T20 World Cup 2024: বিশ্বকাপের আগে বিপাকে রোহিতরা, নিউ ইয়র্কের মাঠ-খাবারে মন ভরছে না মেন ইন ব্লুর
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তড়িঘড়ি নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে। ভারত ও বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচের পাশাপাশি বিশ্বকাপের গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে।
কলকাতা: মার্কিন মুলুক এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক। ক্রিকেট মহলের মতে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পাওয়ায় প্রমাণিত হয়েছে যে সারা বিশ্বে ধীরে ধীরে ক্রিকেটের প্রসার হয়েছে। কয়েকদিন আগে আমেরিকায় পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে সেখানে অনুশীলনও শুরু করেছে রোহিত অ্যান্ড কোং। এরই মাঝে সেখানকার অনুশীলন কাঠামোর দিকে আঙুল তুলেছে মেন ইন ব্লু। বিশ্বকাপের আগে তড়িঘড়ি নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে। ভারত ও বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচের পাশাপাশি বিশ্বকাপের গ্রুপ পর্বের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। কোথাও যেন মার্কিন যুক্তরাষ্ট্রের অনুশীলন পরিকাঠামোতে ফুটে উঠছে এ যাত্রায় কোনও রকমে উতরে দিতে পারলে বাঁচি। নিউজ ১৮-র রিপোর্ট অনুযায়ী রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের নিউ ইয়র্কের অনুশীলন মাঠ থেকে শুরু করে খাবার কিছুই পছন্দ হচ্ছে না।
বিশ্বকাপের আগে তাই এ বার বিপাকে মেন ইন ব্লু। আর মাত্র ১দিন পর টুর্নামেন্টের শুভ সূচনা। জানা গিয়েছে, তার আগে মন মতো অনুশীলন করতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। নিউ ইয়র্কের ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। সেখানকার অনুশীলন বন্দোবস্ত মনে ধরেনি ভারতীয় শিবিরের। সূত্রের খবর অনুযায়ী, ‘সবই যেন জোড়াতালি দেওয়া – সে পিচ হোক বা অন্যান্য সুযোগ সুবিধা। বলা যায় এখানকার সবকিছুই বেশ গড়পড়তা। ভারতীয় টিমের পক্ষ থেকে এই বিষয়ে চিন্তার ভাব ফুটে উঠেছে।’
𝗟𝗶𝗴𝗵𝘁𝘀, 𝗖𝗮𝗺𝗲𝗿𝗮, 𝗛𝗶𝘁𝗺𝗮𝗻! 💥
The captain fantastic, @ImRo45 is poised to steer #TeamIndia towards triumph in the upcoming #T20WorldCup! 🤜🏻🤛🏻
📺 | Don’t miss #BANvIND warm-up match | SAT 1 JUN, 6 PM on Star Sports Network | #T20WorldCupOnStar pic.twitter.com/CG4pw3ejVL
— Star Sports (@StarSportsIndia) May 31, 2024
আইসিসির কাছে কি এই বিষয়ে অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট টিম? এই প্রসঙ্গে আইসিসির রিপোর্টে বলা হয়েছে, ‘ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন পরিকাঠামো নিয়ে কোনও টিমের তরফ থেকে আমাদের কাছে কোনও আপত্তি জানানো হয়নি।’ উল্লেখ্য, গ্রুপ এ-তে ভারত নাসাউ স্টেডিয়ামে খেলবে আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তারপর ভারতীয় টিম ফ্লোরিডায় চলে যাবে। এবং কানাডার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।