INDw vs WIw, Women’s T20 World Cup: স্মৃতি-উদ্বেগের মধ্যেও স্বপ্ন দেখাচ্ছেন শিলিগুড়ির রিচা
জেমাইমার দুরন্ত অর্ধশতরান ছিল ভারতের জয়ের আর এক অন্যতম চালিকাশক্তি। ৩৮ বলে ৫৩ রান করে তিনি নিজেকে আবারও ম্যাচ উইনার হিসেবে প্রমাণ করেন তিনি।
কেপটাউন: টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2023) চতুর্থ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় আত্মবিশ্বাসী করে তুলেছে ভারতকে। ব্যাটিংয়ে সে রকম ভাবে নিজেদের মেলে ধরতে পারেননি ভারতের প্রথম সারির ব্যাটাররা। স্মৃতি মান্ধানা আঙ্গুলে চোটের কারণে মাঠের বাইরে। টিম খানিকটা চাপে থাকলেও জয় তুলে নিতে অসুবিধা হয়নি। জেমাইমা রড্রিগেজ ও রিচা ঘোষ (Richa Ghosh)। খেলার আঠেরোতম ওভারে পরপর তিনটি চার মেরে নিজেদের জয় কার্যত পাকা করে নেন রিচা ঘোষ। জেমাইমার দুরন্ত অর্ধশতরান ছিল ভারতের জয়ের আর এক অন্যতম চালিকাশক্তি। ৩৮ বলে ৫৩ রান করে তিনি নিজেকে আবারও ম্যাচ উইনার হিসেবে প্রমাণ করেন তিনি।
ভারতের মেয়েদের সামনে পরবর্তী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ঠিক কতটা প্রস্তুত হরমনপ্রিতরা ? কেপটাউনের মাঠে বুধবার মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের এই মাঠটি বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়ামগুলির মধ্যে একটি। প্রথম ম্যাচে জিতে প্রতিপক্ষের থেকে একধাপ এগিয়ে ভারত। কার্যত মনোবল তুঙ্গে থাকবে ভারতের মেয়েদের। হ্যারির টিমের একটাই চাপ, মান্ধানা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনিশ্চিত। তিনি টিমে ঢুকলে ওপেনিং স্লট নিয়ে বেশি পরীক্ষানিরীক্ষা করতে হবে না। টপ অর্ডারও কিছুটা নির্ভরতা পাবে। ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশও অপরিবর্তিত থাকবে বলেই জানা যাচ্ছে।
মান্ধানা চাপের মধ্যেও টিমকে স্বস্তি দিচ্ছেন বাংলার রিচা। শিলিগুড়ির মেয়ের মতো জেমাইমাও দারুণ ফর্মে আছেন। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজও ভারতের বিরুদ্ধে কোমর বেঁধে নামতে প্রস্তুত। হেলি ম্যাথেউস ও স্টেফানি টেলররা চাইবেন, ইংল্যান্ডের ম্যাচে হার থেকে শিক্ষা নিতে। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিতে মরিয়া তাঁরা। এই ম্যাচেও যদি ওয়েস্ট ইন্ডিজ হারে তাহলে সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবেন টেলররা। তাই ওয়েস্ট ইন্ডিজ যে মরিয়া হয়ে মাঠে নামবে, তা মাথায় রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ভারত যদি ঘরে বিশ্বকাপ আনতে চায় তা হলে ব্যাটিং ইউনিটকে আরও ভালো ফলাফল করতে হবে। ভারতের কাছে আর এক চিন্তার কারণ হল, বোলারদের প্রত্যাশামূলক প্রদর্শন করতে না পারা। পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ভাগে ৯১ রান দিয়েছেন ভারতের বোলাররা। যা একটু চিন্তার বিষয়। বোলিং ইউনিট আরও শক্তিশালী হয়ে উঠলে শুধু ওয়েস্ট ইন্ডিজ কেন, যে কোনও দলের সঙ্গে লড়ার ক্ষমতা রাখবে ভারত। এ দিকে, ওয়েস্ট ইন্ডিজও গত ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। সুতরাং সব মিলিয়ে ভারতের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে নিজেদের জয়ের ধারা বজায় রাখার জন্য।