Jay Shah: আইসিসির মসনদে জয় শাহ বসতেই পাক প্রাক্তনীর বড় চ্যালেঞ্জ
Pakistan Cricket: বছরের পর বছর ধরে পাকিস্তানে খেলতে যায় না ভারতীয় ক্রিকেট টিম। এ বার জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার পর এখানে বদল চাইছেন এক প্রাক্তন পাক অধিনায়ক।
কলকাতা: আইসিসির মসনদে পা রেখেছেন জয় শাহ (Jay Shah)। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হয়েছেন। বোর্ড সচিব হিসেবে ভারতীয় ক্রিকেটে বড় ভূমিকা রেখেছেন জয়। এ বার আইসিসির (ICC) দায়িত্বে এসে ক্রিকেটের আরও উন্নতি করার জন্য নিজেকে নিবেদিত করবেন জয়। এমনটাই জানিয়েছেন। তিনি আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ায় প্রাক্তন পাক ক্রিকেটার ইউনুস খান আশা করছেন, ভারত এ বার পাক সফরে যাবে। আর পাকিস্তান টিমের সদস্যরাও ভারতে ক্রিকেট খেলতে আসবেন। একইসঙ্গে জয় আইসিসির দায়িত্ব পেতেই প্রাক্তন পাক ক্যাপ্টেন ইউনুস চেয়েছেন, আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যেন পাকিস্তানে খেলতে যায় ভারতীয় টিম।
ক্রিকেট পাকিস্তানে ইউনুস খান বলেছেন, ‘আইসিসি প্রধান হিসেবে জয় শাহকে নিযুক্ত করার মধ্য দিয়ে ক্রিকেটের উন্নতি হওয়া উচিত। জয় শাহকে স্পোর্টসম্যান স্পিরিট দেখাতে হবে। আইসিসি প্রধান যদি ভালো উদ্যোগ নিতে পারেন, তা হলে ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানে ক্রিকেট খেলতে আসতে পারবে। একইভাবে পাকিস্তানও ভারতে খেলতে যেতে পারবে।’
জয় শাহ কী ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করতে পারেন?
আইসিসির দায়িত্ব নেওয়ার পরই জয় শাহর প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নির্বিঘ্নে আয়োজন করা। পাকিস্তান আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক। ২০০৮ সালের এশিয়া কাপের পর ভারতীয় ক্রিকেট টিম পাক সফরে যায়নি। আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপের ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়। তাও সেই ম্যাচগুলি হয় নিরপেক্ষ ভেনুতে। এ বার দেখার জয় আইসিসির দায়িত্বে আসার পর সত্যিই কি ভারতীয় ক্রিকেট টিম পঁচিশের চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যায়।