T20 World Cup 2022: জোসেফ-জেসন বোলিং জুটিতে প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের
West Indies vs Zimbabwe: ৪ ওভারে ১৬টি ডট বল। টি২০ ক্রিকেটে দারুণ পারফরম্যান্স। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নিলেন আলজারি জোসেফ। ম্যাচের সেরাও তিনিই। চার উইকেটই নিয়েছেন বোল্ড করে।
হোবার্ট : ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। টি২০ ফরম্যাটে (T20 World Cup 2022) দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। এ বার সরাসরি সুপার ১২-এ খেলার সুযোগ মেলেনি। প্রথম রাউন্ডের শুরুও ভালো হয়নি তাদের। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের (West Indies vs Zimbabwe) বিরুদ্ধে প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের। বোলিং দাপটে ৩১ রানের কষ্টার্জিত জয়। সুপার ১২-এর দৌড়ে টিকে রইল। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং অবশ্য চিন্তায় রাখল। এই পারফরম্যান্স নিয়ে টুর্নামেন্টে বেশিদূর এগনো কঠিন। প্রথমে ব্যাট করে কোনওরকমে ১৫০ পেরোয় ওয়েস্ট ইন্ডিজ। দুই পেসার আলজারি জোসেফ (Alzarri Joseph) এবং জেসন হোল্ডারের বেশকিছু নিখুঁত ইয়র্কারে জিতে মাঠ ছাড়তে পারল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই সিকান্দার রাজার উইকেট। ম্যাচ বিশ্লেষণে Tv9Bangla।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের মাঝপথে অর্থাৎ ১০ ওভারে তাদের স্কোর ছিল ৭৮-২। যে পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত ওয়েস্ট ইন্ডিজ, সেটাই খুঁজে পাওয়া যায়নি। মাঝের ওভারে খেই হারায় তারা। ১৩ তম ওভারে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রানের গতিও থমকে যায়। ইনিংসের শেষ ২ ওভারে ২৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এর ফলেই ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ স্কোর অবধি পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জনসন চার্লস ৩৬ বলে ৪৫ রান করেন। শেষ দিকে অলরাউন্ডার আকিল হোসেন ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। জিম্বাবোয়ের হয়ে অলরাউন্ডার সিকান্দার রাজা ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়াও ২টি উইকেট নিয়েছেন পেসার ব্লেসিং মুজুরবানি।
রান তাড়ায় জিম্বাবোয়ে মূলত খেই হারায় ওয়েস্ট ইন্ডিজের দুই পেসারের জন্য। শুরু থেকেই অতি আক্রমণাত্মক ব্যাটিং জিম্বাবোয়ের। আলজারি জোসেফ এবং জেসন হোল্ডারের গতি বাউন্সে সমস্যায় পড়ে জিম্বাবোয়ে। অষ্টম ওভারে পঞ্চম উইকেট হিসেবে সিকান্দার রাজার উইকেট পড়তেই জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। লোয়ার অর্ডারে লুক জংওয়ে ২২ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ মুহূর্ত অবধি মরিয়া লড়াই চালিয়ে যায় জিম্বাবোয়ে। ৪ ওভারে ১৬টি ডট বল। টি২০ ক্রিকেটে দারুণ পারফরম্যান্স। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নিলেন আলজারি জোসেফ। ম্যাচের সেরাও তিনিই। চার উইকেটই নিয়েছেন বোল্ড করে। জেসন হোল্ডার ৩.২ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন।