Asia Cup 2022: ভারত-পাক মহারণের আগে করোনামুক্ত দ্রাবিড়, যোগ দিলেন দলে

রবিবারের ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইটেম্পো ম্যাচের আগে সুখবর ভারতীয় শিবিরে।

Asia Cup 2022: ভারত-পাক মহারণের আগে করোনামুক্ত দ্রাবিড়, যোগ দিলেন দলে
Asia Cup 2022: ভারত-পাক মহারণের আগে করোনামুক্ত দ্রাবিড়, যোগ দিলেন দলেImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 10:58 AM

দুবই: এ বারের এশিয়া কাপ (Asia Cup 2022) শুরু হয়েছে শনিবার। আজ যাত্রা শুরু ভারতের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মেন ইন ব্লু-দের প্রতিপক্ষ বাবর আজমের পাকিস্তান। রবিবারের ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইটেম্পো ম্যাচের আগে সুখবর ভারতীয় শিবিরে। রোহিত শর্মাদের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন। সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, দুবইতে টিম হোটেলে দলের সঙ্গে যোগ দিলেন দ্রাবিড়। ফলে স্বাভাবিকভাবেই বলা যায়, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচের উপস্থিতি ভারতীয় দলকে খানিকটা স্বস্তি দেবে।

গত সপ্তাহে রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হয়েছিলেন। যার ফলে তিনি দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে যেতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্ণণকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে পাঠানো হয়েছিল। মরুশহরের বিমান ধরার আগে আরটিপিআর টেস্টে দ্রাবিড়ের করোনা ধরা পড়ে। তার পর তিনি বেঙ্গালুরুতে নিজের বাড়িতে আইসোলেশনে ছিলেন। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল, ফের করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পেলেই রোহিতদের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

শনিবার রাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে দ্রাবিড়কে দুবই পাঠানোর বন্দোবস্ত করা হয়। জানা গিয়েছে, আজ রাতের ভারত-পাক ম্যাচে ড্রেসিংরুমে দলকে গাইড করবেন দ্য ওয়াল। দ্রাবিড় দলে যোগ দেওয়ার ফলে, এখন প্রশ্ন উঠলে তা হলে লক্ষ্ণণ কি আজই দেশে ফিরে আসবেন? নাকি ভারত-পাক ম্যাচ হওয়ার পর দেশে ফিরবেন? আপাতত এই বিষয় পরিষ্কার নয়।

গত বছরের টি-২০ বিশ্বকাপের পর জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছিলেন দ্রাবিড়। তাঁর কোচিংয়ে একাধিক সিরিজে জিতেছে ভারত। এ বার বড় পরীক্ষা এশিয়া কাপ। তাঁর করোনা যদিও সেই পরীক্ষার আগে বড় চাপ হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে তিনি করোনামুক্ত হয়ে ওঠায়, রোহিতদের কোচিং করানোয় আর কোনও সমস্যা রইল না।

ভারতীয় স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও আবেশ খান। স্ট্যান্ডবাই – শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার।

পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফকর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির, মহম্মদ হাসনাইন ও হাসান আলি।