IND vs SL Playing Xi: বৃষ্টিতে দেরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নেই শুভমন গিল!

India vs Sri Lanka 2nd T20I: পাল্লেকেলেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। বৃষ্টির কারণে দেরি হয়েছে। পরের দিকেও বৃষ্টির প্রভাব থাকতে পারে। সে কারণেই কি? ডাকওয়ার্থ লুইস কিংবা বৃষ্টি নিয়ে ভাবছেন না সূর্য। প্রথম ম্যাচে আগে ব্যাট করে জিতেছেন।

IND vs SL Playing Xi: বৃষ্টিতে দেরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নেই শুভমন গিল!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 28, 2024 | 7:44 PM

জয় দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। যদিও প্রথম ম্যাচে চাপ তৈরি করেছিল বোলিং। বোর্ডে ২১৩ রানের বিশাল স্কোর গড়েও চাপে ছিল ভারতীয় শিবির। ১৭তম ওভারে রিয়ান পরাগকে বোলিংয়ে এনে মাস্টারস্ট্রোক গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদবের। বড় ব্যবধানেই জিতেছে ভারত। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজও নিশ্চিত হয়ে যাবে। যদিও এই ম্যাচে ভারতীয় ব্য়াটিংয়ে বড় ধাক্কা। খেলছেন না ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। তাঁর পরিবর্তে একাদশে সঞ্জু স্যামসন।

পাল্লেকেলেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। বৃষ্টির কারণে দেরি হয়েছে। পরের দিকেও বৃষ্টির প্রভাব থাকতে পারে। সে কারণেই কি? ডাকওয়ার্থ লুইস কিংবা বৃষ্টি নিয়ে ভাবছেন না সূর্য। প্রথম ম্যাচে আগে ব্যাট করে জিতেছেন। ফলে আগে ব্যাট না বোলিং, কোনটা ভালো সিদ্ধান্ত, তা নিয়ে ভাবতে নারাজ সূর্যকুমার যাদব। বরং এই ম্যাচেই সিরিজ নিশ্চিত করায় নজর।

টসের সময়ই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব একাদশ প্রসঙ্গে জানান, খেলছেন না শুভমন গিল। প্রথম ম্যাচে পাওয়ার প্লে-তে বিধ্বংসী ব্যাটিং করেছিল যশস্বী-শুভমন জুটি। পাওয়ার প্লে-তেই ৭৪ রান যোগ করে তারা। কিন্তু নাকে চোট থাকার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না শুভমন গিল। বাঁ হাতি ওপেনারের সঙ্গে জুটি বাঁধবেন সঞ্জু স্যামসন। টিম কম্বিনেশনে অবশ্য আর কোনও পরিবর্তন নেই ভারতের।

ভারতের একাদশ: সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার একাদশ: চরিত আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্ক, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, মহেশ থিকসানা, মাতিসা পাথিরানা, অসিত ফার্নান্ডো, রমেশ মেন্ডিস।