Team India Coach: চলতি সপ্তাহেই বিরাটদের নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেবে বোর্ড

লক্ষ্মণ হোন আর দ্রাবিড়, কেউই ভারতীয় টিমের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, এমনও নয়। ফলে টম মুডিদের মতো বিদেশি কোচই আসতে চলেছে ভারতীয় টিমে। আর তাই দ্রুত বিজ্ঞাপন দিয়ে ইচ্ছুক কোচদের বায়োডাটা নেওয়া হবে। তারপর বেছে নেওয়া হবে নতুন কোচ।

Team India Coach: চলতি সপ্তাহেই বিরাটদের নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেবে বোর্ড
ভারতীয় ক্রিকেট বোর্ড (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2021 | 10:10 AM

নয়াদিল্লি: রবি শাস্ত্রীর (Ravi Shastri) পরবর্তী কোচ কে? চলতি সপ্তাহেই নতুন কোচ খোঁজার জন্য বিজ্ঞপ্তি দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের আগেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের কোচ এবং সাপোর্টস্টাফ খুঁজে নেওয়া হবে।

ইংল্যান্ড সফরের পরই রবি শাস্ত্রী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পরই নতুন কোচ খুঁজে নিতে হবে বিসিসিআইকে। শাস্ত্রীর জায়গায় কোচ হতে পারেন, এমন অনেক নাম ঘোরাফেরা করছে। অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণদের নাম রয়েছে। টম মুডির মতো প্রাক্তন অস্ট্রেলিয়ানও কোচ হতে আগ্রহী। এই পরিস্থিতিতে কে কোচ হবেন ভারতীয় টিমের, তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে ক্রিকেটমহলে। ভারতীয় টিমের কোচ হতে আগ্রহীরা আবেদন করবেন। তাঁদের বায়োডাটা শর্টলিস্ট করবে ক্রিকেট কমিটি। সেখান থেকে বেছে নেওয়া হবে নতুন কোচ এবং সাপোর্ট স্টাফদের।

বোর্ডের এক কর্তা বলেছেন, ‘চলতি সপ্তাহের শেষেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। ভারতীয় টিমের কোচ হতে গেলে কী কী লাগবে, তা আমরা ঠিক করে ফেলেছি। সেই মতোই বিজ্ঞাপন দেওয়া হবে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের আগে আমরা নতুন কোচ ও সাপোর্ট স্টাফদের বেছে ফেলব।’

প্রশ্ন হল, অনিল কুম্বলে কি আবার ভারতীয় টিমের কোচ হবেন? পঞ্জাব কিংসের কোচ হিসেবে খুব বেশি সমীহ আদায় করতে পারেননি তিনি। তাঁর টিম এ বারের আইপিএলে প্লে-অফে উঠতে পারেনি। যা বিরুদ্ধে যেতে পারে বলে ধারণা অনেকের। কিন্তু বোর্ডের কেউ কেউ বলছেন, কুম্বলে নিজেই ভারতীয় টিমের কোচ হতে আগ্রহী নন। এক কর্তার কথায়, ‘অনিল কুম্বলে মোটেও কোচ হতে আগ্রহী নয়। একটা ব্যাপার ভুলে গেলে চলবে না, কুম্বলেকে কিন্তু সেই পুরনো ছেলেদের মুখোমুখিই হবে হবে। তা হলে ও ফিরতে চাইবে কেন? এটা ঠিক যে, সৌরভ গঙ্গোপাধ্যায় ওকে ভারতীয় টিমের কোচ হিসেবে চাইছে। কিন্তু বোর্ডের অন্য কর্তারা যে চাইছে না, সেটা জানিয়েও দিয়েছে। একটা ব্যাপার নিয়ে কোনও সন্দেহ নেই যে, আমরা বিদেশি কোচই চাইছি।’

লক্ষ্মণ হোন আর দ্রাবিড়, কেউই ভারতীয় টিমের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, এমনও নয়। ফলে টম মুডিদের মতো বিদেশি কোচই আসতে চলেছে ভারতীয় টিমে। আর তাই দ্রুত বিজ্ঞাপন দিয়ে ইচ্ছুক কোচদের বায়োডাটা নেওয়া হবে। তারপর বেছে নেওয়া হবে নতুন কোচ।

আরও পড়ুন: India Coach: বিরাটদের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ টম মুডির