CWG 2022 Opening Ceremony Highlights: পতাকা হাতে হাঁটলেন সিন্ধু-মনপ্রীতরা, বর্ণাঢ্য অনুষ্ঠানে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সূচনা
CWG 2022 Opening Ceremony Live Updates in Bengali: ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে কী কী হল? জানতে চোখ রাখুন এই লাইভ আপডেটসে।
বার্মিংহ্যাম: বার্মিংহ্যামের আলেকজান্ডার স্টেডিয়ামে আনুষ্ঠানিক সূচনা হল এবারের কমনওয়েলথ গেমসের ( CWG Opening Ceremony)। ৭২টি দেশের পাঁচ হাজারের বেশি অ্যাথলিট এই মাল্টি স্পোর্টস ইভেন্টের অংশ হতে চলেছেন। ২১৫ জন অ্যাথলিট এবং ১০৭ জন কর্মকর্তা-সহ মোট ৩২২ দলের বড়সড় দল নিয়ে বার্মিংহ্যাম যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু কমনওয়েলথ শুরু আগে বিভিন্ন কারণে বেশ কয়েকজন অ্যাথলিট প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। চোটের কারণে খেলতে পারছেন না নীরজ চোপড়া। বার্মিংহ্যাম (Birmingham Games) রওনার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সিংয়ে অ্যাথলিটদের সঙ্গে কথা বলে তাঁদের মনোবল বাড়ান।
LIVE NEWS & UPDATES
-
গানে গানে শেষ ওপেনিং সেরিমনি
প্রিন্স চার্লস গেমসের সূচনার ঘোষণা করতেই আতসবাজিতে ছেয়ে গেল গোটা স্টেডিয়াম। গানে গানে শেষ হল উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবার মেয়েদের ক্রিকেট ও হকি উভয় দলই অ্যাকশনে নেমে পড়বে। লন বল, জিমন্যাস্টিক্স, সাইক্লিং, সাঁতার, বক্সিং, টেবিল টেনিস সহ বেশ কিছু ইভেন্টে নেমে পড়বেন দেশের খেলোয়াড়রা।
-
রানির বার্তা পড়লেন প্রিন্স চার্লস
রানি এলিজাবেথের অনুপস্থিতিতে তাঁর পাঠানো বার্তা পাঠ করে শোনালেন প্রিন্স অব ওয়েলস চার্লস।
-
-
মঞ্চে এল কুইন্স ব্যাটন রিলে
মঞ্চে এসে পৌঁছল কুইন্স ব্যাটন রিলে। বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়রা কুইন্স ব্যাটন রিলে নিয়ে এলেন। একদম শেষে কমনওয়েলথ গেমসের প্রেসিডেন্টের হাতে দেওয়া হল মশাল।
-
স্টেজে ভারতের অ্যাথলিটরা
একযোগে পতাকা হাতে হাঁটলেন পিভি সিন্ধু এবং মনপ্রীত সিং। তাঁদের পিছনে দেশের বাকি অ্যাথলিটরা। যদিও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিল না মেয়েদের ক্রিকেট দল।
-
এশিয়ান দেশগুলির প্যারেড শুরু
এশীয় মহাদেশের দেশগুলির প্যারেডের শুরু হল বাংলাদেশকে দিয়ে।
-
-
মোজাম্বিক, নামিবিয়া
নিউজিল্যান্ড, টোঙ্গা, ফিজি, মোজাম্বিক, নামিবিয়া…একে একে বিভিন্ন দেশের অ্যাথলিটরা প্যারেডে হাঁটছেন।
-
অ্যাথলিটদের প্যারেড শুরু
অস্ট্রেলিয়াকে দিয়ে শুরু হল অ্যাথলিটদের প্য়ারেড।
Some of the scenes from the beginning of the #B2022 Opening Ceremony?
?♂️?♀️Who’s enjoying it so far? pic.twitter.com/kVjcycO1SW
— Birmingham 2022 (@birminghamcg22) July 28, 2022
-
জমিয়ে দিলেন গিটারিস্ট টোনি ইয়োমি
সত্তরের দশকের সুপারহিট ব্রিটিশ ব্র্যান্ড ব্ল্যাক সাবাথের গিটারিস্ট টোনি ইয়োমির গিটারের ছন্দে মেতে উঠল গোটা স্টেডিয়াম। বার্মিংহ্যামে জন্ম টোনি ইয়োমির।
-
শান্তির বার্তা মালালা-র
অনুষ্ঠানে উপস্থিত নোবেলজয়ী মালালা ইউসুফজাই। দিলেন শান্তির বার্তা, বোঝালেন শিক্ষার প্রয়োজনীয়তা। বর্তমানে বার্মিংহ্য়ামের বাসিন্দা মালালা-র জীবনযুদ্ধ ফুটে উঠল পর্দায়। বার্মিংহ্যামে আগত খেলোয়াড়দের শুভেচ্ছা জানালেন তিনি।
-
গাড়ি-সাইকেল স্টান্ট
গাড়ি, সাইকেল স্টান্ট এবং নৃত্য প্রদর্শনের মাধ্যমে বার্মিংহ্যামের ইতিহাস তুলে ধরা হল দর্শকদের সামনে।
-
এলেন প্রিন্স চার্লস
নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠান মঞ্চে এলেন প্রিন্স অব ওয়েলস চার্লস। সঙ্গে রয়েছেন স্ত্রী ক্যামিলা পার্কার। শুরু হয়েছে জাতীয় সঙ্গীত।
-
গানে গানে শুরু অনুষ্ঠান
সুরের মূর্ছনায় শুরু হল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। স্টেডিয়াম ভর্তি দর্শক। নাচে, গানে শুরু হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান।
-
উদ্বোধনী অনুষ্ঠানে নেই হরমনপ্রীতরা
প্রথমবার কমনওয়েলথ গেমসে দেশের মহিলা ক্রিকেট দল। অথচ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারলেন না হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে ভারতের।
-
মোদীর বার্তা
ভালো পারফরম্যান্সে দেশবাসীর অনুপ্রেরণা হয়ে ওঠার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Best wishes to the Indian contingent at the start of the 2022 CWG in Birmingham. I am confident our athletes will give their best and keep inspiring the people of India through their stupendous sporting performances.
— Narendra Modi (@narendramodi) July 28, 2022
-
হরমনপ্রীতদের শুভেচ্ছা কোহলির
প্রাক্তন অধিনায়কের শুভেচ্ছা। মহিলা ক্রিকেট দল-সহ কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী অ্যাথলিটদের শুভ কামনা জানালেন বিরাট কোহলি।
My best wishes to the Indian women's cricket team and all our athletes participating in the Commonwealth Games. ???
— Virat Kohli (@imVkohli) July 28, 2022
-
ভেন্যুর দিকে রওনা দেশের অ্যাথলিটদের
আলেকজান্ডার স্টেডিয়ামে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। তাই গেমস ভিলেজ থেকে ওপেনিংস সেরিমনির ভেন্যুর দিকে রওনা দিলেন দেশের অ্যাথলিটরা।
Heading ▶️ out of the Athletes Village 'cause it's time for the @birminghamcg22 Opening Ceremony ??♀️?#EkIndiaTeamIndia | #CWG22 | #TeamIndia pic.twitter.com/85XvM9c8iW
— Team India (@WeAreTeamIndia) July 28, 2022
-
গোল্ড কোস্ট কমনওয়েলথে ভারতের পারফরম্যান্স
২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারত শেষ করেছিল তৃতীয় স্থানে। ২৬টি সোনা, ২০টি রূপো এবং ২০টি ব্রোঞ্জ পদক। মোট ৬৬টি পদক নিয়ে দেশে ফিরেছিলেন অ্যাথলিটরা। বার্মিংহ্যাম কি সেবারের পারফরম্যান্সকে ছাপিয়ে যাবেন দেশের অ্যাথলিটরা?
? ???????????? ????? ??????: ???? ????? ????
It’s our final rewind and how could we forget to showcase our favourite blue koala Borobi and all of the history that was made 4 years ago at #GC2018 ?#CommonwealthSport | #B2022 | @CommGamesAUS pic.twitter.com/VeMGjHP4tg
— Birmingham 2022 (@birminghamcg22) July 26, 2022
-
প্রস্তুত সিন্ধুরা
বছরের অন্যতম সেরা অ্যাথলেটিক ইভেন্টের জন্য় তৈরি ভারতের ব্যাডমিন্টন দল। অনুষ্ঠানে যাওয়ার আগে ফোটেসেশন পিভি সিন্ধু, লক্ষ্য সেনদের। ছবি টুইট করলেন সিন্ধু।
All set for the CWG 2022 opening ceremony ?? pic.twitter.com/2pWHqCxIMf
— Pvsindhu (@Pvsindhu1) July 28, 2022
-
ক্রীড়ামন্ত্রীর বার্তা
কমনওয়েলথ গেমসের আনুষ্ঠানিক সূচনার আগে দেশের অ্যাথলিটদের উদ্দেশে টুইট বার্তা ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের। এবারের কমনওয়েলথে অতীতে রেকর্ড ছাপিয়ে যাবে, আশা ক্রীড়ামন্ত্রীর।
Wishing the Indian contingent at 2022 Commonwealth Games in Birmingham the very best !!!
Excited and looking forward to seeing our athletes give their best performance ever !
India ?? is cheering for you !
— Anurag Thakur (@ianuragthakur) July 28, 2022
-
শুভকামনা রাষ্ট্রপতির
দেশের অ্যাথলিটদের শুভকামনা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লিখলেন, “দেশের খেলোয়াড়রা তাঁদের সেরা পারফরম্যান্স দিয়ে দেশকে গর্বিত করবে, এই বিষয়ে আমি আত্মবিশ্বাসী। গোটা দেশ আপনাদের সমর্থন করছে। গুড লাক টিম ইন্ডিয়া।”
On behalf of all fellow citizens, I convey my best wishes to the Indian contingent for Commonwealth Games 2022. I am confident that our athletes will put up their best performance and make the country proud. The entire nation is cheering for you. Good luck, Team India!
— President of India (@rashtrapatibhvn) July 28, 2022
-
তৈরি নিখাত-লভলিনারা
গ্র্যান্ড ওপেনিং সেরিমনির জন্য তৈরি ভারতীয় অ্যাথলিটরা। জাতীয় পতাকা হাতে নিখাত জারিন, লভলিনা বরগোহাইন-সহ ভারতীয় বক্সিং দল প্রস্তুত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য।
And here comes the #Boxing? contingent ?
Looking Good #TeamIndia ?✨
Join us in cheering for them on @ddsportschannel & @SonyLIV ? Live from 11:30 PM ?#Cheer4India #India4CWG2022 pic.twitter.com/iuRX7JbMaO
— SAI Media (@Media_SAI) July 28, 2022
-
কমনওয়েলথে ভারতের ইতিহাস
- ১৯৩৪ সালে প্রথমবার কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক জেতেন রশিদ আনোয়ার।
- ১৯৫৮ সালে প্রথমবার সোনার পদক জেতেন মিলখা সিং
- ১৯৯৮ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে স্বর্ণপদক জেতেন রূপা উন্নিকৃষ্ণণ (শুটিং)।
- কমনওয়েলথ গেমসে ভারতীয়দের মধ্যে সেরা সাফল্য যশপাল রানার। ১৫টি পদকের মধ্যে ৯টি সোনার পদক রয়েছে তাঁর।
-
অনুপস্থিত একঝাঁক তারকা মুখ
এবারের কমনওয়েলথ গেমসে নেই বেশ কয়েকটি বড় নাম। নীরজ চোপড়া, মেরি কম, এইচএস প্রণয়, সাইনা নেহওয়াল, তাজিন্দর পাল তুর, কমনপ্রীত সিং, বিকাশ কিষাণ, রানি রামপাল। বার্মিংহ্যামে বাদ দেওয়া হয়েছে শুটিং ইভেন্ট।
-
মহিলা ক্রিকেটের অন্তর্ভুক্তি
২৪ বছর পর কমনওয়েলথে ক্রিকেটের লড়াই। এই প্রথমবার মহিলা ক্রিকেট টিম প্রতিদ্বন্দ্বিতা করবে। ভারতীয় দল খেলবে হরমনপ্রীত কৌরের অধিনায়কত্বে।
Gearing up for debut at @birminghamcg22??#TeamIndia's first-ever women's cricket squad at the #CommonwealthGames was out training at the Edgbaston Stadium #EkIndiaTeamIndia| ? @ghosh_annesha pic.twitter.com/oPw1xJVtvL
— Team India (@WeAreTeamIndia) July 27, 2022
-
পতাকাবাহক সিন্ধু ও মনপ্রীত
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক পিভি সিন্ধু এবং হকি খেলোয়াড় মনপ্রীত সিং। সিন্ধুকে সোনার পদক জয়ের জোর দাবিদার ধরা হচ্ছে এবার।
Presenting the flag bearers @Pvsindhu1 & @manpreetpawar07 for #TeamIndia at the opening ceremony of @birminghamcg22 #EkIndiaTeamIndia #WeAreTeamIndia pic.twitter.com/efUCiYows6
— Team India (@WeAreTeamIndia) July 27, 2022
-
থাকছেন না রানি এলিজাবেথ
কমনওয়েলথ গেমসের উদ্বোধন করেন ব্রিটেনের রানি এলিজাবেথ। চলতি বছরে তা সম্ভব হচ্ছে না। বয়সজনিত কারণে বেশ কিছুদিন ধরেই কোনও অনুষ্ঠানে যাচ্ছেন না সদ্য ৯৪ বছরে পা রাখা রানি। কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর পরিবর্তে থাকছেন প্রিন্স চার্লস। রানি এলিজাবেথের বার্তা পাঠ করে গেমসের সূচনা করবেন তিনি।
-
বার্মিংহ্যামে পৌঁছল কুইন্স ব্যাটন রিলে
ওপেনিং সেরিমনির আগে গেমসের প্রতীক কুইন্স রিলে ব্যাটন পৌঁছেছে বার্মিংহ্যামের ভিক্টোরিয়া স্কোয়্যারে। উদ্বোধনে আগে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। ১১ দিন ধরে চলবে পদক জয়ের লড়াই।
IT’S HOME!
The Queen’s Baton Relay finally reached Victoria Square, Birmingham. After a 294 day journey to 72 nations, the Baton is now home. Sir Lenny Henry was the man to bring it back for #B2022.
Want to get involved in the final day of #QBR2022?? https://t.co/mJw6QzItDk pic.twitter.com/gS0qaFaxko
— Birmingham 2022 (@birminghamcg22) July 28, 2022
Published On - Jul 28,2022 10:30 PM