T20 World Cup 2021: নামিবিয়াকে উত্সাহ জোগালেন আফ্রিদিরা
ডেভিড উইসাদের একই সঙ্গে উদ্বুদ্ধও করেন শাহিন আফ্রিদি, মহম্মদ হাফিজ, হ্যারিস রউফরা। পাক ক্রিকেটাররা যখন নামিবিয়ার ড্রেসিংরুমে ঢোকেন, এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান উইসা, স্মিথরা। ক্ষণিকের জন্য তাঁরা কেউ বুঝতেই পারেন না কি হতে চলেছে। পাক ক্রিকেটাররা এসে হাততালি দিয়ে নামিবিয়াকে উত্সাহ জোগায়। নামিবিয়ার ক্রিকেটাররাও আফ্রিদিদের সঙ্গে ড্রেসিংরুমে সেলফি তোলেন।
আবু ধাবি: এ যেন এক বদলে যাওয়া পাকিস্তান (Pakistan)। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও মন জিতছে পাকিস্তান। যে পাক দলকে বরাবর আক্রমণাত্মক দেখে এসেছে ক্রিকেট দুনিয়া, সেই পাক দল এ বারে অনেক অচেনা। পাল্টে যাওয়া পাকিস্তান হৃদয় জিতে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের। বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ানরা (Md Rizwan) যেমন মাঠে দাপট দেখাচ্ছে, তেমনই মাঠের বাইরে প্রতিপক্ষের জন্য ঝড়ে পড়ছে তাঁদের সহানুভূতি। ভারতকে হারানোর পরও বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনায় দেখা গিয়েছিল বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। জেতার পরও কোনও উগ্র মনোভাব নয়, বরং নরম মনোভাবেই প্রতিপক্ষকে স্বাগত জানাতে হয়। পাক ক্রিকেটাররা তারই নিদর্শন দেখালেন।
সুপার টুয়েলভে নামিবিয়াকে হারিয়ে শেষ চারের টিকিট কনফার্ম করে ফেলেছে পাকিস্তান। আনন্দের দিনেও বিপক্ষ শিবিরের ড্রেসিংরুমে ঢুকে তাদের সান্ত্বনা জানিয়ে আসলেন শাহিন আফ্রিদিরা। এ ছবি খুব কমই দেখা যায়। ডেভিড উইসাদের একই সঙ্গে উদ্বুদ্ধও করেন শাহিন আফ্রিদি, মহম্মদ হাফিজ, হ্যারিস রউফরা। পাক ক্রিকেটাররা যখন নামিবিয়ার ড্রেসিংরুমে ঢোকেন, এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান উইসা, স্মিথরা। ক্ষণিকের জন্য তাঁরা কেউ বুঝতেই পারেন না কি হতে চলেছে। পাক ক্রিকেটাররা এসে হাততালি দিয়ে নামিবিয়াকে উত্সাহ জোগায়। নামিবিয়ার ক্রিকেটাররাও আফ্রিদিদের সঙ্গে ড্রেসিংরুমে সেলফি তোলেন।
#SpiritofCricket – Pakistan team visited Namibia dressing room to congratulate them on their journey in the @T20WorldCup#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/4PQwfn3PII
— Pakistan Cricket (@TheRealPCB) November 2, 2021
ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৮৯ রান তোলে। হারলেও দুরন্ত লড়াই চালায় নামিবিয়া (Namibia)। উইলিয়ামস, উইসারা ভালো ব্যাটিং করেন। নামিবিয়ার লড়াকু পারফরম্য়ান্স ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি রিজওয়ানদেরও মন কেড়ে নেয়।
আরও পড়ুন: T20 World Cup 2021: নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাবর আজমের পাকিস্তান