medal calls for celebrations, not an apology. Your life journey motivates us, your success gladdens us. You are destined for great things ahead…keep shining! ⭐️ https://t.co/qQ4pldn1Ff
— Narendra Modi (@narendramodi) August 7, 2022
-
মেডেল প্যাকড সানডে
কমনওয়েলথ গেমসের দশম দিনে আরও হবে সোনা, রুপো, ব্রোঞ্জের বর্ষণ। ভারতের ঝুলি আরও কিছুটা ভরবে। দেখুন আজ কোন কোন ইভেন্ট রয়েছে।
CWG 2022 India Day 10 Schedule: ক্রিকেটের মেগা ফাইনাল; কমনওয়েলথের সুপার সানডে-তে হবে পদকের বর্ষণ?
?Medal-packed Day ? at #CWG2022
Excited Much❓
We sure are!! Have a ? at the athletes to look out for today at @birminghamcg22 ?#Cheer4India ??#IndiaTaiyaarHai ?#India4CWG2022@PMOIndia @ianuragthakur @NisithPramanik @IndiaSports @SonySportsNetwk @ddsportschannel pic.twitter.com/1q4nc0XBZ8
— SAI Media (@Media_SAI) August 7, 2022
Published On - Aug 07,2022 12:30 PM