Asia Cup 2022: নাসিমের গতি, শাদাবের স্পিন বিপাকে ফেলতে পারে মেন ইন ব্লুকে

IND vs PAK: আজ এশিয়া কাপ যাত্রা শুরু করছে পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। তাই রোহিতদের বিরুদ্ধে নামার আগে সতর্ক পাকিস্তান। বাবর আজমের দল যে ভারতকে হারানোর ক্ষমতা রাখে তার প্রমাণ পাওয়া গিয়েছে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে। যদিও তা এখন অতীত। এ বারের এশিয়া কাপে নাসিম শাহের গতি, শাদাব-কাদিরের স্পিন বিপাকে ফেলতে পারে ভারতীয় ব্যাটারদের।

| Edited By: | Updated on: Aug 28, 2022 | 9:54 AM
IND vs PAK: আজ এশিয়া কাপ যাত্রা শুরু করছে পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। তাই রোহিতদের বিরুদ্ধে নামার আগে সতর্ক পাকিস্তান। বাবর আজমের দল যে ভারতকে হারানোর ক্ষমতা রাখে তার প্রমাণ পাওয়া গিয়েছে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে। যদিও তা এখন অতীত। এ বারের এশিয়া কাপে নাসিম শাহের গতি, শাদাব-কাদিরের স্পিন বিপাকে ফেলতে পারে ভারতীয় ব্যাটারদের।

IND vs PAK: আজ এশিয়া কাপ যাত্রা শুরু করছে পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। তাই রোহিতদের বিরুদ্ধে নামার আগে সতর্ক পাকিস্তান। বাবর আজমের দল যে ভারতকে হারানোর ক্ষমতা রাখে তার প্রমাণ পাওয়া গিয়েছে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে। যদিও তা এখন অতীত। এ বারের এশিয়া কাপে নাসিম শাহের গতি, শাদাব-কাদিরের স্পিন বিপাকে ফেলতে পারে ভারতীয় ব্যাটারদের।

1 / 6
হ্যারিস রউফ - পাক দলের অত্যন্ত নির্ভরযোগ্য বোলার হসেন হ্যারিস রউফ। ডান হাতি এই ফাস্ট বোলারের পাক দলের হয়ে সীমিত ওভারের ফর্ম্যাটে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালের কুড়ি-বিশের বিশ্বকাপের পর থেকে ধরলে গত ১১ টি ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন হ্যারিস।

হ্যারিস রউফ - পাক দলের অত্যন্ত নির্ভরযোগ্য বোলার হসেন হ্যারিস রউফ। ডান হাতি এই ফাস্ট বোলারের পাক দলের হয়ে সীমিত ওভারের ফর্ম্যাটে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালের কুড়ি-বিশের বিশ্বকাপের পর থেকে ধরলে গত ১১ টি ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন হ্যারিস।

2 / 6
শাদাব খান - পাক দলের সহ-অধিনায়ক শাদাব খান। তিনি অল-রাউন্ডার। মূলত লেগস্পিন করেন। ইনি পাকিস্তানের ইউটিলিটি প্লেয়ার। ব্যাটে-বলে বিপক্ষকে ঘোল খাওয়াতে ওস্তাদ। পাকিস্তানের জার্সিতে তিন ফরম্যাটেই খেলার অভিজ্ঞতা রয়েছে শাদাবের। এশিয়া কাপে পাকিস্তানের তুরুপের তাস হয়ে উঠতে পারেন এই শাদাব।

শাদাব খান - পাক দলের সহ-অধিনায়ক শাদাব খান। তিনি অল-রাউন্ডার। মূলত লেগস্পিন করেন। ইনি পাকিস্তানের ইউটিলিটি প্লেয়ার। ব্যাটে-বলে বিপক্ষকে ঘোল খাওয়াতে ওস্তাদ। পাকিস্তানের জার্সিতে তিন ফরম্যাটেই খেলার অভিজ্ঞতা রয়েছে শাদাবের। এশিয়া কাপে পাকিস্তানের তুরুপের তাস হয়ে উঠতে পারেন এই শাদাব।

3 / 6
নাসিম শাহ - এশিয়া কাপে পাক দলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার নাসিম শাহ। তাঁর দ্রুত গতি যে কোনও ব্যাটারের কাছে সমস্যা হয়ে উঠতে পারে। ১৯ বছরের এই পেসার রোহিতদের চাপে ফেলে দিতে পারেন। পাকিস্তানের হয়ে টেস্ট ও একদিনের ক্রিকেটে অভিষেক হলেও টি-২০ ফর্ম্যাটে অভিষেক হয়নি নাসিমের।

নাসিম শাহ - এশিয়া কাপে পাক দলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার নাসিম শাহ। তাঁর দ্রুত গতি যে কোনও ব্যাটারের কাছে সমস্যা হয়ে উঠতে পারে। ১৯ বছরের এই পেসার রোহিতদের চাপে ফেলে দিতে পারেন। পাকিস্তানের হয়ে টেস্ট ও একদিনের ক্রিকেটে অভিষেক হলেও টি-২০ ফর্ম্যাটে অভিষেক হয়নি নাসিমের।

4 / 6
উসমান কাদির - লেগস্পিন, গুগলি, স্ট্রেটার দিয়ে রোহিতদের কী বিপাকে ফেলার ছক কষবেন উসমান কাদির? আব্দুল কাদিরের ছেলে কিন্তু তৈরি ভারতকে হাইভোল্টেজ ম্যাচে চাপে ফেলার জন্য। লেগস্পিনার উসমান পাক একাদশে সুযোগ পান কিনা সেটাই দেখার।

উসমান কাদির - লেগস্পিন, গুগলি, স্ট্রেটার দিয়ে রোহিতদের কী বিপাকে ফেলার ছক কষবেন উসমান কাদির? আব্দুল কাদিরের ছেলে কিন্তু তৈরি ভারতকে হাইভোল্টেজ ম্যাচে চাপে ফেলার জন্য। লেগস্পিনার উসমান পাক একাদশে সুযোগ পান কিনা সেটাই দেখার।

5 / 6
হাসান আলি - পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে শুরুতে ছিলেন না হাসান আলি। মহম্মদ ওয়াসিম চোট পাওয়ার পর, তাঁর বদলি হিসেবে ডানহাতি পেসারকে দলে ফিরিয়েছে পাকিস্তান। হাসান আহামরি ফর্মে নেই। কিন্তু বেগতিক পাকিস্তান ওয়াসিমের পরিবর্তে তাঁকেই দলে ফেরাল।

হাসান আলি - পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে শুরুতে ছিলেন না হাসান আলি। মহম্মদ ওয়াসিম চোট পাওয়ার পর, তাঁর বদলি হিসেবে ডানহাতি পেসারকে দলে ফিরিয়েছে পাকিস্তান। হাসান আহামরি ফর্মে নেই। কিন্তু বেগতিক পাকিস্তান ওয়াসিমের পরিবর্তে তাঁকেই দলে ফেরাল।

6 / 6
Follow Us: