Asia Cup 2022: ভারত-পাক মহারণের আগে কী বললেন অধিনায়ক রোহিত?

ফের একবার ভারত-পাক (India vs Pakistan) ম্যাচের সাক্ষী হতে চলেছে ক্রিকেটবিশ্ব।

Asia Cup 2022: ভারত-পাক মহারণের আগে কী বললেন অধিনায়ক রোহিত?
Asia Cup 2022: ভারত-পাক মহারণের আগে কী বললেন অধিনায়ক রোহিত? Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2022 | 8:06 PM

দুবই: বাইশ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) এই দুই দল যখনই মুখোমুখি হয়েছে মাঠ ছাড়িয়ে গ্যালারিতেও ছড়িয়েছে উত্তেজনা। এটাই তো চেনা ছবি। ফের একবার ভারত-পাক ম্যাচের সাক্ষী হতে চলেছে ক্রিকেটবিশ্ব। আজ, শুরু হচ্ছে এ বারের এশিয়া কাপ (Asia Cup 2022)। মেন ইন ব্লু এ বারের কাপযাত্রা শুরু করবে আগামীকাল। এখন অষ্টম এশিয়া কাপই লক্ষ্য রোহিত শর্মার (Rohit Sharma) ভারতের। তার আগে প্রেস কনফারেন্সে কী বলে গেলেন ভারত অধিনায়ক? নিম্নে তা তুলে ধরা হল…

বাবর আজমদের বিরুদ্ধে ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামতে চলেছেন বিরাট কোহলি। নেটে রীতিমতো আগুন ঝরিয়েছেন বিরাট। তাঁকে নিয়ে রোহিত বলেন, “বিরাটকে নেটে যেভাবে দেখেছি, দারুণ লেগেছে। ওকে বেশ ভালো ছন্দে দেখাচ্ছে। ও যথেষ্ট পরিশ্রম করছে। এবং ওকে দেখে কিন্তু মনে হচ্ছে না ও খুব বেশি ভাবছে। ও আগের মতোই আছে।”

ইংল্যান্ড সফরের পর ক্রিকেট থেকে কিছুটা সময়ের জন্য বিরতি নিয়েছিলেন ভিকে। রোহিত এ ব্যাপারে বলেন, “ও এক মাসের বিরতির পর ফিরেছে। ওকে তাই তরতাজা লাগছে। যেটা সবার জন্যই ভালো।”

করোনাকালে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখছে বিসিসিআই। এ ব্যাপারে ভারত অধিনায়ক বলেন, “আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি। এটা শুধু বিরাটের জন্যই নয়, অনেক খেলোয়াড়ের জন্য কঠিন ছিল। করোনার পর থেকে মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে অনেক প্লেয়াররা। বাবলের মধ্যে একটা আলাদা জীবন কাটাতে হয়েছে। আমরা সকলের সঙ্গে কথা বলি যাতে মানসিক দিক থেকে তরতাজা থাকতে পারে প্লেয়াররা।”

বুমরা-শাহিন এ বারের এশিয়া কাপে নেই। এই নিয়ে রোহিত বলেন, “প্রতিটা দলেই ফাস্ট বোলার, স্পিনাররা রয়েছে। এ বার কোন দল কতজন স্পিনার, কতজন পেসার খেলাবে সেটা একটা আলাদা ব্যপার। পাকিস্তানে যেমন শাহিন নেই, আমাদের দলে তেমন বুমরা নেই। এটা দুই দলের ক্ষেত্রেই কিছুটা হলেও সমস্যার। কিন্তু ওদের জায়গায় দুই দলেই অন্য প্লেয়াররা খেলবে। যারা সুযোগ পাবে তারা সেটা কাজে লাগাবে আশা করি।”

ভারত-পাক ম্যাচ মানেই অতীতের পরিসংখ্যান উঠে আসে। অতীত নিয়ে ভাবতে নারাজ মেন ইন ব্লু। এই নিয়ে রোহিত বলেন, “এটা ফ্রেশ টুর্নামেন্ট, আমরা শুরুটাও নতুন করে করতে চাই। আমরা বরাবর এটা নিয়েই বলি, যে অতীতে কী হয়েছে, তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। পাকিস্তানের বিরুদ্ধে নামাটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা এই টুর্নামেন্ট থেকে সাফল্য পেতে চাই।”

ভারত-পাক ম্যাচের জন্য একাদশ বাছাই করাটা কঠিন হতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য। এ ব্যাপারে তিনি বলেন, “আমাদের কাছে ১৫ জন প্লেয়ার রয়েছে। ওরা পারফর্ম করে দেখিয়েছে বলেই সুযোগ পেয়েছে। প্রত্যেকেই পারফর্ম করার সুযোগ পাবে। আমরা প্রতিটা প্লেয়ারদের কাছ থেকে কী চাই তারা সেটা জানে। একাদশ বাছাই করাটা কঠিন। আমাদের কাছে ভালো বিকল্প রয়েছে। আমরা সেরা কম্বিনেশনটাই মাঠে নামাব। দীনেশ ভালো ফর্মে রয়েছে। ও আমাদের অনেক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই ও দলে ফিরে এসেছে।”

ভারত-পাক ম্যাচে ওপেনিং জুটি কী হবে? এই নিয়ে মুখ খুললেন না ক্যাপ্টেন রোহিত। তবে তিনি ইঙ্গিত দেন, এশিয়া কাপেও মেন ইন ব্লু কম্বিনেশন নিয়ে সুযোগ পেলে পরীক্ষা-নিরীক্ষা করবে।